নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৮ জন সদস্যকে আটক করেছে র্যাব-২। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত লালবাগ, তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র। গ্রেপ্তারকৃতরা ইভ টিজিং, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে যুক্ত ছিল বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। তাদের বয়স ১৩ থেকে ২৭ বছর।
গ্রেপ্তারকৃতরা হলো আকাশ, ফয়সাল মাহমুদ, ইমরান, মিরাজুল করিম, মামুনুর রশিদ চৌধুরী, ফারহান আহমেদ, আল আমিন, মাসুদ রানা, নাহিদ, শান্ত, রাব্বি আল মামুন, ফেরদৌস, সামি, সাগর, আশিকুল ইসলাম, আলভি, মো. শান্ত ও নয়ন। তাদের কাছ থেকে ১৩টি ছুরি, দুটি ক্ষুর, দুটি ব্লেড, দুটি তালা ভাঙার যন্ত্র, দুটি গ্রিল কাটার যন্ত্র এবং আটটি মোবাইল ফোনসেট পাওয়া গেছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, আটককৃতরা কিশোর গ্যাং গ্রুপ-‘আকাশ গ্রুপ’ এবং ‘সামী গ্রুপ’–এর সদস্য। তারা ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভ টিজিং, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িত। টিকটক, লাইকিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ভিডিও তৈরি ও শেয়ার করে। ভাইরাল হওয়ার নেশায় বিভিন্ন বয়সী নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের মাধ্যমে তার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারা এলাকায় প্রভাব বিস্তার করতে মারামারি ও ত্রাসের সৃষ্টি করে। নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য কিশোর গ্যাংয়ের সঙ্গে মারামারি করে।

ঢাকা: রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৮ জন সদস্যকে আটক করেছে র্যাব-২। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত লালবাগ, তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র। গ্রেপ্তারকৃতরা ইভ টিজিং, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে যুক্ত ছিল বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। তাদের বয়স ১৩ থেকে ২৭ বছর।
গ্রেপ্তারকৃতরা হলো আকাশ, ফয়সাল মাহমুদ, ইমরান, মিরাজুল করিম, মামুনুর রশিদ চৌধুরী, ফারহান আহমেদ, আল আমিন, মাসুদ রানা, নাহিদ, শান্ত, রাব্বি আল মামুন, ফেরদৌস, সামি, সাগর, আশিকুল ইসলাম, আলভি, মো. শান্ত ও নয়ন। তাদের কাছ থেকে ১৩টি ছুরি, দুটি ক্ষুর, দুটি ব্লেড, দুটি তালা ভাঙার যন্ত্র, দুটি গ্রিল কাটার যন্ত্র এবং আটটি মোবাইল ফোনসেট পাওয়া গেছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, আটককৃতরা কিশোর গ্যাং গ্রুপ-‘আকাশ গ্রুপ’ এবং ‘সামী গ্রুপ’–এর সদস্য। তারা ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভ টিজিং, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িত। টিকটক, লাইকিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ভিডিও তৈরি ও শেয়ার করে। ভাইরাল হওয়ার নেশায় বিভিন্ন বয়সী নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের মাধ্যমে তার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারা এলাকায় প্রভাব বিস্তার করতে মারামারি ও ত্রাসের সৃষ্টি করে। নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য কিশোর গ্যাংয়ের সঙ্গে মারামারি করে।

নরসিংদীর রায়পুরায় এক তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল শনিবার ভুক্তভোগী তরুণী পাঁচজনকে অভিযুক্ত করে পর্নোগ্রাফি আইনে রায়পুরা থানায় মামলা করেন।
১৭ মিনিট আগে
মাদারীপুর সদরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আজ রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঘটকচরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ র্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরিতে থারমাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে মো. আসাদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহতসহ তিনজন আহত হয়েছেন।
৩৫ মিনিট আগে
রাতে দুই ব্যক্তি তাঁকে ডেকে নিয়ে নিজেদের একটি রাজনৈতিক দলের কর্মী বলে পরিচয় দেন। তাঁরা বলেন, বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানকে তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী সমর্থন দিতে। ১৯ জানুয়ারির মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে তাঁকে প্রাণনাশের হুমকি দেন।
৩৯ মিনিট আগে