গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বিনা অনুমতিতে দেড় বছর ধরে অনুপস্থিত টাঙ্গাইলের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখলাল দাস। এতে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে।
জানা গেছে, গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ২৫০ জন আর শিক্ষক মাত্র পাঁচজন। এর মধ্যে স্কুলের প্রধান শিক্ষক সুখলাল দাস দীর্ঘ দেড় বছর ধরে বিনা অনুমতিতে আমেরিকায় অবস্থান করায় শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। এর আগেও তিনি ছুটি নিয়ে আমেরিকায় গিয়েছিলেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা তালুকদার জানান, প্রধান শিক্ষক সুখলাল দাস ২০২১ সালের জানুয়ারি মাসে আমেরিকা যান। এরপর থেকেই তিনি অনুপস্থিত। ফলে স্কুলে শিক্ষক সংকট চলছে। পড়াশোনা ও প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে।
গোপালপুর উপজেলা শিক্ষা অফিসার মফিজুর রহমান জানান, সুখলাল দাস ২০২০ সালের ডিসেম্বরে অক্ষমতাজনিত কারণে অবসর গ্রহণের আবেদন জানান। কিন্তু মেডিকেল বিষয়ক কোনো কাগজ না থাকায় তাঁর আবেদন মঞ্জুর হয়নি। এরপর সবার অজান্তে তিনি আমেরিকায় পাড়ি জমান। এখন স্কুলের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে।
আমেরিকা প্রবাসী সুখলাল দাসের সঙ্গে যোগাযোগ করা হলে গত বৃহস্পতিবার মোবাইল ফোনে তিনি জানান, সপরিবারে তিনি আমেরিকায় আছেন। এখানে এসেই তিনি অসুস্থ হন। তার স্ত্রীও অনেক অসুস্থ। তারা দুজনেই চিকিৎসা নিচ্ছেন। তাছাড়া শারীরিক অক্ষমতাজনিত কারণ দেখিয়ে অবসর গ্রহণের আবেদন জানিয়ে তিনি আমেরিকা আসেন। কিন্তু কর্তৃপক্ষ আবেদন মঞ্জুর না করে তার বিরুদ্ধে এখন বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে বলে শুনেছেন। এটি অবিচার বলে দাবি করেন তিনি।

বিনা অনুমতিতে দেড় বছর ধরে অনুপস্থিত টাঙ্গাইলের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখলাল দাস। এতে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে।
জানা গেছে, গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ২৫০ জন আর শিক্ষক মাত্র পাঁচজন। এর মধ্যে স্কুলের প্রধান শিক্ষক সুখলাল দাস দীর্ঘ দেড় বছর ধরে বিনা অনুমতিতে আমেরিকায় অবস্থান করায় শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। এর আগেও তিনি ছুটি নিয়ে আমেরিকায় গিয়েছিলেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা তালুকদার জানান, প্রধান শিক্ষক সুখলাল দাস ২০২১ সালের জানুয়ারি মাসে আমেরিকা যান। এরপর থেকেই তিনি অনুপস্থিত। ফলে স্কুলে শিক্ষক সংকট চলছে। পড়াশোনা ও প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে।
গোপালপুর উপজেলা শিক্ষা অফিসার মফিজুর রহমান জানান, সুখলাল দাস ২০২০ সালের ডিসেম্বরে অক্ষমতাজনিত কারণে অবসর গ্রহণের আবেদন জানান। কিন্তু মেডিকেল বিষয়ক কোনো কাগজ না থাকায় তাঁর আবেদন মঞ্জুর হয়নি। এরপর সবার অজান্তে তিনি আমেরিকায় পাড়ি জমান। এখন স্কুলের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে।
আমেরিকা প্রবাসী সুখলাল দাসের সঙ্গে যোগাযোগ করা হলে গত বৃহস্পতিবার মোবাইল ফোনে তিনি জানান, সপরিবারে তিনি আমেরিকায় আছেন। এখানে এসেই তিনি অসুস্থ হন। তার স্ত্রীও অনেক অসুস্থ। তারা দুজনেই চিকিৎসা নিচ্ছেন। তাছাড়া শারীরিক অক্ষমতাজনিত কারণ দেখিয়ে অবসর গ্রহণের আবেদন জানিয়ে তিনি আমেরিকা আসেন। কিন্তু কর্তৃপক্ষ আবেদন মঞ্জুর না করে তার বিরুদ্ধে এখন বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে বলে শুনেছেন। এটি অবিচার বলে দাবি করেন তিনি।

সিলেটবাসী এবং ভ্রমণে আসা পর্যটকদের যোগাযোগের অন্যতম মাধ্যম রেলপথ। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই রেলযাত্রা হয়ে উঠছে বিরক্তির ও ভোগান্তির। টিকিট-সংকট, জরাজীর্ণ অবকাঠামো, ইঞ্জিনের ত্রুটি ও সংকটের কারণে নিয়মিতই ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হচ্ছে।
২ মিনিট আগে
খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।
২ ঘণ্টা আগে