নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক আসাদ শিকদার মারা গেছেন। তিনি গতকাল রোববার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়রুল আনাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. আসাদ শিকদার প্রতিষ্ঠানটির ফেজ-বি রেসিডেন্ট হিসেবে ডেপুটেশনে ছিলেন।
খায়রুল আনাম বলেন, ‘বেশ কয়েক দিন ধরে আসাদ শিকদার অসুস্থ ছিলেন। পরে তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থা সংকটাপন্ন হলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোববার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিলেও আর ফিরে আসেননি তিনি। সন্ধ্যা ৬টার দিকে মারা যান।’
খায়রুল আনাম আরও বলেন, ‘গত মাসেও ডেঙ্গুতে আমাদের এক নার্সের মৃত্যু হয়েছে। আরও ৫ থেকে ৬ জন চিকিৎসকসহ বেশ কিছু কর্মচারী এই মুহূর্তে ডেঙ্গুতে আক্রান্ত। তাঁদের নিয়ে শঙ্কা কাজ করছে।’
জানা গেছে, ডা. আসাদ ৩৩তম বিসিএসের মাধ্যমে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মজীবন শুরু করেন। ফরিদপুরে থেকে উঠে আসা এই চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।
এদিকে চলতি অক্টোবরের অর্ধেক যেতে না যেতেই আগের মাসের মৃত্যুর সংখ্যাকে ছাড়িয়ে গেছে। আক্রান্তেও ছাড়িয়ে যাওয়ার উপক্রম। গতকাল রেকর্ড ৮৫৫ জন আক্রান্ত ও ৫ জনের প্রাণহানি ঘটেছে। সব মিলিয়ে এ বছর ডেঙ্গুর শিকার ২৫ হাজার ১৮১ জন এবং মৃত্যু হয়েছে ৯৪ জনের।
বিশেষজ্ঞরা বলছেন, বছরের এই সময়টায় ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা দেয়। এ জন্য নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি ঠিকমতো ওষুধ ছিটানো হচ্ছে কিনা সেটি তদারকি করা দরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ) ডা. ইকরামুল হক আজকের পত্রিকাকে বলেন, অন্যান্য বছরের চেয়ে এবার বৃষ্টিপাত তুলনামূলক কম কিন্তু তারপরও ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। করোনার সময়ে অনেক বড় বড় স্থাপনা হয়েছে, যেগুলোর ভেতরে-বাইরে ও আশপাশে পানি জমে থাকে। এতে এডিস মশার প্রজনন হয়। এগুলো ধ্বংসে সিটি করপোরেশন অভিযান চালিয়েছে। এটি নিয়মিত করার দরকার ছিল। এ ছাড়া বাসা-বাড়ির ছাদ ও আশপাশ পরিষ্কার রাখায় জোর দিতে হবে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক আসাদ শিকদার মারা গেছেন। তিনি গতকাল রোববার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়রুল আনাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. আসাদ শিকদার প্রতিষ্ঠানটির ফেজ-বি রেসিডেন্ট হিসেবে ডেপুটেশনে ছিলেন।
খায়রুল আনাম বলেন, ‘বেশ কয়েক দিন ধরে আসাদ শিকদার অসুস্থ ছিলেন। পরে তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থা সংকটাপন্ন হলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোববার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিলেও আর ফিরে আসেননি তিনি। সন্ধ্যা ৬টার দিকে মারা যান।’
খায়রুল আনাম আরও বলেন, ‘গত মাসেও ডেঙ্গুতে আমাদের এক নার্সের মৃত্যু হয়েছে। আরও ৫ থেকে ৬ জন চিকিৎসকসহ বেশ কিছু কর্মচারী এই মুহূর্তে ডেঙ্গুতে আক্রান্ত। তাঁদের নিয়ে শঙ্কা কাজ করছে।’
জানা গেছে, ডা. আসাদ ৩৩তম বিসিএসের মাধ্যমে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মজীবন শুরু করেন। ফরিদপুরে থেকে উঠে আসা এই চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।
এদিকে চলতি অক্টোবরের অর্ধেক যেতে না যেতেই আগের মাসের মৃত্যুর সংখ্যাকে ছাড়িয়ে গেছে। আক্রান্তেও ছাড়িয়ে যাওয়ার উপক্রম। গতকাল রেকর্ড ৮৫৫ জন আক্রান্ত ও ৫ জনের প্রাণহানি ঘটেছে। সব মিলিয়ে এ বছর ডেঙ্গুর শিকার ২৫ হাজার ১৮১ জন এবং মৃত্যু হয়েছে ৯৪ জনের।
বিশেষজ্ঞরা বলছেন, বছরের এই সময়টায় ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা দেয়। এ জন্য নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি ঠিকমতো ওষুধ ছিটানো হচ্ছে কিনা সেটি তদারকি করা দরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ) ডা. ইকরামুল হক আজকের পত্রিকাকে বলেন, অন্যান্য বছরের চেয়ে এবার বৃষ্টিপাত তুলনামূলক কম কিন্তু তারপরও ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। করোনার সময়ে অনেক বড় বড় স্থাপনা হয়েছে, যেগুলোর ভেতরে-বাইরে ও আশপাশে পানি জমে থাকে। এতে এডিস মশার প্রজনন হয়। এগুলো ধ্বংসে সিটি করপোরেশন অভিযান চালিয়েছে। এটি নিয়মিত করার দরকার ছিল। এ ছাড়া বাসা-বাড়ির ছাদ ও আশপাশ পরিষ্কার রাখায় জোর দিতে হবে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩৩ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে