নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একটি ডিমের উৎপাদন খরচ কত হবে তা নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের উপস্থিতিতেই বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন এক পোলট্রি ব্যবসায়ী ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আজ শুক্রবার বিশ্ব ডিম দিবস উপলক্ষে ঢাকার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে প্রাণিসম্পদ অধিদপ্তর, ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন (ওয়াপসা)—বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) আয়োজিত এক আলোচনা সভায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলে বিপিআইসিসি ও ওয়াপসা বাংলাদেশের সভাপতি মশিউর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় একটি ডিমের উৎপাদনমূল্য সাড়ে ১০ টাকা বলে দাবি করেন বলে জানা যায়। তাঁর বক্তব্য শেষ হওয়ার পর অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে থাকা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা একটি ডিমের উৎপাদনমূল্য সাড়ে ৯ টাকা থেকে ১০ টাকা বলে উল্লেখ করেন। এতে ক্ষেপে গিয়ে নিজের চেয়ার থেকে উঠে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তার দিকে তেড়ে যান মশিউর রহমান। পরে নিজের চেয়ারে ফিরে যাওয়ার পরেও প্রতিবাদ জানিয়ে উত্তেজিত হয়ে বলতে থাকেন, ‘একটি ডিমের উৎপাদন খরচ সাড়ে ১০ টাকা। সে কেন সাড়ে ৯ টাকা বলছে?’ এ সময় মঞ্চে উপস্থিত মন্ত্রী ধমক দিয়ে তাঁকে থামতে বলেন। এরপর শান্ত হন ওই ব্যবসায়ী নেতা।
পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাহিদ রশীদ তাঁর বক্তব্যে একটি ডিমের উৎপাদনমূল্য ৯ টাকা ৭০ পয়সা বলে উল্লেখ করেন। ওই সময় সেই পোলট্রি ব্যবসায়ী নেতা মঞ্চে উপস্থিত থাকলেও আর কোনো প্রতিবাদ করেননি। এদিকে ওই পোলট্রি ব্যবসায়ী নেতা আরও জানান, ডিমের দাম বাড়ানোয় কারসাজির অভিযোগে গতকাল তাঁর বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। এজন্য তিনি মন্ত্রীর কাছে সহায়তা চাইছেন, যেন তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয়।
এ অবস্থায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম প্রধান অতিথির বক্তব্য দিতে আসেন। তিনি তাঁর বক্তব্যে পোলট্রি ব্যবসায়ী নেতা মশিউর রহমানের পক্ষ নিয়ে বলেন, ‘উৎপাদক পর্যায়ে দাম বাড়ানো হচ্ছে না। বরং বাজার ব্যবস্থাপনায় যারা জড়িত, তাদের কারসাজির কারণে ডিমের দাম বাড়তে পারে।’ তিনি আরও বলেন, ‘বাজার ব্যবস্থাপনার দায়িত্ব আমার মন্ত্রণালয়ের না। যারা বাজার ব্যবস্থাপনার সাঙ্গে সম্পৃক্ত, তাদের এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। যদি কেউ সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

একটি ডিমের উৎপাদন খরচ কত হবে তা নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের উপস্থিতিতেই বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন এক পোলট্রি ব্যবসায়ী ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আজ শুক্রবার বিশ্ব ডিম দিবস উপলক্ষে ঢাকার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে প্রাণিসম্পদ অধিদপ্তর, ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন (ওয়াপসা)—বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) আয়োজিত এক আলোচনা সভায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলে বিপিআইসিসি ও ওয়াপসা বাংলাদেশের সভাপতি মশিউর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় একটি ডিমের উৎপাদনমূল্য সাড়ে ১০ টাকা বলে দাবি করেন বলে জানা যায়। তাঁর বক্তব্য শেষ হওয়ার পর অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে থাকা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা একটি ডিমের উৎপাদনমূল্য সাড়ে ৯ টাকা থেকে ১০ টাকা বলে উল্লেখ করেন। এতে ক্ষেপে গিয়ে নিজের চেয়ার থেকে উঠে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তার দিকে তেড়ে যান মশিউর রহমান। পরে নিজের চেয়ারে ফিরে যাওয়ার পরেও প্রতিবাদ জানিয়ে উত্তেজিত হয়ে বলতে থাকেন, ‘একটি ডিমের উৎপাদন খরচ সাড়ে ১০ টাকা। সে কেন সাড়ে ৯ টাকা বলছে?’ এ সময় মঞ্চে উপস্থিত মন্ত্রী ধমক দিয়ে তাঁকে থামতে বলেন। এরপর শান্ত হন ওই ব্যবসায়ী নেতা।
পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাহিদ রশীদ তাঁর বক্তব্যে একটি ডিমের উৎপাদনমূল্য ৯ টাকা ৭০ পয়সা বলে উল্লেখ করেন। ওই সময় সেই পোলট্রি ব্যবসায়ী নেতা মঞ্চে উপস্থিত থাকলেও আর কোনো প্রতিবাদ করেননি। এদিকে ওই পোলট্রি ব্যবসায়ী নেতা আরও জানান, ডিমের দাম বাড়ানোয় কারসাজির অভিযোগে গতকাল তাঁর বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। এজন্য তিনি মন্ত্রীর কাছে সহায়তা চাইছেন, যেন তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয়।
এ অবস্থায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম প্রধান অতিথির বক্তব্য দিতে আসেন। তিনি তাঁর বক্তব্যে পোলট্রি ব্যবসায়ী নেতা মশিউর রহমানের পক্ষ নিয়ে বলেন, ‘উৎপাদক পর্যায়ে দাম বাড়ানো হচ্ছে না। বরং বাজার ব্যবস্থাপনায় যারা জড়িত, তাদের কারসাজির কারণে ডিমের দাম বাড়তে পারে।’ তিনি আরও বলেন, ‘বাজার ব্যবস্থাপনার দায়িত্ব আমার মন্ত্রণালয়ের না। যারা বাজার ব্যবস্থাপনার সাঙ্গে সম্পৃক্ত, তাদের এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। যদি কেউ সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১০ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৪ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৪ ঘণ্টা আগে