Ajker Patrika

দেশে খাদ্যের অভাব নাই, উন্নত চিকিৎসা মানুষের দোরগোড়ায়: স্বাস্থ্যমন্ত্রী

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
দেশে খাদ্যের অভাব নাই, উন্নত চিকিৎসা মানুষের দোরগোড়ায়: স্বাস্থ্যমন্ত্রী

দেশে খাদ্যের অভাব নাই এবং উন্নত চিকিৎসা মানুষের দোরগোড়ায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার বিকেলে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে পৌর আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘সারা পৃথিবী করোনার আঘাতে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত কিন্তু বাংলাদেশের অর্থনীতি মজবুত আছে। বাংলাদেশের অর্থনীতি এখনো ৬ ডিজিটের ওপরে। যেখানে আমেরিকা, চায় না, ভারতের মতো দেশ মাইনাসে চলে গেছে সেখানে বাংলাদেশের অর্থনীতিতে ৬ থেকে ৭ শতাংশ এখানো গ্রোথ আছে। দেশে খাদ্যের অভাব নাই, উন্নত চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।’ 

জাহিদ মালেক বলেন, ‘শেখ হাসিনার মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে বিধায় আজ প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বাংলাদেশের কেউ না খেয়ে থাকে না। লক্ষ লক্ষ মানুষকে ঘর দেওয়া হয়েছে। গৃহহীনরা ঘর পেয়েছে, কৃষকেরা সার পেয়েছে, বিদ্যুৎ পেয়েছে এর জন্য জীবন দিতে হয় নাই। বিএনপির সময় সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে।’ 

জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলে স্বাস্থ্যমন্ত্রীসহ অন্যান্য অতিথিরাএ সময় মন্ত্রী আরও বলেন, ‘বিএনপির আমলে একটি বিদ্যুৎ কেন্দ্র তারা স্থাপন করতে পারে নাই। যার জন্য আমাদের শিল্প ধ্বংসের পথে ছিল। তাদের সময় বিদ্যুৎ মাঝে মাঝে আসত। হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ খাত থেকে লোপাট করে বিদেশে পাচার করেছে তারা। সেই টাকা দেশে ফেরত এনেছে এই আওয়ামী সরকার। আমরা মধ্যম আয়ের দেশ। আমাদের অনেক অর্জন। বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে পৃথিবীর ২০০টা দেশের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। যেখানে ভারতের মতো রাষ্ট্র ৫০ তম, আমেরিকা ৮০ তম সেখানে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে। আমরা যদি জনসংখ্যা অনুযায়ী বিচার করি তাহলে বাংলাদেশের অবস্থান করোনা নিয়ন্ত্রণে এক নম্বরে আছে। টিকাদানেও পৃথিবীতে আমাদের সফলতা আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিশ্ববাসী আমাদের প্রশংসা করে।’ 

পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, সহসভাপতি আব্দুল মজিদ খান ফটো, মোহাম্মদ রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু, সুলতানুল আজম খান আপেলসহ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত