নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যাত্রীর জীবন রক্ষার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডনগামী একটি ফ্লাইট বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে। আজ রোববার রাতে বিমান সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, গত ০১ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০১ ফ্লাইটটি ২৬৫ জন যাত্রী নিয়ে সিলেট হতে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইটের মধ্যে একজন যাত্রীর হঠাৎ উচ্চ রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। কেবিন ক্রুরা উক্ত যাত্রীর অসুস্থতার বিষয়টি ফ্লাইটের ক্যাপ্টেনকে জানালে, ফ্লাইটের যাত্রীদের মধ্যে কোনো চিকিৎসক আছেন কি না জানতে ককপিট থেকে ঘোষণা করা হয়। একজন চিকিৎসক যাত্রী উক্ত রোগীকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন।
ফ্লাইটের মধ্যে উক্ত অসুস্থ যাত্রীকে নিরবচ্ছিন্ন অক্সিজেন সাপ্লাই এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। তবে যাত্রীর শারীরিক অবস্থার আরও অবনতি হলে উক্ত চিকিৎসক ক্যাপ্টেনকে জানান যে, অসুস্থ যাত্রীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে হবে। ক্যাপ্টেন যাত্রীর জীবন রক্ষার্থে ফ্লাইটটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অবস্থিত সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে জরুরি অবতরণ করে।
ফ্লাইটের পাইলট ইন কমান্ড (পিআইসি) ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন জানান, চিকিৎসক রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে জানালে তাৎক্ষণিক ফ্লাইটটি ডাইভার্ট করে নিকটতম এয়ারপোর্টে ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এটিসির সঙ্গে যোগাযোগ করে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করা হয়। ফ্লাইট ডাইভার্ট করে সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রেকর্ড ২৫ মিনিটের মধ্যে অবতরণ করে।
বিমান থেকে আরও জানানো হয়, ওই অসুস্থ যাত্রী (৮৪ বছর) সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। তাঁর কাছে ‘ফিট টু ফ্লাই’ মেডিকেল সার্টিফিকেটে ছিল।

যাত্রীর জীবন রক্ষার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডনগামী একটি ফ্লাইট বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে। আজ রোববার রাতে বিমান সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, গত ০১ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০১ ফ্লাইটটি ২৬৫ জন যাত্রী নিয়ে সিলেট হতে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইটের মধ্যে একজন যাত্রীর হঠাৎ উচ্চ রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। কেবিন ক্রুরা উক্ত যাত্রীর অসুস্থতার বিষয়টি ফ্লাইটের ক্যাপ্টেনকে জানালে, ফ্লাইটের যাত্রীদের মধ্যে কোনো চিকিৎসক আছেন কি না জানতে ককপিট থেকে ঘোষণা করা হয়। একজন চিকিৎসক যাত্রী উক্ত রোগীকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন।
ফ্লাইটের মধ্যে উক্ত অসুস্থ যাত্রীকে নিরবচ্ছিন্ন অক্সিজেন সাপ্লাই এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। তবে যাত্রীর শারীরিক অবস্থার আরও অবনতি হলে উক্ত চিকিৎসক ক্যাপ্টেনকে জানান যে, অসুস্থ যাত্রীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে হবে। ক্যাপ্টেন যাত্রীর জীবন রক্ষার্থে ফ্লাইটটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অবস্থিত সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে জরুরি অবতরণ করে।
ফ্লাইটের পাইলট ইন কমান্ড (পিআইসি) ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন জানান, চিকিৎসক রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে জানালে তাৎক্ষণিক ফ্লাইটটি ডাইভার্ট করে নিকটতম এয়ারপোর্টে ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এটিসির সঙ্গে যোগাযোগ করে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করা হয়। ফ্লাইট ডাইভার্ট করে সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রেকর্ড ২৫ মিনিটের মধ্যে অবতরণ করে।
বিমান থেকে আরও জানানো হয়, ওই অসুস্থ যাত্রী (৮৪ বছর) সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। তাঁর কাছে ‘ফিট টু ফ্লাই’ মেডিকেল সার্টিফিকেটে ছিল।

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৭ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৭ ঘণ্টা আগে