নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্লীলতাহানি ও মারধরের মামলায় সাক্ষ্য দিতে আদালতে যাননি চিত্রনায়িকা পরীমণি। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-৯-এ পরীমণির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। পরীমণি না আসায় বিচারক শাহিনা হক সিদ্দিকা আগামী বছর ১৫ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।
আদালতে পরীমণির পক্ষে তাঁর আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, পরীমণি জ্বরে আক্রান্ত থাকায় ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন। পরীমণির আইনজীবী নীলঞ্জনা সুরভী রিফাত আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।
গত ২৪ জুলাই পরীমণি আংশিক জবানবন্দি দেন। সাক্ষ্য দেওয়ার একপর্যায়ে পরীমণি আদালতকে বলেন, ‘আমি ঘটনার কিছু বিষয় প্রকাশ্যে বলতে চাচ্ছি না।’ তখন বিচারক প্রশ্ন করেন, ‘আপনি কি ক্যামেরা ট্রায়াল করতে চান?’
এরপর পরীমণির আইনজীবী ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে বলেন, ক্যামেরা ট্রায়ালে এ মামলার বিচার হবে। এর আগে ২০২২ সালের ২৯ নভেম্বর পরীমণি আংশিক সাক্ষ্য দেন।
গত বছর ১৮ মে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে একই ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর এই মামলায় অভিযোগ পত্র দেওয়া হয়।
২০২১ সালের ১৪ জুন রিয়েল উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি ও জাতীয় পার্টির নেতা নাসির ইউ মাহমুদ, তাঁর সহযোগী তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলমসহ আরও চারজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমণি। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় এজাহারে।

শ্লীলতাহানি ও মারধরের মামলায় সাক্ষ্য দিতে আদালতে যাননি চিত্রনায়িকা পরীমণি। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-৯-এ পরীমণির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। পরীমণি না আসায় বিচারক শাহিনা হক সিদ্দিকা আগামী বছর ১৫ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।
আদালতে পরীমণির পক্ষে তাঁর আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, পরীমণি জ্বরে আক্রান্ত থাকায় ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন। পরীমণির আইনজীবী নীলঞ্জনা সুরভী রিফাত আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।
গত ২৪ জুলাই পরীমণি আংশিক জবানবন্দি দেন। সাক্ষ্য দেওয়ার একপর্যায়ে পরীমণি আদালতকে বলেন, ‘আমি ঘটনার কিছু বিষয় প্রকাশ্যে বলতে চাচ্ছি না।’ তখন বিচারক প্রশ্ন করেন, ‘আপনি কি ক্যামেরা ট্রায়াল করতে চান?’
এরপর পরীমণির আইনজীবী ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে বলেন, ক্যামেরা ট্রায়ালে এ মামলার বিচার হবে। এর আগে ২০২২ সালের ২৯ নভেম্বর পরীমণি আংশিক সাক্ষ্য দেন।
গত বছর ১৮ মে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে একই ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর এই মামলায় অভিযোগ পত্র দেওয়া হয়।
২০২১ সালের ১৪ জুন রিয়েল উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি ও জাতীয় পার্টির নেতা নাসির ইউ মাহমুদ, তাঁর সহযোগী তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলমসহ আরও চারজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমণি। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় এজাহারে।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
৩ ঘণ্টা আগে