নিজস্ব প্রতিবেদক

ঢাকা: পুনর্বাসন ছাড়া কোনোভাবেই ব্যাটারিচালিত রিকশা বন্ধ করা যাবে না। আজ রোববার অটোরিকশা ও ভ্যান বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিল ও এই যানকে পরিবহন খাতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশে এ দাবি জানায় ঢাকা মহানগরের অটোরিকশা ভ্যান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন।
সমাবেশে সাধারণ মানুষের পেটে লাথি মেরে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না উল্লেখ করে বক্তারা বলেন, বাংলাদেশে লাখ লাখ মানুষের রুটি-রুজির একমাত্র উৎস হচ্ছে এই ব্যাটারিচালিত রিকশা। তাঁদের কাজের অন্য কোনো উৎস নেই। প্রয়োজনে রাস্তায় আলাদা লেন করে দেওয়া হোক। কিন্তু কোনোভাবেই রিকশা বন্ধ করা যাবে না।
বাংলাদেশ কর্মচারী ফেডারেশনের নগর সভাপতি রাজু আহমেদ বলেন, শহরে অনেক প্রতিবন্ধী রিকশাচালক আছেন। এই অটোরিকশার মাধ্যমেই তাঁরা জীবিকা অর্জনের পথ খুঁজে পেয়েছেন। তাঁদের বাঁচার একমাত্র অবলম্বন হচ্ছে এই রিকশা। বিকল্প ব্যবস্থা এই রিকশা বন্ধের সিদ্ধান্ত সরকারের হঠকারিতা ছাড়া আর কিছু না।
সমাবেশে বক্তারা রিকশা বন্ধ না করে অবিলম্বে পরিবেশবান্ধব এ বাহনকে পরিবহনের অন্তর্ভুক্ত করার দাবি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা মাসদু রানা। তিনি বলেন, এই শহরে রিকশার চাকা চললে চালকদের পরিবারের পেট চলে। গ্রামীণ অর্থনীতিতে অনেক বড় ভূমিকা আছে এই চালকদের। ঢাকা শহরে ১১ লাখ রিকশাচালকের আয়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সচল থাকে।
তিনি আরও বলেন, ঢাকা শহরের যানজটের মূল কারণ হচ্ছে প্রাইভেট কার। তাই যানজট নিরসনে রিকশা নয়; বরং প্রাইভেট কার বন্ধ করা হোক।
আয়োজিত এ সমাবেশে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় মহানগর নেতারা ছাড়াও বিভিন্ন এলাকার রিকশাচালকেরা অংশ নেন।

ঢাকা: পুনর্বাসন ছাড়া কোনোভাবেই ব্যাটারিচালিত রিকশা বন্ধ করা যাবে না। আজ রোববার অটোরিকশা ও ভ্যান বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিল ও এই যানকে পরিবহন খাতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশে এ দাবি জানায় ঢাকা মহানগরের অটোরিকশা ভ্যান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন।
সমাবেশে সাধারণ মানুষের পেটে লাথি মেরে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না উল্লেখ করে বক্তারা বলেন, বাংলাদেশে লাখ লাখ মানুষের রুটি-রুজির একমাত্র উৎস হচ্ছে এই ব্যাটারিচালিত রিকশা। তাঁদের কাজের অন্য কোনো উৎস নেই। প্রয়োজনে রাস্তায় আলাদা লেন করে দেওয়া হোক। কিন্তু কোনোভাবেই রিকশা বন্ধ করা যাবে না।
বাংলাদেশ কর্মচারী ফেডারেশনের নগর সভাপতি রাজু আহমেদ বলেন, শহরে অনেক প্রতিবন্ধী রিকশাচালক আছেন। এই অটোরিকশার মাধ্যমেই তাঁরা জীবিকা অর্জনের পথ খুঁজে পেয়েছেন। তাঁদের বাঁচার একমাত্র অবলম্বন হচ্ছে এই রিকশা। বিকল্প ব্যবস্থা এই রিকশা বন্ধের সিদ্ধান্ত সরকারের হঠকারিতা ছাড়া আর কিছু না।
সমাবেশে বক্তারা রিকশা বন্ধ না করে অবিলম্বে পরিবেশবান্ধব এ বাহনকে পরিবহনের অন্তর্ভুক্ত করার দাবি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা মাসদু রানা। তিনি বলেন, এই শহরে রিকশার চাকা চললে চালকদের পরিবারের পেট চলে। গ্রামীণ অর্থনীতিতে অনেক বড় ভূমিকা আছে এই চালকদের। ঢাকা শহরে ১১ লাখ রিকশাচালকের আয়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সচল থাকে।
তিনি আরও বলেন, ঢাকা শহরের যানজটের মূল কারণ হচ্ছে প্রাইভেট কার। তাই যানজট নিরসনে রিকশা নয়; বরং প্রাইভেট কার বন্ধ করা হোক।
আয়োজিত এ সমাবেশে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় মহানগর নেতারা ছাড়াও বিভিন্ন এলাকার রিকশাচালকেরা অংশ নেন।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২৩ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে