নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যৌনকর্মকে ‘পেশা’ হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন যৌনকর্মীদের অধিকার নিয়ে কাজ করা ১১টি সংগঠনের প্রতিনিধিরা। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানান তাঁরা।
বিজ্ঞপ্তিতে যৌনকর্মকে পেশা হিসেবে স্বীকৃতির বিভিন্ন কারণ তুলে ধরা হয়। সেখানে বলা হয়, প্রত্যেক মানুষের কাজ করার অধিকার আছে। যৌনকর্মীদেরও নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সহিংসতামুক্ত পরিবেশে কাজ করার অধিকার থাকা উচিত। কাজ হিসেবে স্বীকৃতি পেলে তাঁরা আইনি সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক সুবিধা পেতে পারেন। অবৈধ হিসেবে চিহ্নিত হওয়ার ফলে যৌনকর্মীরা পুলিশের হয়রানি, গৃহহীনতা, সহিংসতা ও চাঁদাবাজির শিকার হন। ‘পেশা’ হিসেবে স্বীকৃতি এসব নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
যৌনকর্মীদের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা, বিশেষত যৌন ও প্রজননস্বাস্থ্য-সংক্রান্ত সেবা নিশ্চিত করা জরুরি। কাজ হিসেবে স্বীকৃতি পেলে তাঁরা জাতীয় স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষার কাঠামোতে অন্তর্ভুক্ত হতে পারবেন। যৌনকর্মীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা, এনআইডি গ্রহণ, হাউজিং এবং শিশুদের জন্য শিক্ষা সুবিধা গ্রহণের পথ সুগম হবে, যা বর্তমানে অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। যৌনকর্মীরা দীর্ঘদিন ধরে সমাজে কলঙ্কিত, অবহেলিত। কাজ হিসেবে স্বীকৃতি পেলে এই পেশার মানুষেরা মর্যাদাসম্পন্ন জীবনযাপন করতে পারবেন এবং সমাজে সমান অধিকারে অবস্থান করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রান্সজেন্ডার, হিজড়া, যৌনকর্মী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি রাষ্ট্রকে স্পষ্ট অবস্থান নিতে হবে। এ ছাড়া যৌনকর্মীদের অধিকার রক্ষায় একটি আলাদা ও সক্রিয় সরকারি নীতিমালা প্রণয়ন, যৌনকর্মীদের ওপর সহিংসতা, নিপীড়ন, হয়রানির বিরুদ্ধে জরুরি আইনি সহায়তা, স্বাস্থ্যসেবা, আবাসন, শিক্ষা ও শিশুদের জন্য সুরক্ষা নিশ্চিত করা, ভাসমান যৌনকর্মীদের জন্য নির্দিষ্ট কাজের স্থান নির্ধারণ, সুরক্ষা দেওয়াসহ বিভিন্ন দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কল্যাণময়ী নারী সংঘের প্রতিনিধি রীনা আক্তার, উল্কা নারী সংঘের হেনা আক্তার, দুর্জয় নারী সংঘের রহিমা আক্তার প্রমুখ।

যৌনকর্মকে ‘পেশা’ হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন যৌনকর্মীদের অধিকার নিয়ে কাজ করা ১১টি সংগঠনের প্রতিনিধিরা। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানান তাঁরা।
বিজ্ঞপ্তিতে যৌনকর্মকে পেশা হিসেবে স্বীকৃতির বিভিন্ন কারণ তুলে ধরা হয়। সেখানে বলা হয়, প্রত্যেক মানুষের কাজ করার অধিকার আছে। যৌনকর্মীদেরও নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সহিংসতামুক্ত পরিবেশে কাজ করার অধিকার থাকা উচিত। কাজ হিসেবে স্বীকৃতি পেলে তাঁরা আইনি সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক সুবিধা পেতে পারেন। অবৈধ হিসেবে চিহ্নিত হওয়ার ফলে যৌনকর্মীরা পুলিশের হয়রানি, গৃহহীনতা, সহিংসতা ও চাঁদাবাজির শিকার হন। ‘পেশা’ হিসেবে স্বীকৃতি এসব নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
যৌনকর্মীদের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা, বিশেষত যৌন ও প্রজননস্বাস্থ্য-সংক্রান্ত সেবা নিশ্চিত করা জরুরি। কাজ হিসেবে স্বীকৃতি পেলে তাঁরা জাতীয় স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষার কাঠামোতে অন্তর্ভুক্ত হতে পারবেন। যৌনকর্মীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা, এনআইডি গ্রহণ, হাউজিং এবং শিশুদের জন্য শিক্ষা সুবিধা গ্রহণের পথ সুগম হবে, যা বর্তমানে অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। যৌনকর্মীরা দীর্ঘদিন ধরে সমাজে কলঙ্কিত, অবহেলিত। কাজ হিসেবে স্বীকৃতি পেলে এই পেশার মানুষেরা মর্যাদাসম্পন্ন জীবনযাপন করতে পারবেন এবং সমাজে সমান অধিকারে অবস্থান করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রান্সজেন্ডার, হিজড়া, যৌনকর্মী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি রাষ্ট্রকে স্পষ্ট অবস্থান নিতে হবে। এ ছাড়া যৌনকর্মীদের অধিকার রক্ষায় একটি আলাদা ও সক্রিয় সরকারি নীতিমালা প্রণয়ন, যৌনকর্মীদের ওপর সহিংসতা, নিপীড়ন, হয়রানির বিরুদ্ধে জরুরি আইনি সহায়তা, স্বাস্থ্যসেবা, আবাসন, শিক্ষা ও শিশুদের জন্য সুরক্ষা নিশ্চিত করা, ভাসমান যৌনকর্মীদের জন্য নির্দিষ্ট কাজের স্থান নির্ধারণ, সুরক্ষা দেওয়াসহ বিভিন্ন দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কল্যাণময়ী নারী সংঘের প্রতিনিধি রীনা আক্তার, উল্কা নারী সংঘের হেনা আক্তার, দুর্জয় নারী সংঘের রহিমা আক্তার প্রমুখ।

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৫ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৩ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২০ মিনিট আগে