নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে কার্টন ভর্তি ৪২ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘুষের জন্য আনা এই অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার কাওসার আহমেদকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর নিজ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, গত ১০ জানুয়ারি টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক।
জেলা প্রশাসক কার্যালয়ের সূত্র জানায়, ১০ জানুয়ারি রাত ১০টার দিকে কার্যালয়ের সামনে রাজস্ব সার্কেলের সাবেক কর্মচারী জাহিদুল ইসলাম সুমনের কাছে একটি কার্টন দেখতে পান নিরাপত্তা প্রহরীরা। এ নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কার্টন খুলে ভেতরে প্রায় ৪২ লাখ টাকা পাওয়া যায়। বিষয়টি জেলা প্রশাসক মাহমুদুল হককে জানানো হলে তিনি টাকা ট্রেজারিতে জমা রাখেন এবং ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করেন। ১৪ জানুয়ারি এই অর্থ লেনদেনের বিষয়ে দুদকে চিঠি দেন মাহমুদুল হক।
জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, ‘জব্দতালিকা তৈরি করে দেখা যায়, কার্টনে থাকা ৪২ লাখ টাকার মধ্যে ১ হাজার টাকার ৩ হাজার ৭০০টি এবং ৫০০ টাকার ১ হাজারটি নোট রয়েছে। আমাদের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জব্দ হওয়া অর্থ দুর্নীতি-সংশ্লিষ্ট। এর সঙ্গে আরও ব্যক্তিদের সম্পৃক্ততা রয়েছে। সে জন্য দুদকে চিঠি দেওয়া হয়।’
তিনি বলেন, এ ঘটনায় দুদকের নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় মামলা করেছে। সেই মামলায় কাওসার আহমেদ ও জাহিদুল ইসলাম সুমনকে আসামি করা হয়েছে। আজ কাওসারকে গ্রেপ্তার করেছে দুদক। অপর আসামি জাহিদুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে কার্টন ভর্তি ৪২ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘুষের জন্য আনা এই অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার কাওসার আহমেদকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর নিজ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, গত ১০ জানুয়ারি টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক।
জেলা প্রশাসক কার্যালয়ের সূত্র জানায়, ১০ জানুয়ারি রাত ১০টার দিকে কার্যালয়ের সামনে রাজস্ব সার্কেলের সাবেক কর্মচারী জাহিদুল ইসলাম সুমনের কাছে একটি কার্টন দেখতে পান নিরাপত্তা প্রহরীরা। এ নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কার্টন খুলে ভেতরে প্রায় ৪২ লাখ টাকা পাওয়া যায়। বিষয়টি জেলা প্রশাসক মাহমুদুল হককে জানানো হলে তিনি টাকা ট্রেজারিতে জমা রাখেন এবং ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করেন। ১৪ জানুয়ারি এই অর্থ লেনদেনের বিষয়ে দুদকে চিঠি দেন মাহমুদুল হক।
জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, ‘জব্দতালিকা তৈরি করে দেখা যায়, কার্টনে থাকা ৪২ লাখ টাকার মধ্যে ১ হাজার টাকার ৩ হাজার ৭০০টি এবং ৫০০ টাকার ১ হাজারটি নোট রয়েছে। আমাদের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জব্দ হওয়া অর্থ দুর্নীতি-সংশ্লিষ্ট। এর সঙ্গে আরও ব্যক্তিদের সম্পৃক্ততা রয়েছে। সে জন্য দুদকে চিঠি দেওয়া হয়।’
তিনি বলেন, এ ঘটনায় দুদকের নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় মামলা করেছে। সেই মামলায় কাওসার আহমেদ ও জাহিদুল ইসলাম সুমনকে আসামি করা হয়েছে। আজ কাওসারকে গ্রেপ্তার করেছে দুদক। অপর আসামি জাহিদুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে