নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে শাহবাগ থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের জন্য পুলিশের সাইবার অপরাধ বিভাগে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে অডিও-ভিডিও ফুটেজে মুরাদ হাসানের অবস্থানের সত্যতা মিললে সাইবার বিভাগের সুপারিশে শাহবাগ থানায় তাঁর বিরুদ্ধে মামলা হবে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেছেন, জিডির কপিসহ একটি আবেদন ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে গোয়েন্দা পুলিশের সাইবার অপরাধ বিভাগে পাঠানো হবে। তারা সুপারিশ করলে এটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত হবে। এই কর্মকর্তা বলেন, তবে শেষ খবর পর্যন্ত আবেদনটি এখনো ডিএমপি কমিশনারের কাছেই রয়েছে।
এর আগে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের কটাক্ষ করে অবমাননাকর বক্তব্য দেওয়া এবং বিশ্ববিদ্যালয়কে হেয় করে বক্তব্য দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী একটি অভিযোগ করেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান 'নাহিদ রেইনস পিকচার্স' নামে একটি ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানে এসে উসকানিমূলক বক্তব্য দেন। এই বক্তব্যকে 'বিকৃত যৌনাচার ও বিদ্বেষমূলক' হিসেবে উল্লেখ করেন ওই শিক্ষার্থী।
গত মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার হারুন অর রশীদ ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে গোয়েন্দা পুলিশও সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানকে জিজ্ঞাসাবাদ করবে।
এদিকে গোয়েন্দা পুলিশের পর চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং মুরাদ হাসানের ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে ঢালিউডের নায়ক মামনুন হাসান ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। র্যাব কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ৫ ঘণ্টার বেশি সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তারা।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, নায়ক ইমনকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। ইমন জানিয়েছেন তাঁর জ্ঞাতসারে অডিওটি ফাঁস হয়নি। গোটা ঘটনার বিষয়ে তদন্তে র্যাবকে সহায়তা করার কথা জানিয়েছেন তিনি।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে শাহবাগ থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের জন্য পুলিশের সাইবার অপরাধ বিভাগে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে অডিও-ভিডিও ফুটেজে মুরাদ হাসানের অবস্থানের সত্যতা মিললে সাইবার বিভাগের সুপারিশে শাহবাগ থানায় তাঁর বিরুদ্ধে মামলা হবে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেছেন, জিডির কপিসহ একটি আবেদন ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে গোয়েন্দা পুলিশের সাইবার অপরাধ বিভাগে পাঠানো হবে। তারা সুপারিশ করলে এটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত হবে। এই কর্মকর্তা বলেন, তবে শেষ খবর পর্যন্ত আবেদনটি এখনো ডিএমপি কমিশনারের কাছেই রয়েছে।
এর আগে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের কটাক্ষ করে অবমাননাকর বক্তব্য দেওয়া এবং বিশ্ববিদ্যালয়কে হেয় করে বক্তব্য দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী একটি অভিযোগ করেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান 'নাহিদ রেইনস পিকচার্স' নামে একটি ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানে এসে উসকানিমূলক বক্তব্য দেন। এই বক্তব্যকে 'বিকৃত যৌনাচার ও বিদ্বেষমূলক' হিসেবে উল্লেখ করেন ওই শিক্ষার্থী।
গত মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার হারুন অর রশীদ ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে গোয়েন্দা পুলিশও সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানকে জিজ্ঞাসাবাদ করবে।
এদিকে গোয়েন্দা পুলিশের পর চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং মুরাদ হাসানের ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে ঢালিউডের নায়ক মামনুন হাসান ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। র্যাব কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ৫ ঘণ্টার বেশি সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তারা।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, নায়ক ইমনকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। ইমন জানিয়েছেন তাঁর জ্ঞাতসারে অডিওটি ফাঁস হয়নি। গোটা ঘটনার বিষয়ে তদন্তে র্যাবকে সহায়তা করার কথা জানিয়েছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে