উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮৯ লাখ টাকার স্বর্ণসহ মো. শাহ আলম নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে আজ সোমবার দুপুর ১টার দিকে ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার (ডিসি) মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বাধীন একটি টিম।
গ্রেপ্তারকৃত ওই যাত্রী ফেনীর দাগনভূঞা উপজেলার হায়াতপুর গ্রামের মৃত আহমেদ উল্লাহর ছেলে মো. শাহ আলম। এ সময় তাঁর কাছ থেকে ১ দশমিক ২১ কেজি ওজনের ৭টি স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউসের কর্তব্যরত প্রটোকল অফিসার (মাইক-১৪) নাফিস আমিন রিজভী আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি ৯-৫১৪ ফ্লাইটে আগত যাত্রী শাহ আলমকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে স্বর্ণালংকার থাকার কথা জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন। পরে তাঁর সঙ্গে থাকা হাত ব্যাগ স্ক্যানিং করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। তখন তাঁকে বিমানবন্দরের রেড চ্যানেলের ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ব্যাগ তল্লাশি করে ১ দশমিক ২১ কেজি স্বর্ণসহ ওই যাত্রীকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৮৯ লাখ টাকা।
এদিকে আটক হওয়া যাত্রী শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এক বছর ৮ মাস আগে বিদেশ গিয়েছি। আমি অসুস্থ বিধায় চলে আসছি। না হলে আসতাম না। ওই ব্যাগটা খালি সিটে পেয়ে নিয়েছিলাম। যদি ওই রকম কিছু জানতাম তাহলে ব্যাগটি লইতাম না।’
প্রটোকল অফিসার নাফিস আমিন রিজভী বলেন, ‘এ ঘটনায় আটক হওয়া ওই যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি আইনে মামলা করা করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।’

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮৯ লাখ টাকার স্বর্ণসহ মো. শাহ আলম নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে আজ সোমবার দুপুর ১টার দিকে ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার (ডিসি) মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বাধীন একটি টিম।
গ্রেপ্তারকৃত ওই যাত্রী ফেনীর দাগনভূঞা উপজেলার হায়াতপুর গ্রামের মৃত আহমেদ উল্লাহর ছেলে মো. শাহ আলম। এ সময় তাঁর কাছ থেকে ১ দশমিক ২১ কেজি ওজনের ৭টি স্বর্ণের বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউসের কর্তব্যরত প্রটোকল অফিসার (মাইক-১৪) নাফিস আমিন রিজভী আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি ৯-৫১৪ ফ্লাইটে আগত যাত্রী শাহ আলমকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে স্বর্ণালংকার থাকার কথা জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন। পরে তাঁর সঙ্গে থাকা হাত ব্যাগ স্ক্যানিং করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। তখন তাঁকে বিমানবন্দরের রেড চ্যানেলের ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ব্যাগ তল্লাশি করে ১ দশমিক ২১ কেজি স্বর্ণসহ ওই যাত্রীকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৮৯ লাখ টাকা।
এদিকে আটক হওয়া যাত্রী শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এক বছর ৮ মাস আগে বিদেশ গিয়েছি। আমি অসুস্থ বিধায় চলে আসছি। না হলে আসতাম না। ওই ব্যাগটা খালি সিটে পেয়ে নিয়েছিলাম। যদি ওই রকম কিছু জানতাম তাহলে ব্যাগটি লইতাম না।’
প্রটোকল অফিসার নাফিস আমিন রিজভী বলেন, ‘এ ঘটনায় আটক হওয়া ওই যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি আইনে মামলা করা করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে