Ajker Patrika

হাতিরঝিলে প্যাডেল বোট থেকে পড়ে মধ্যবয়সীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
হাতিরঝিলে প্যাডেল বোট থেকে পড়ে মধ্যবয়সীর মৃত্যু

রাজধানীর হাতিরঝিলে পানিতে ডুবে এবাদত হোসেন (৪৮) নামে একজন মারা গেছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মেরুল বাড্ডা হাতিরঝিলের পানিতে প্যাডেল নৌকা থেকে পানিতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন। 

এবাদত হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোসংকবাটি সরদারপাড়া গ্রামের মো. ইলিয়াস উদ্দিনের ছেলে। বর্তমানে মিরপুর দক্ষিণ পীরেরবাগ এলাকায় স্ত্রী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে থাকতেন। 

এবাদতের স্ত্রীর বড় ভাই মো. এতিয়ার হোসেন জাকির জানান, এবাদত একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। আজ কয়েকজন বন্ধু মিলে মেরুল বাড্ডার একটি রেস্টুরেন্টে ইফতার করেন। পরে কয়েকজন হাতিরঝিলে প্যাডেল বোটে উঠেন। বোর্ট থেকে হঠাৎ পানিতে পড়ে ডুবে যান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাঁকে উদ্ধার করে। পুলিশের সহায়তায় হাসপাতালে নিয়ে এলে মারা যান।

হাতিরঝিল থানার পরিদর্শক তদন্ত আব্দুল কুদ্দুস জানান, সন্ধ্যার দিকে কয়েকজন মিলে হাতিরঝিলের প্যাডেল বোটে ওঠেন। সেখান থেকে পানিতে পড়ে ডুবে যান একজন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত