নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী শনিবার থেকে উত্তরা-মতিঝিল রুটে মোট সাড়ে ১৩ ঘণ্টা চলাচল করবে মেট্রোরেল। উত্তরা থেকে প্রথম ট্রেনটি সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪০ মিনিটে। তবে উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিট ও ৭টা ২০ মিনিট এবং মতিঝিল থেকে রাত ৮টার পর টিকিট মিলবে না। তখন শুধু এমআরটি বা র্যাপিড পাসের যাত্রীরা ট্রেনে যাতায়াত করতে পারবেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর পরিবাগে প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেলের কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জানান, পিক আওয়ারে আটটি এবং অফ পিক আওয়ারে ছয়টি ট্রেন দিয়ে তাঁরা যাত্রীসেবা দেবেন। একটি করে ট্রেন স্ট্যান্ডবাই থাকবে। পিক আওয়ারে ১০ মিনিট পরপর ট্রেন স্টেশনে আসবে। এবং অফ পিক আওয়ারে ট্রেন স্টেশনে আসবে ১২ মিনিট পরপর।
মেট্রোরেল চলাচলের সময়
সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পিক আওয়ারে দুই ট্রেনের যাতায়াতের সময় (হেডওয়ে) ১০ মিনিট। বেলা ১১টা ৩১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত অফ পিক আওয়ারে হেডওয়ে ১২ মিনিট। বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারের হেডওয়ে ১০ মিনিট।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে। মেট্রো ট্রেন দুটি সব মেট্রো রেলস্টেশনে থামবে। এই মেট্রো ট্রেন দুটিতে শুধু এমআরটি বা র্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে। মতিঝিল মেট্রো রেলস্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় মেট্রো ট্রেন চলাচল শুরু হবে এবং রাত ৮টা পর্যন্ত নির্ধারিত বিরতিতে মেট্রো ট্রেন চলাচল করবে।
আবার রাত ৮টা ১০ মিনিট, রাত ৮টা ২০ মিনিট, রাত সাড়ে ৮টা এবং রাত ৮টা ৪০ মিনিটে চারটি মেট্রো ট্রেন মতিঝিল মেট্রো রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি মেট্রো রেলস্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রো রেলস্টেশন পর্যন্ত চলবে। উল্লেখ্য, এই মেট্রো ট্রেন চারটিতে শুধু এমআরটি বা র্যাপিড পাস এবং ভ্রমণের দিন রাত ৭টা ৪৫ মিনিটের আগে একক যাত্রার টিকিটধারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। রাত ৭টা ৪৫ মিনিটের পর সব টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায়।
মেট্রোরেল বর্তমানে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও চলাচল করে। আর সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মতিঝিল পর্যন্ত। বর্তমানে দিনে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মেট্রোরেলের ট্রেনে ভ্রমণ করেন। মেট্রোরেলে ভ্রমণের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। আর উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণে সর্বোচ্চ ১০০ টাকা ভাড়া দিতে হবে।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর গত বছর ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ।

আগামী শনিবার থেকে উত্তরা-মতিঝিল রুটে মোট সাড়ে ১৩ ঘণ্টা চলাচল করবে মেট্রোরেল। উত্তরা থেকে প্রথম ট্রেনটি সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪০ মিনিটে। তবে উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিট ও ৭টা ২০ মিনিট এবং মতিঝিল থেকে রাত ৮টার পর টিকিট মিলবে না। তখন শুধু এমআরটি বা র্যাপিড পাসের যাত্রীরা ট্রেনে যাতায়াত করতে পারবেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর পরিবাগে প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেলের কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জানান, পিক আওয়ারে আটটি এবং অফ পিক আওয়ারে ছয়টি ট্রেন দিয়ে তাঁরা যাত্রীসেবা দেবেন। একটি করে ট্রেন স্ট্যান্ডবাই থাকবে। পিক আওয়ারে ১০ মিনিট পরপর ট্রেন স্টেশনে আসবে। এবং অফ পিক আওয়ারে ট্রেন স্টেশনে আসবে ১২ মিনিট পরপর।
মেট্রোরেল চলাচলের সময়
সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পিক আওয়ারে দুই ট্রেনের যাতায়াতের সময় (হেডওয়ে) ১০ মিনিট। বেলা ১১টা ৩১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত অফ পিক আওয়ারে হেডওয়ে ১২ মিনিট। বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারের হেডওয়ে ১০ মিনিট।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে। মেট্রো ট্রেন দুটি সব মেট্রো রেলস্টেশনে থামবে। এই মেট্রো ট্রেন দুটিতে শুধু এমআরটি বা র্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে। মতিঝিল মেট্রো রেলস্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় মেট্রো ট্রেন চলাচল শুরু হবে এবং রাত ৮টা পর্যন্ত নির্ধারিত বিরতিতে মেট্রো ট্রেন চলাচল করবে।
আবার রাত ৮টা ১০ মিনিট, রাত ৮টা ২০ মিনিট, রাত সাড়ে ৮টা এবং রাত ৮টা ৪০ মিনিটে চারটি মেট্রো ট্রেন মতিঝিল মেট্রো রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি মেট্রো রেলস্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রো রেলস্টেশন পর্যন্ত চলবে। উল্লেখ্য, এই মেট্রো ট্রেন চারটিতে শুধু এমআরটি বা র্যাপিড পাস এবং ভ্রমণের দিন রাত ৭টা ৪৫ মিনিটের আগে একক যাত্রার টিকিটধারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। রাত ৭টা ৪৫ মিনিটের পর সব টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায়।
মেট্রোরেল বর্তমানে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও চলাচল করে। আর সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মতিঝিল পর্যন্ত। বর্তমানে দিনে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মেট্রোরেলের ট্রেনে ভ্রমণ করেন। মেট্রোরেলে ভ্রমণের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। আর উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণে সর্বোচ্চ ১০০ টাকা ভাড়া দিতে হবে।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর গত বছর ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ।

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
২৩ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
২৫ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে