Ajker Patrika

পদ্মা সেতু পারাপারে যাত্রীদের দায়িত্বশীল থাকার আহ্বান কাদেরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পদ্মা সেতু পারাপারে যাত্রীদের দায়িত্বশীল থাকার আহ্বান কাদেরের

পদ্মা সেতু পারাপারে যাত্রী-সাধারণদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটি জানানো হয়েছে। 

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতু অবকাঠামো একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা এবং দেশের এক বড় সম্পদ। এর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’ 

বিবৃতিতে তিনি সেতু পারাপারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যেসব নির্দেশনা জারি করেছে তা যথাযথভাবে পালন করে শৃঙ্খলা বজায় রাখারও আহ্বান জানান। 

উল্লেখ্য, গত শনিবার পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার থেকে যান চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হলে সকাল থেকে গাড়ির চাপ লক্ষ্য করা যায়। বিশেষ করে বিপুল সংখ্যক মোটরসাইকেলের কারণে রীতিমতো দীর্ঘ যানজট বেঁধে যায়। সেতুতে দাঁড়ানো ও নামা নিষেধ করা হলেও অনেকে মোটরসাইকেল, প্রাইভেট কার থামিয়ে ছবি তুলেছেন ভিডিও করেছেন। এর মধ্যে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুও হয়। এর পরিপ্রেক্ষিতে সেতু বিভাগ সোমবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে ইতিবাচক আইসিসি

১২০ বছরে ৩৬ দেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র, পরিণতি ভয়াবহ

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: হুমকিতে চীনের ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত