
গাজীপুরের শ্রীপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আজ রোববার দুপুরে অপহৃত ছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানার অভিযোগ করেন।
ভুক্তভোগী স্কুলছাত্রী (১৫) ওই উপজেলার বাসিন্দা। সে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রামের মিজানুর রহমান মল্লিক (২০), একই ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের আশিকুর রহমান (২৫), রফিক মণ্ডল (৩৫) ও মানিক মল্লিক (৪৫)।
ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, গত ২৩ ডিসেম্বর সকাল ৯টার দিকে স্কুলে কাছে প্রাইভেট পড়তে যায় আমার মেয়ে। এ সময় অভিযুক্তরা একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। আমার মেয়ের এক সহপাঠী কল করে বিষয়টি জানায়। স্থানীয় কয়েকজনকে নিয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পায়নি। এরপর স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। পরে মেয়েকে উদ্ধারের জন্য থানায় লিখিত অভিযোগ করি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মানিক মল্লিকের বাড়িতে গেলে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ওই ছাত্রীকে উদ্ধারে কাজ করছে পুলিশ। ভুক্তভোগীকে উদ্ধার করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের শ্রীপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আজ রোববার দুপুরে অপহৃত ছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানার অভিযোগ করেন।
ভুক্তভোগী স্কুলছাত্রী (১৫) ওই উপজেলার বাসিন্দা। সে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রামের মিজানুর রহমান মল্লিক (২০), একই ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের আশিকুর রহমান (২৫), রফিক মণ্ডল (৩৫) ও মানিক মল্লিক (৪৫)।
ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, গত ২৩ ডিসেম্বর সকাল ৯টার দিকে স্কুলে কাছে প্রাইভেট পড়তে যায় আমার মেয়ে। এ সময় অভিযুক্তরা একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। আমার মেয়ের এক সহপাঠী কল করে বিষয়টি জানায়। স্থানীয় কয়েকজনকে নিয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পায়নি। এরপর স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। পরে মেয়েকে উদ্ধারের জন্য থানায় লিখিত অভিযোগ করি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মানিক মল্লিকের বাড়িতে গেলে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ওই ছাত্রীকে উদ্ধারে কাজ করছে পুলিশ। ভুক্তভোগীকে উদ্ধার করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার সাভার থানা কমপ্লেক্সের ১০০ গজের মধ্যে একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুটি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরের পর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
২ মিনিট আগে
বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
২৭ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
৩৭ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৩৮ মিনিট আগে