ঢামেক প্রতিবেদক

রাজধানীর কালশী ফ্লাইওভারে প্রাইভেট কার ও মোটরসাইকেল সংঘর্ষে মারা যাওয়া দুই কিশোরের পরিচয় শনাক্ত হয়েছে। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে স্বজনেরা মরদেহ দুটি শনাক্ত করেন। তারা দুজন বন্ধু ছিল।
নিহত দুই কিশোরের মধ্যে রিয়াদের (১৬) বাড়ি চাঁদপুর সদর উপজেলার হামান কুদ্দি গ্রামে। রিয়াদের বাবা বিল্লাল কাজী দুবাইপ্রবাসী।
অপরজন তোফাজ্জলের (১৭) বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মাওরা গ্রামে। তার বাবার নাম রেনু মিয়া।
হাসপাতালে মৃত তোফাজ্জলের বড় ভাই মো. নাঈম বলেন, তাঁদের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মাওরা গ্রামে। বর্তমানে মানিকদি বাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। তাঁর বাবা মানিকদি বাজারে কাঁচামালের ব্যবসা করেন। তোফাজ্জল ইসিবি চত্বরে ইএলএফ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। পাশাপাশি তার বাবার দোকানে বসত।
নাঈম আরও বলেন, ‘তোফাজ্জলের বন্ধু রিয়াদের বাড়ি চাঁদপুর জেলায়। গত বৃহস্পতিবার আমাদের ঢাকার বাসায় বেড়াতে আসে রিয়াদ। মোবাইলে ফ্রি ফায়ার গেমের মাধ্যমে রিয়াদের সঙ্গে তোফাজ্জলের পরিচয় ও বন্ধুত্ব হয়। সেই খাতিরে ঢাকার বাসায় বেড়াতে আসে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রিয়াদকে নিয়ে ঢাকার রাস্তায় বেড়াতে বের হয়েছিল তোফাজ্জল। এ সময় মোটরসাইকেল চালাচ্ছিল তোফাজ্জল। পরে জানতে পারি, কালশী ফ্লাইওভারে দুর্ঘটনায় পড়ে। এতে রিয়াদ ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। আজ ভোরে ঢাকা মেডিকেল এসে তোফাজ্জলের মরদেহ শনাক্ত করি।’
এদিকে রিয়াদের মামাতো ভাই মো. রাসেল বলেন, রিয়াদের বাবা বিল্লাল কাজী দুবাইপ্রবাসী। রিয়াদ এলাকার একটি মাদ্রাসায় হাফেজি পড়াশোনা করত। গত বৃহস্পতিবার ঢাকায় তার বন্ধুর বাসায় বেড়াতে আসে।
মো. রাসেল বলেন, ‘আজ সকালে জানতে পারি, সে দুর্ঘটনায় মারা গেছে। পরে ঢাকা মেডিকেলে এসে রিয়াদের মরদেহ শনাক্ত করি।’
গতকাল রাত পৌনে ১০টার দিকে মিরপুর ১২ কালশী নতুন রাস্তা ফ্লাইওভারে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ১১টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। আজ ভোরে ও সকালে মরদেহ দুটি শনাক্ত করেন স্বজনেরা। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গতকাল রাতে কালশী নতুন রাস্তা ফ্লাইওভারে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ফ্লাইওভারে পড়ে মারা যায় ও আরোহী নিচে পড়ে মারা যায়।

রাজধানীর কালশী ফ্লাইওভারে প্রাইভেট কার ও মোটরসাইকেল সংঘর্ষে মারা যাওয়া দুই কিশোরের পরিচয় শনাক্ত হয়েছে। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে স্বজনেরা মরদেহ দুটি শনাক্ত করেন। তারা দুজন বন্ধু ছিল।
নিহত দুই কিশোরের মধ্যে রিয়াদের (১৬) বাড়ি চাঁদপুর সদর উপজেলার হামান কুদ্দি গ্রামে। রিয়াদের বাবা বিল্লাল কাজী দুবাইপ্রবাসী।
অপরজন তোফাজ্জলের (১৭) বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মাওরা গ্রামে। তার বাবার নাম রেনু মিয়া।
হাসপাতালে মৃত তোফাজ্জলের বড় ভাই মো. নাঈম বলেন, তাঁদের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মাওরা গ্রামে। বর্তমানে মানিকদি বাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। তাঁর বাবা মানিকদি বাজারে কাঁচামালের ব্যবসা করেন। তোফাজ্জল ইসিবি চত্বরে ইএলএফ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। পাশাপাশি তার বাবার দোকানে বসত।
নাঈম আরও বলেন, ‘তোফাজ্জলের বন্ধু রিয়াদের বাড়ি চাঁদপুর জেলায়। গত বৃহস্পতিবার আমাদের ঢাকার বাসায় বেড়াতে আসে রিয়াদ। মোবাইলে ফ্রি ফায়ার গেমের মাধ্যমে রিয়াদের সঙ্গে তোফাজ্জলের পরিচয় ও বন্ধুত্ব হয়। সেই খাতিরে ঢাকার বাসায় বেড়াতে আসে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রিয়াদকে নিয়ে ঢাকার রাস্তায় বেড়াতে বের হয়েছিল তোফাজ্জল। এ সময় মোটরসাইকেল চালাচ্ছিল তোফাজ্জল। পরে জানতে পারি, কালশী ফ্লাইওভারে দুর্ঘটনায় পড়ে। এতে রিয়াদ ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। আজ ভোরে ঢাকা মেডিকেল এসে তোফাজ্জলের মরদেহ শনাক্ত করি।’
এদিকে রিয়াদের মামাতো ভাই মো. রাসেল বলেন, রিয়াদের বাবা বিল্লাল কাজী দুবাইপ্রবাসী। রিয়াদ এলাকার একটি মাদ্রাসায় হাফেজি পড়াশোনা করত। গত বৃহস্পতিবার ঢাকায় তার বন্ধুর বাসায় বেড়াতে আসে।
মো. রাসেল বলেন, ‘আজ সকালে জানতে পারি, সে দুর্ঘটনায় মারা গেছে। পরে ঢাকা মেডিকেলে এসে রিয়াদের মরদেহ শনাক্ত করি।’
গতকাল রাত পৌনে ১০টার দিকে মিরপুর ১২ কালশী নতুন রাস্তা ফ্লাইওভারে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ১১টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। আজ ভোরে ও সকালে মরদেহ দুটি শনাক্ত করেন স্বজনেরা। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গতকাল রাতে কালশী নতুন রাস্তা ফ্লাইওভারে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ফ্লাইওভারে পড়ে মারা যায় ও আরোহী নিচে পড়ে মারা যায়।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২৪ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১ ঘণ্টা আগে