নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কলকাতা প্রতিনিধি

রাজধানীর বনানী থানার সাময়িক বরখাস্ত হওয়া পরিদর্শক শেখ সোহেল রানাকে ভারত থেকে ফেরত আনতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের দেওয়া তৃতীয় দফা চিঠির উত্তর দেয়নি ভারতের দিল্লির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। সোহেল রানাকে ফিরিয়ে আনার বিষয়ে টেলিফোনে কথা বলতে রাজি হয়নি দিল্লি। অবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে সোহেল রানার সঙ্গে দেখা করতে গিয়ে ভারতে গ্রেপ্তার হয়েছেন কুমিল্লার মুরাদনগরের দরিকান্দি ইসলামাবাদ এলাকার বাসিন্দা একেএম বাহারুল। শিলিগুড়ির সহকারী পুলিশ কমিশনার (পূর্ব) শুভেন্দু কুমার সাংবাদিকদের কাছে এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বাহারুলের চলাফেরা পুলিশের সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তদন্তের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া বাংলাদেশি ঠিকানা পুলিশ তাঁর পাসপোর্ট থেকে জানতে পারে। জানা গেছে, তামিলনাড়ুর ভেলোরে চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় বাহারুল ভারতে আসেন। ৬ জুন তাঁর ভিসার মেয়াদ শেষ হয়। সেই মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, মেখলিগঞ্জ জেলে বন্দী সোহেল রানার সঙ্গে দেখা করার চেষ্টা করেন বাহারুল। তার কাছ থেকে জব্দ করা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি পরীক্ষা করছে পুলিশ।
গত আগস্টের মাঝামাঝিতে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হওয়ার পর বনানী থানার এসআই সোহেল রানা আলোচনায় আসেন। ওই মামলায় তার বোন ই-অরেঞ্জের অন্যতম মালিক সোনিয়া মেহেজাবিন ও বোনের জামাই মাসুকুর রহমান আত্মসমর্পণ করে কারাগারে আছেন। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে শেখ সোহেল বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়। এরপর তিনি দেশ থেকে পালিয়ে যান। ৩ সেপ্টেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে পশ্চিমবঙ্গের কোচবিহারে তিনি গ্রেপ্তার হন।
রোববার ঢাকায় এনসিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভারতে গ্রেপ্তার সোহেল রানাকে ফেরত চেয়ে এ নিয়ে তিন দফায় দিল্লিতে এনসিবিকে চিঠি দেওয়া হয়েছে। সর্বশেষ ১৮ সেপ্টেম্বর সোহেল রানাকে ফেরত চেয়ে তারা চিঠি দেন। এখনো কোনো উত্তর দেয়নি দিল্লি।

রাজধানীর বনানী থানার সাময়িক বরখাস্ত হওয়া পরিদর্শক শেখ সোহেল রানাকে ভারত থেকে ফেরত আনতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের দেওয়া তৃতীয় দফা চিঠির উত্তর দেয়নি ভারতের দিল্লির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। সোহেল রানাকে ফিরিয়ে আনার বিষয়ে টেলিফোনে কথা বলতে রাজি হয়নি দিল্লি। অবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে সোহেল রানার সঙ্গে দেখা করতে গিয়ে ভারতে গ্রেপ্তার হয়েছেন কুমিল্লার মুরাদনগরের দরিকান্দি ইসলামাবাদ এলাকার বাসিন্দা একেএম বাহারুল। শিলিগুড়ির সহকারী পুলিশ কমিশনার (পূর্ব) শুভেন্দু কুমার সাংবাদিকদের কাছে এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বাহারুলের চলাফেরা পুলিশের সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তদন্তের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া বাংলাদেশি ঠিকানা পুলিশ তাঁর পাসপোর্ট থেকে জানতে পারে। জানা গেছে, তামিলনাড়ুর ভেলোরে চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় বাহারুল ভারতে আসেন। ৬ জুন তাঁর ভিসার মেয়াদ শেষ হয়। সেই মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, মেখলিগঞ্জ জেলে বন্দী সোহেল রানার সঙ্গে দেখা করার চেষ্টা করেন বাহারুল। তার কাছ থেকে জব্দ করা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি পরীক্ষা করছে পুলিশ।
গত আগস্টের মাঝামাঝিতে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হওয়ার পর বনানী থানার এসআই সোহেল রানা আলোচনায় আসেন। ওই মামলায় তার বোন ই-অরেঞ্জের অন্যতম মালিক সোনিয়া মেহেজাবিন ও বোনের জামাই মাসুকুর রহমান আত্মসমর্পণ করে কারাগারে আছেন। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে শেখ সোহেল বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়। এরপর তিনি দেশ থেকে পালিয়ে যান। ৩ সেপ্টেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে পশ্চিমবঙ্গের কোচবিহারে তিনি গ্রেপ্তার হন।
রোববার ঢাকায় এনসিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভারতে গ্রেপ্তার সোহেল রানাকে ফেরত চেয়ে এ নিয়ে তিন দফায় দিল্লিতে এনসিবিকে চিঠি দেওয়া হয়েছে। সর্বশেষ ১৮ সেপ্টেম্বর সোহেল রানাকে ফেরত চেয়ে তারা চিঠি দেন। এখনো কোনো উত্তর দেয়নি দিল্লি।

মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পীর নির্দেশে হাদিকে হত্যা করা হয়।
৫ মিনিট আগে
রাজশাহীর বাঘায় রয়েল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে অস্ত্র, গুলিসহ আটক করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পানিকামড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। রয়েল হোসেন উপজেলা পানিকামড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
৩০ মিনিট আগে
চার মাস আগে নিজ এলাকা ছেড়ে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন আরিফা ও রিফাত। প্রেমের সম্পর্কের বিয়ে হওয়ায় পরিবারের সঙ্গে তাঁদের তেমন যোগাযোগ ছিল না। তাঁদের মধ্যে বিভিন্ন সময় কলহ হতো। গতকাল রাতে হঠাৎ কান্না ও চিৎকার শুনতে পেয়ে স্থানীয় লোকজন গিয়ে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় আরিফাকে পড়ে থাকতে দেখেন।
৩৬ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
৩৯ মিনিট আগে