তানিম আহমেদ, জাজিরা (শরীয়তপুর) থেকে

সুধী সমাবেশের পরে মাওয়া প্রান্তের নামফলক উন্মোচনের মাধ্যমে বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে টোল দিয়ে সেতু পার হবেন তিনি। জাজিরা প্রান্তে এসে পদ্মা সেতুর নামফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে শেখ হাসিনা মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ির ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে আওয়ামী লীগের জনসমাবেশে যোগ দেবেন।
২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন জেলায় জনসমাবেশে অংশ নিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। করোনা-পরবর্তী সময়ে এবারই প্রথম ঢাকার বাইরে জনসভায় যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর সমাবেশকে ঘিরে সাজ সাজ রব শিবচরে। মঞ্চ বানানো হয়েছে পদ্মা সেতুর আদলে। মঞ্চের সামনে প্রমত্তা পদ্মার প্রতিচ্ছবি, তার ওপরে ভাসছে নৌকা।
মাদারীপুরে সমাবেশে শেখ হাসিনা অংশ নেওয়ায় উচ্ছ্বসিত পদ্মাপারের দলের নেতা-কর্মীরা। জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে কয়েক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। দলের কেন্দ্রীয় নেতারাও তদারকিতে হাত লাগিয়েছেন। তাঁদের আশা, ১০ লাখের বেশি জনসমাগম হবে।
মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, ‘জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আশা করছি, স্মরণকালের বৃহৎ জনসভা হবে।’ জাজিরা প্রান্তের নাওডোবা, মাঝিঘাট, বাংলাবাজারের রাস্তাঘাট ছেয়ে গেছে ব্যানার, পোস্টার, ফেস্টুন আর বড় বড় তোরণে। খুলনা, বরিশালসহ দক্ষিণের নৌপথ ব্যবহার করে যাঁরা জনসভায় যোগ দেবেন, তাঁদের জন্য তৈরি করা হয়েছে ২০টি অস্থায়ী পন্টুন।
বিশাল জমায়েতের কথা মাথায় রেখে নিরাপত্তায় থাকছে বেশ কড়াকড়ি। সভাস্থল নজরদারি করতে এবারই প্রথম ভ্রাম্যমাণ ওয়াচ টাওয়ার ব্যবহার হচ্ছে, যা আনা হয়েছে আমেরিকা থেকে। নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে এসে পুলিশের মহাপরিদর্শক অনুরোধ করেছেন, করোনা সংক্রমণ বাড়ছে, তাই স্বাস্থ্যবিধি মেনে জনসভাস্থলে আসতে হবে। জনসভায় আগত মানুষের চিকিৎসার জন্য ২১০ জন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী প্রস্তুত থাকবেন। একটি ২০ শয্যা ও দুটি ১০ শয্যার অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে।

সুধী সমাবেশের পরে মাওয়া প্রান্তের নামফলক উন্মোচনের মাধ্যমে বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে টোল দিয়ে সেতু পার হবেন তিনি। জাজিরা প্রান্তে এসে পদ্মা সেতুর নামফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে শেখ হাসিনা মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ির ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে আওয়ামী লীগের জনসমাবেশে যোগ দেবেন।
২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন জেলায় জনসমাবেশে অংশ নিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। করোনা-পরবর্তী সময়ে এবারই প্রথম ঢাকার বাইরে জনসভায় যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর সমাবেশকে ঘিরে সাজ সাজ রব শিবচরে। মঞ্চ বানানো হয়েছে পদ্মা সেতুর আদলে। মঞ্চের সামনে প্রমত্তা পদ্মার প্রতিচ্ছবি, তার ওপরে ভাসছে নৌকা।
মাদারীপুরে সমাবেশে শেখ হাসিনা অংশ নেওয়ায় উচ্ছ্বসিত পদ্মাপারের দলের নেতা-কর্মীরা। জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে কয়েক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। দলের কেন্দ্রীয় নেতারাও তদারকিতে হাত লাগিয়েছেন। তাঁদের আশা, ১০ লাখের বেশি জনসমাগম হবে।
মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, ‘জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আশা করছি, স্মরণকালের বৃহৎ জনসভা হবে।’ জাজিরা প্রান্তের নাওডোবা, মাঝিঘাট, বাংলাবাজারের রাস্তাঘাট ছেয়ে গেছে ব্যানার, পোস্টার, ফেস্টুন আর বড় বড় তোরণে। খুলনা, বরিশালসহ দক্ষিণের নৌপথ ব্যবহার করে যাঁরা জনসভায় যোগ দেবেন, তাঁদের জন্য তৈরি করা হয়েছে ২০টি অস্থায়ী পন্টুন।
বিশাল জমায়েতের কথা মাথায় রেখে নিরাপত্তায় থাকছে বেশ কড়াকড়ি। সভাস্থল নজরদারি করতে এবারই প্রথম ভ্রাম্যমাণ ওয়াচ টাওয়ার ব্যবহার হচ্ছে, যা আনা হয়েছে আমেরিকা থেকে। নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে এসে পুলিশের মহাপরিদর্শক অনুরোধ করেছেন, করোনা সংক্রমণ বাড়ছে, তাই স্বাস্থ্যবিধি মেনে জনসভাস্থলে আসতে হবে। জনসভায় আগত মানুষের চিকিৎসার জন্য ২১০ জন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী প্রস্তুত থাকবেন। একটি ২০ শয্যা ও দুটি ১০ শয্যার অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে