নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রেলে অগ্রিম টিকিটে ঈদযাত্রার চতুর্থ দিনেও স্বাভাবিক অবস্থা রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। ঈদের আগে নেই চিরচেনা সেই ভিড়, অতিরিক্ত যাত্রীর চাপ। যাত্রীদের চাপ না থাকলেও বিলম্বে যাত্রা করেছে তিনটি ট্রেন।
কালোবাজারিমুক্ত করতে অনলাইনে শতভাগ টিকিট বিক্রি এবং ঈদে বিনা টিকিটের যাত্রীদের স্টেশনে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় রেলওয়ে। এমন সিদ্ধান্ত কতটুকু সফল হবে তা নিয়ে ছিল চিন্তা। তবে ১৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত কমলাপুর স্টেশনে দেখা গেছে স্বাভাবিক চিত্র।
আজ বৃহস্পতিবার রেলের ঈদযাত্রার চতুর্থ দিনেও বজায় রয়েছে শৃঙ্খলা। কমলাপুর রেলওয়ে স্টেশনে তিন দফা চেকিং শেষে যাত্রীদের প্ল্যাটফর্মে ঢোকানো হচ্ছে।
রাজশাহীগামী দিনের প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৩৫ মিনিট বিলম্বে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করে। এই ট্রেন দেড় ঘণ্টা দেরিতে রাজশাহী পৌঁছাবে।
সোনার বাংলা ট্রেনটি প্রায় তিন ঘণ্টা লেট করেছে। সকাল ৭টায় চলার কথা থাকলেও সকাল ১০টার সময় ট্রেনটি ছেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে।
রেলওয়ে সূত্র বলছে, ভ্যাকুয়াম কাজ না করায় দেরিতে ছেড়েছে সোনার বাংলা এক্সপ্রেস।
গত ১৬ এপ্রিল দুর্ঘটনার পরে নতুন আমদানিকৃত কোরিয়ান কোচ দিয়ে বুধবার সকালে বিশেষ যাত্রা করে ট্রেনটি। এর আগে ট্রেনটি পাঁচটি ট্রিপ দিয়েছে। দুর্ঘটনায় ট্রেনের ১৪টি কোচের মধ্যে ৭টি ক্ষতিগ্রস্ত হয়।
জানা গেছে, নতুন রেকের কোচে রয়েছে অটোমেটিক স্লাইডিং ডোর, স্বয়ংক্রিয় এয়ার ব্রেক, আরামদায়ক সিট, বায়ো টয়লেট, টয়লেটের বাইরে আলাদা বেসিন, প্রতিটি সিটের পাশে ইউএসবি পোর্টসহ বৈদ্যুতিক সকেট, জরুরি হ্যামার, আধুনিক শব্দহীন বৈদ্যুতিক ফ্যান, সিসি ক্যামেরাসহ আরও নতুন কিছু প্রযুক্তি।
এ ছাড়া রংপুর এক্সপ্রেস ৪৫ মিনিট দেরিতে ছেড়েছে। অন্য ট্রেনগুলো ৫-১০ মিনিট দেরিতে ছেড়েছে।

রেলে অগ্রিম টিকিটে ঈদযাত্রার চতুর্থ দিনেও স্বাভাবিক অবস্থা রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। ঈদের আগে নেই চিরচেনা সেই ভিড়, অতিরিক্ত যাত্রীর চাপ। যাত্রীদের চাপ না থাকলেও বিলম্বে যাত্রা করেছে তিনটি ট্রেন।
কালোবাজারিমুক্ত করতে অনলাইনে শতভাগ টিকিট বিক্রি এবং ঈদে বিনা টিকিটের যাত্রীদের স্টেশনে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় রেলওয়ে। এমন সিদ্ধান্ত কতটুকু সফল হবে তা নিয়ে ছিল চিন্তা। তবে ১৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত কমলাপুর স্টেশনে দেখা গেছে স্বাভাবিক চিত্র।
আজ বৃহস্পতিবার রেলের ঈদযাত্রার চতুর্থ দিনেও বজায় রয়েছে শৃঙ্খলা। কমলাপুর রেলওয়ে স্টেশনে তিন দফা চেকিং শেষে যাত্রীদের প্ল্যাটফর্মে ঢোকানো হচ্ছে।
রাজশাহীগামী দিনের প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৩৫ মিনিট বিলম্বে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করে। এই ট্রেন দেড় ঘণ্টা দেরিতে রাজশাহী পৌঁছাবে।
সোনার বাংলা ট্রেনটি প্রায় তিন ঘণ্টা লেট করেছে। সকাল ৭টায় চলার কথা থাকলেও সকাল ১০টার সময় ট্রেনটি ছেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে।
রেলওয়ে সূত্র বলছে, ভ্যাকুয়াম কাজ না করায় দেরিতে ছেড়েছে সোনার বাংলা এক্সপ্রেস।
গত ১৬ এপ্রিল দুর্ঘটনার পরে নতুন আমদানিকৃত কোরিয়ান কোচ দিয়ে বুধবার সকালে বিশেষ যাত্রা করে ট্রেনটি। এর আগে ট্রেনটি পাঁচটি ট্রিপ দিয়েছে। দুর্ঘটনায় ট্রেনের ১৪টি কোচের মধ্যে ৭টি ক্ষতিগ্রস্ত হয়।
জানা গেছে, নতুন রেকের কোচে রয়েছে অটোমেটিক স্লাইডিং ডোর, স্বয়ংক্রিয় এয়ার ব্রেক, আরামদায়ক সিট, বায়ো টয়লেট, টয়লেটের বাইরে আলাদা বেসিন, প্রতিটি সিটের পাশে ইউএসবি পোর্টসহ বৈদ্যুতিক সকেট, জরুরি হ্যামার, আধুনিক শব্দহীন বৈদ্যুতিক ফ্যান, সিসি ক্যামেরাসহ আরও নতুন কিছু প্রযুক্তি।
এ ছাড়া রংপুর এক্সপ্রেস ৪৫ মিনিট দেরিতে ছেড়েছে। অন্য ট্রেনগুলো ৫-১০ মিনিট দেরিতে ছেড়েছে।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৩ ঘণ্টা আগে