গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ীতে কারখানা শ্রমিক হৃদয় (১৯) হত্যা মামলায় শফিকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে কোনাবাড়ী থানার হরিণাচালা (সেলিমনগর) এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে এই হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার শফিকুল (৩০) কোনাবাড়ী থানার কাশিমপুর রোডে অবস্থিত গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানার নিরাপত্তাকর্মী। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারা এলাকার হাটমাদনগর গ্রামে। তিনি কোনাবাড়ী থানার হরিণাচালা (সেলিমনগর) এলাকায় এক বাসায় ভাড়া থাকতেন।
গ্রিনল্যান্ড গার্মেন্টসে চুরির অপবাদ দিয়ে হৃদয় নামের কারখানাটির ইলেকট্রিক মেকানিককে পিটিয়ে হত্যা করা হয়। গত শুক্রবার (২৭ জুন) রাত আনুমানিক ৮টা থেকে গত শনিবার (২৮ জুন) সকাল ১০টার মধ্যে এই পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। গত শনিবার (২৮ জুন) রাতে হৃদয়ের বড় ভাই লিটন মিয়া কোনাবাড়ী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
হৃদয় টাঙ্গাইলের ঘাটাইল থানার শুকতারবাইদ এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে। তিনি কোনাবাড়ীর হারিনাবাড়ী এসরারনগর হাউজিং এলাকায় মা ও বোনসহ ভাড়া বাসায় থাকতেন। তিনি গ্রিনল্যান্ড ফ্যাক্টরিতে ডাইং সেকশনের ইলেকট্রিক মেকানিক হিসেবে অস্থায়ীভাবে কাজ করতেন।
কোনাবাড়ী থানার ওসি সালাহউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে তাঁর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে হৃদয় হত্যায় গত শনিবার রাতে হাসান মাহমুদ মিঠুন (২৮) নামে গ্রিনল্যান্ড গার্মেন্টসের আরও এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুরের কোনাবাড়ীতে কারখানা শ্রমিক হৃদয় (১৯) হত্যা মামলায় শফিকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে কোনাবাড়ী থানার হরিণাচালা (সেলিমনগর) এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে এই হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার শফিকুল (৩০) কোনাবাড়ী থানার কাশিমপুর রোডে অবস্থিত গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানার নিরাপত্তাকর্মী। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারা এলাকার হাটমাদনগর গ্রামে। তিনি কোনাবাড়ী থানার হরিণাচালা (সেলিমনগর) এলাকায় এক বাসায় ভাড়া থাকতেন।
গ্রিনল্যান্ড গার্মেন্টসে চুরির অপবাদ দিয়ে হৃদয় নামের কারখানাটির ইলেকট্রিক মেকানিককে পিটিয়ে হত্যা করা হয়। গত শুক্রবার (২৭ জুন) রাত আনুমানিক ৮টা থেকে গত শনিবার (২৮ জুন) সকাল ১০টার মধ্যে এই পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। গত শনিবার (২৮ জুন) রাতে হৃদয়ের বড় ভাই লিটন মিয়া কোনাবাড়ী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
হৃদয় টাঙ্গাইলের ঘাটাইল থানার শুকতারবাইদ এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে। তিনি কোনাবাড়ীর হারিনাবাড়ী এসরারনগর হাউজিং এলাকায় মা ও বোনসহ ভাড়া বাসায় থাকতেন। তিনি গ্রিনল্যান্ড ফ্যাক্টরিতে ডাইং সেকশনের ইলেকট্রিক মেকানিক হিসেবে অস্থায়ীভাবে কাজ করতেন।
কোনাবাড়ী থানার ওসি সালাহউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে তাঁর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে হৃদয় হত্যায় গত শনিবার রাতে হাসান মাহমুদ মিঠুন (২৮) নামে গ্রিনল্যান্ড গার্মেন্টসের আরও এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পাঁচ দিন পিছিয়ে ২৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
৯ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় টাঙ্গাইলের দুই নারীসহ ১৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে টাঙ্গাইলের আটটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৫। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১১ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের প্রথম জানাজা চট্টগ্রামে র্যাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। জানাজা শেষে তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স কুমিল্লায় নিজ গ্রামের পথে রওনা দিয়েছে বলে
১২ মিনিট আগে
‘গণভোটের ব্যাপারে সরকারের যে তৎপরতা দেখছি, দুষ্কৃতকারীদের দমনে সেই তৎপরতা দেখছি না। তফসিল ঘোষণার পর ১৫ জন নেতা-কর্মী নিহত হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কী করছে?’
৩২ মিনিট আগে