নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় প্রাইভেট কার পার্কিং ফির নামে চাঁদা আদায়ের অভিযোগে আশরাফুল ইসলাম (২৩) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার চাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই ওই তরুণকে আটক করে পুলিশ। গতকাল মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আজ বুধবার সকালে আটকের তথ্যটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।
তারিকুজ্জামান বলেন, চাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় অভিযুক্ত তরুণ মো. আশরাফুলকে ধরতে অভিযান চালানো হয়। রাতে ধানমন্ডি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। থাকেন হাজারীবাগ এলাকায়।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, সাদা শার্ট পরা এক তরুণ রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেট কারের মালিকের সঙ্গে ওই তরুণের কথা–কাটাকাটি হয়। প্রাইভেট কারে বসা এক ব্যক্তি ওই তরুণকে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করলে উত্তরে তরুণ বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় পাশে প্রাইভেট কার মালিকের স্ত্রী ওই তরুণের নাম জানতে চান। উত্তরে তরুণ বলেন, ‘নাম দিয়ে কী হবে?’
ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেট কারের মালিক বলছেন, ‘রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।’
গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই তরুণ চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাঁকা করতে পারবা না।’
এরপর তরুণটি সেখান থেকে চলে যান।
রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় প্রাইভেট কার পার্কিং ফির নামে চাঁদা আদায়ের অভিযোগে আশরাফুল ইসলাম (২৩) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার চাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই ওই তরুণকে আটক করে পুলিশ। গতকাল মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আজ বুধবার সকালে আটকের তথ্যটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।
তারিকুজ্জামান বলেন, চাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় অভিযুক্ত তরুণ মো. আশরাফুলকে ধরতে অভিযান চালানো হয়। রাতে ধানমন্ডি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। থাকেন হাজারীবাগ এলাকায়।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, সাদা শার্ট পরা এক তরুণ রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেট কারের মালিকের সঙ্গে ওই তরুণের কথা–কাটাকাটি হয়। প্রাইভেট কারে বসা এক ব্যক্তি ওই তরুণকে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করলে উত্তরে তরুণ বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় পাশে প্রাইভেট কার মালিকের স্ত্রী ওই তরুণের নাম জানতে চান। উত্তরে তরুণ বলেন, ‘নাম দিয়ে কী হবে?’
ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেট কারের মালিক বলছেন, ‘রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।’
গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই তরুণ চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাঁকা করতে পারবা না।’
এরপর তরুণটি সেখান থেকে চলে যান।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সেনাবাহিনীর পৃথক দুটি অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।
৩৪ মিনিট আগেরাজশাহী নগরে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রিমন ঘোষ তুফান (২৪)। তিনি নগরের সিপাইপাড়া এলাকার রাজেন কুমারের ছেলে।
৩৬ মিনিট আগেঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ইউসুফ খান (৫৪) নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টা ২০ মিনিটে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় কলাবাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় একটি পিকআপ ভ্যান উল্টে গেছে। এতে ভ্যানের ওপরে থাকা এক শিশু নিহত এবং তার মা-বাবাসহ সাতজন আহত হয়েছে। তারা বাসা বদল করে মালপত্র নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। আজ শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া চৌধুরী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে