নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যৌনকর্মকে ‘পেশা’ হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন যৌনকর্মীদের অধিকার নিয়ে কাজ করা ১১টি সংগঠনের প্রতিনিধিরা। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানান তাঁরা।
বিজ্ঞপ্তিতে যৌনকর্মকে পেশা হিসেবে স্বীকৃতির বিভিন্ন কারণ তুলে ধরা হয়। সেখানে বলা হয়, প্রত্যেক মানুষের কাজ করার অধিকার আছে। যৌনকর্মীদেরও নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সহিংসতামুক্ত পরিবেশে কাজ করার অধিকার থাকা উচিত। কাজ হিসেবে স্বীকৃতি পেলে তাঁরা আইনি সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক সুবিধা পেতে পারেন। অবৈধ হিসেবে চিহ্নিত হওয়ার ফলে যৌনকর্মীরা পুলিশের হয়রানি, গৃহহীনতা, সহিংসতা ও চাঁদাবাজির শিকার হন। ‘পেশা’ হিসেবে স্বীকৃতি এসব নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
যৌনকর্মীদের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা, বিশেষত যৌন ও প্রজননস্বাস্থ্য-সংক্রান্ত সেবা নিশ্চিত করা জরুরি। কাজ হিসেবে স্বীকৃতি পেলে তাঁরা জাতীয় স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষার কাঠামোতে অন্তর্ভুক্ত হতে পারবেন। যৌনকর্মীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা, এনআইডি গ্রহণ, হাউজিং এবং শিশুদের জন্য শিক্ষা সুবিধা গ্রহণের পথ সুগম হবে, যা বর্তমানে অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। যৌনকর্মীরা দীর্ঘদিন ধরে সমাজে কলঙ্কিত, অবহেলিত। কাজ হিসেবে স্বীকৃতি পেলে এই পেশার মানুষেরা মর্যাদাসম্পন্ন জীবনযাপন করতে পারবেন এবং সমাজে সমান অধিকারে অবস্থান করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রান্সজেন্ডার, হিজড়া, যৌনকর্মী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি রাষ্ট্রকে স্পষ্ট অবস্থান নিতে হবে। এ ছাড়া যৌনকর্মীদের অধিকার রক্ষায় একটি আলাদা ও সক্রিয় সরকারি নীতিমালা প্রণয়ন, যৌনকর্মীদের ওপর সহিংসতা, নিপীড়ন, হয়রানির বিরুদ্ধে জরুরি আইনি সহায়তা, স্বাস্থ্যসেবা, আবাসন, শিক্ষা ও শিশুদের জন্য সুরক্ষা নিশ্চিত করা, ভাসমান যৌনকর্মীদের জন্য নির্দিষ্ট কাজের স্থান নির্ধারণ, সুরক্ষা দেওয়াসহ বিভিন্ন দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কল্যাণময়ী নারী সংঘের প্রতিনিধি রীনা আক্তার, উল্কা নারী সংঘের হেনা আক্তার, দুর্জয় নারী সংঘের রহিমা আক্তার প্রমুখ।

যৌনকর্মকে ‘পেশা’ হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন যৌনকর্মীদের অধিকার নিয়ে কাজ করা ১১টি সংগঠনের প্রতিনিধিরা। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানান তাঁরা।
বিজ্ঞপ্তিতে যৌনকর্মকে পেশা হিসেবে স্বীকৃতির বিভিন্ন কারণ তুলে ধরা হয়। সেখানে বলা হয়, প্রত্যেক মানুষের কাজ করার অধিকার আছে। যৌনকর্মীদেরও নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সহিংসতামুক্ত পরিবেশে কাজ করার অধিকার থাকা উচিত। কাজ হিসেবে স্বীকৃতি পেলে তাঁরা আইনি সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক সুবিধা পেতে পারেন। অবৈধ হিসেবে চিহ্নিত হওয়ার ফলে যৌনকর্মীরা পুলিশের হয়রানি, গৃহহীনতা, সহিংসতা ও চাঁদাবাজির শিকার হন। ‘পেশা’ হিসেবে স্বীকৃতি এসব নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
যৌনকর্মীদের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা, বিশেষত যৌন ও প্রজননস্বাস্থ্য-সংক্রান্ত সেবা নিশ্চিত করা জরুরি। কাজ হিসেবে স্বীকৃতি পেলে তাঁরা জাতীয় স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষার কাঠামোতে অন্তর্ভুক্ত হতে পারবেন। যৌনকর্মীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা, এনআইডি গ্রহণ, হাউজিং এবং শিশুদের জন্য শিক্ষা সুবিধা গ্রহণের পথ সুগম হবে, যা বর্তমানে অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। যৌনকর্মীরা দীর্ঘদিন ধরে সমাজে কলঙ্কিত, অবহেলিত। কাজ হিসেবে স্বীকৃতি পেলে এই পেশার মানুষেরা মর্যাদাসম্পন্ন জীবনযাপন করতে পারবেন এবং সমাজে সমান অধিকারে অবস্থান করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রান্সজেন্ডার, হিজড়া, যৌনকর্মী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি রাষ্ট্রকে স্পষ্ট অবস্থান নিতে হবে। এ ছাড়া যৌনকর্মীদের অধিকার রক্ষায় একটি আলাদা ও সক্রিয় সরকারি নীতিমালা প্রণয়ন, যৌনকর্মীদের ওপর সহিংসতা, নিপীড়ন, হয়রানির বিরুদ্ধে জরুরি আইনি সহায়তা, স্বাস্থ্যসেবা, আবাসন, শিক্ষা ও শিশুদের জন্য সুরক্ষা নিশ্চিত করা, ভাসমান যৌনকর্মীদের জন্য নির্দিষ্ট কাজের স্থান নির্ধারণ, সুরক্ষা দেওয়াসহ বিভিন্ন দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কল্যাণময়ী নারী সংঘের প্রতিনিধি রীনা আক্তার, উল্কা নারী সংঘের হেনা আক্তার, দুর্জয় নারী সংঘের রহিমা আক্তার প্রমুখ।

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
৩২ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১ ঘণ্টা আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
১ ঘণ্টা আগে