Ajker Patrika

র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে সোনা-অর্থ লুটের অভিযোগ

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে র‍্যাবের পোশাক পরে এক ব্যবসায়ীর সোনা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে ডেমরা সড়কের মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায়। এ ঘটনায় আজ রোববার দুপুরে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন ওই ব্যবসায়ী।

ভুক্তভোগী সৈকত বিশ্বাস (২৮) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বাজারের মধু জুয়েলারি কারখানার মালিক ও তারাবো পৌরসভার নোয়াগাঁও এলাকার বাসিন্দা।

সৈকত জানান, তাঁতীবাজার থেকে পুরোনো সোনা বিক্রি ও হলমার্ক করা স্বর্ণালংকার সংগ্রহ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। যাত্রাবাড়ী-ডেমরা সড়কের মাতুয়াইল এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাসে থাকা র‌্যাবের পোশাক পরিহিত সাত থেকে আটজন তাঁকে বহনকারী লেগুনার গতিরোধ করেন। এরপর তাঁকে মারধর করে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেন।

সৈকতের দাবি, তাঁর কাছে থাকা নগদ ১ লাখ ৭ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকার, দুটি সোনার চেইন, একটি রুপার পায়েলসহ মোট ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে দুর্বৃত্তরা। পরে তাঁকে রাজধানীর মতিঝিলের দিলকুশা ইউনুস টাওয়ারের কাছে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্বজনদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘র‍্যাবের পোশাক পরিহিত লুটপাটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত