সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মা সড়ক পার হয়ে গেছেন, বাবা অটোরিকশার ভাড়া পরিশোধে ব্যস্ত। এ ফাঁকে সাড়ে পাঁচ বছরের শিশু সোয়াদ আল সাফওয়ান অটোরিকশা থেকে নেমে সড়ক পার হয়ে মায়ের কাছে ছুটে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে ট্রাকের চাকায় পিষ্ট হয় সে।
আজ শুক্রবার বেলা ১টার দিকে টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের লাইফকেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফওয়ান সখীপুর উপজেলার গড়গোবিন্দপুর জামতলা এলাকার মাসুম শিকদার ও মিতু আক্তার দম্পতির ছেলে।
ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ ও স্বজনদের সূত্রে জানা গেছে, চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে মাসুম-মিতু দম্পতি ছেলে সাফওয়ানকে নিয়ে ঢাকা-সখীপুর সড়কের পাশে লাইফকেয়ার ক্লিনিকের সামনে আসেন। সেখানে অটোরিকশা থেকে নেমে মিতু একাই সড়ক পার হয়ে অন্য পাশে যান। এ সময় শিশু সাফওয়ান তার বাবা মাসুমের পাশে অটোরিকশায় বসেছিল। পরে মাসুম অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করছিলেন। এ সুযোগে সাফওয়ান মুহূর্তের মধ্যে রিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। চোখের সামনে এভাবে একমাত্র সন্তানকে হারাতে দেখে মিতু সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যান। অন্যদিকে মাসুম বাক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন।
সাফওয়ানের চাচা নাসির সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘মাসুম-মিতুর সুখের সংসার ছিল। একটি দুর্ঘটনা মুহূর্তের মধ্যে সব তছনছ করে দিয়ে গেল। মা-বাবার সামনে এমন হৃদয়বিদারক দুর্ঘটনা যেন পৃথিবীতে আর না ঘটে।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা বলেন, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আমরা আটক করতে সক্ষম হয়েছি। এটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।’

মা সড়ক পার হয়ে গেছেন, বাবা অটোরিকশার ভাড়া পরিশোধে ব্যস্ত। এ ফাঁকে সাড়ে পাঁচ বছরের শিশু সোয়াদ আল সাফওয়ান অটোরিকশা থেকে নেমে সড়ক পার হয়ে মায়ের কাছে ছুটে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে ট্রাকের চাকায় পিষ্ট হয় সে।
আজ শুক্রবার বেলা ১টার দিকে টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের লাইফকেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফওয়ান সখীপুর উপজেলার গড়গোবিন্দপুর জামতলা এলাকার মাসুম শিকদার ও মিতু আক্তার দম্পতির ছেলে।
ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ ও স্বজনদের সূত্রে জানা গেছে, চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে মাসুম-মিতু দম্পতি ছেলে সাফওয়ানকে নিয়ে ঢাকা-সখীপুর সড়কের পাশে লাইফকেয়ার ক্লিনিকের সামনে আসেন। সেখানে অটোরিকশা থেকে নেমে মিতু একাই সড়ক পার হয়ে অন্য পাশে যান। এ সময় শিশু সাফওয়ান তার বাবা মাসুমের পাশে অটোরিকশায় বসেছিল। পরে মাসুম অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করছিলেন। এ সুযোগে সাফওয়ান মুহূর্তের মধ্যে রিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। চোখের সামনে এভাবে একমাত্র সন্তানকে হারাতে দেখে মিতু সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যান। অন্যদিকে মাসুম বাক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন।
সাফওয়ানের চাচা নাসির সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘মাসুম-মিতুর সুখের সংসার ছিল। একটি দুর্ঘটনা মুহূর্তের মধ্যে সব তছনছ করে দিয়ে গেল। মা-বাবার সামনে এমন হৃদয়বিদারক দুর্ঘটনা যেন পৃথিবীতে আর না ঘটে।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা বলেন, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আমরা আটক করতে সক্ষম হয়েছি। এটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।’

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
২১ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২২ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২৫ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে