
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে অগ্নিনিরাপত্তা-বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন, নির্বাচন কমিশনাররা, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এবং নির্বাচন কমিশন ও ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন ভবনের সম্মেলনকক্ষে প্রধান নির্বাচন কমিশনারসহ সব কর্মকর্তাদের উপস্থিতিতে অগ্নি প্রতিরোধ, অগ্নিনির্বাপণে করণীয় ও প্রাথমিক চিকিৎসা-উদ্ধার বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশন উপস্থাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকার সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক।
এরপর নির্বাচন কমিশন ভবনের সামনে অগ্নিনির্বাপণ-বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় নির্বাচন কমিশন ভবনে কৃত্রিম অগ্নিকাণ্ড পরিস্থিতি তৈরি করা হয়। ফায়ার সার্ভিসের বিশেষায়িত গাড়ি টার্ন টেবিল লেডারের সাহায্যে আটকে পরা লোক উদ্ধার, অগ্নিনির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা প্রদান কার্যক্রম প্রদর্শন করা হয়। এ ছাড়া ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে অগ্নিনির্বাপণ ও এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর পদ্ধতিও প্রদর্শন করা হয়।
মহড়া শেষে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে সিনিয়র সচিব আখতার আহমেদ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘এ মহড়া শুধু সচেতন করছে তা নয়, আমাদের আত্মবিশ্বাস বাড়াতেও সহযোগিতা করবে।’ তিনি এ প্রশিক্ষণ ও মহড়া থেকে পাওয়া অভিজ্ঞতা পরিবারের সদস্যদের সচেতনতা বাড়াবে বলে প্রত্যাশা করেন।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে অগ্নিনিরাপত্তা-বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন, নির্বাচন কমিশনাররা, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এবং নির্বাচন কমিশন ও ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন ভবনের সম্মেলনকক্ষে প্রধান নির্বাচন কমিশনারসহ সব কর্মকর্তাদের উপস্থিতিতে অগ্নি প্রতিরোধ, অগ্নিনির্বাপণে করণীয় ও প্রাথমিক চিকিৎসা-উদ্ধার বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশন উপস্থাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকার সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক।
এরপর নির্বাচন কমিশন ভবনের সামনে অগ্নিনির্বাপণ-বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় নির্বাচন কমিশন ভবনে কৃত্রিম অগ্নিকাণ্ড পরিস্থিতি তৈরি করা হয়। ফায়ার সার্ভিসের বিশেষায়িত গাড়ি টার্ন টেবিল লেডারের সাহায্যে আটকে পরা লোক উদ্ধার, অগ্নিনির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা প্রদান কার্যক্রম প্রদর্শন করা হয়। এ ছাড়া ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে অগ্নিনির্বাপণ ও এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর পদ্ধতিও প্রদর্শন করা হয়।
মহড়া শেষে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে সিনিয়র সচিব আখতার আহমেদ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘এ মহড়া শুধু সচেতন করছে তা নয়, আমাদের আত্মবিশ্বাস বাড়াতেও সহযোগিতা করবে।’ তিনি এ প্রশিক্ষণ ও মহড়া থেকে পাওয়া অভিজ্ঞতা পরিবারের সদস্যদের সচেতনতা বাড়াবে বলে প্রত্যাশা করেন।

নানা অভিযোগ তুলে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার (১২ জানুয়ারি) সংশ্লিষ্ট তিন কর্মকর্তার চাকরিচ্যুতি কার্যকর করে চিঠি ইস্যু করা হয়।
১৪ মিনিট আগে
সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে