নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মোস্তফা কামাল খান ও তাঁর স্ত্রী হাওয়ানুর আক্তারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় চাঁদপুরে মামলাটি দায়ের করা হয়। দুদকের উপসহকারী পরিচালক সঞ্জয় ঘোষাল বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, আসামি মো. মোস্তফা কামাল খান দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩ লাখ ৮৫ হাজার ৪৯৩ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনসহ সম্পদের মিথ্যা তথ্য প্রদান এবং ৪৯ লাখ ৩৪ হাজার ২৭১ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন।
অপর দিকে আসামি মোস্তফা কামাল খানের স্ত্রী হাওয়ানুর আক্তারের বিরুদ্ধে দায়ের হওয়া অন্য একটি মামলার এজাহারে বলা হয়, হাওয়ানুর আক্তার স্বামীর সঙ্গে পরস্পর যোগসাজশে কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লাখ ২৪ হাজার ৮০২ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপন ও ৪০ লাখ ১৪ হাজার ৩৬১ টাকা মূল্যের জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন ও ভোগদখলে রাখেন।
জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অবৈধ সম্পদ ভোগ দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২), ২৭ (১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারা ও ১০৯ ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মোস্তফা কামাল খান ও তাঁর স্ত্রী হাওয়ানুর আক্তারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় চাঁদপুরে মামলাটি দায়ের করা হয়। দুদকের উপসহকারী পরিচালক সঞ্জয় ঘোষাল বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, আসামি মো. মোস্তফা কামাল খান দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩ লাখ ৮৫ হাজার ৪৯৩ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনসহ সম্পদের মিথ্যা তথ্য প্রদান এবং ৪৯ লাখ ৩৪ হাজার ২৭১ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন।
অপর দিকে আসামি মোস্তফা কামাল খানের স্ত্রী হাওয়ানুর আক্তারের বিরুদ্ধে দায়ের হওয়া অন্য একটি মামলার এজাহারে বলা হয়, হাওয়ানুর আক্তার স্বামীর সঙ্গে পরস্পর যোগসাজশে কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩২ লাখ ২৪ হাজার ৮০২ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপন ও ৪০ লাখ ১৪ হাজার ৩৬১ টাকা মূল্যের জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন ও ভোগদখলে রাখেন।
জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অবৈধ সম্পদ ভোগ দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২), ২৭ (১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারা ও ১০৯ ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে