নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্টন থানার শান্তিনগর বাজারে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় পল্টন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তফা জামান পপির বিরুদ্ধে মামলা হয়েছে। আহত ব্যবসায়ী দস্তগীর রতন বাদী হয়ে পল্টন থানায় এ মামলাটি করেছেন।
গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ডিএমপির মতিঝিল বিভাগের মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) আবুল হাসান।
আবুল হাসান জানান, শান্তিনগর বাজারের ব্যবসায়ী দস্তগীর রতনকে মারধরের ঘটনায় সাবেক কাউন্সিলর জামান পপির বিরুদ্ধে মামলা হয়েছে। আইনগত পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রতনকে ফোন দিয়ে মেরে ফেলাসহ শান্তিনগর বাজার ছাড়া করার হুমকি দেন পপি। কথা-কাটাকাটির একপর্যায়ে পপি দলবল নিয়ে রতনের ওপর হামলা করতে যান। প্রাণভয়ে রতন পালিয়ে পল্টন থানায় যান। বৃহস্পতিবার রাতেই ঘটনা উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রতন। পরের দিন (শুক্রবার) সন্ধ্যায় থানায় জিডি করায় পপি কয়েকটি ছেলেকে নিয়ে এসে শান্তিনগর বাজারে এসে আবারও রতনের ওপর হামলা করেন। তখন পপির সঙ্গে থাকা একটি ছেলে চাকু দিয়ে পেটে আঘাত করতে গেলে সেটি রতনের হাতে লাগে। এরপর চেয়ার দিয়ে রতনের মাথায় আঘাত করেন পপি। এতে রতনের কপাল ফেটে গেলে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নেতা গিয়ে সেখান থেকে আহত অবস্থায় রতনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শান্তিনগর বাজারের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ায় ক্ষিপ্ত হয়ে এই হামলা উল্লেখ করে শান্তিনগর বাজার কমিটির সদস্য সবুজ বলেন, ‘কয়েক দিন আগে আমাদের শান্তিনগর বাজার কমিটির এজিএম ছিল। সেখানে বেশ কয়েকটি আইন করা হয়। এতে বহিরাগতদের আধিপত্য কমায় ক্ষিপ্ত হয় পপি। পপি শান্তিনগর বাজারের শেয়ার হোল্ডার। আর আহত ব্যবসায়ী রতন বাজারের মালিক। আগেও পপি বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে। এজিএমের দিনও বাজার থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন পপি।’
মামলার বিষয়ে জানতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফা জামানের বিরুদ্ধে পল্টনে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও ক্যাসিনো-কাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আছে। তাঁর বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন। প্রতিটি মামলাতেই তিনি জামিনে আছেন। তাঁর বন্ধু যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট গ্রেপ্তার হওয়ার পরই তিনি আত্মগোপনে চলে যান। ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পরেই আড়ালে চলে যান পপি। এরপর থেকেই আড়ালে থেকে নানা অপকর্ম করে যাচ্ছেন আলোচিত এই সাবেক কাউন্সিলর।

রাজধানীর পল্টন থানার শান্তিনগর বাজারে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় পল্টন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তফা জামান পপির বিরুদ্ধে মামলা হয়েছে। আহত ব্যবসায়ী দস্তগীর রতন বাদী হয়ে পল্টন থানায় এ মামলাটি করেছেন।
গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ডিএমপির মতিঝিল বিভাগের মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) আবুল হাসান।
আবুল হাসান জানান, শান্তিনগর বাজারের ব্যবসায়ী দস্তগীর রতনকে মারধরের ঘটনায় সাবেক কাউন্সিলর জামান পপির বিরুদ্ধে মামলা হয়েছে। আইনগত পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রতনকে ফোন দিয়ে মেরে ফেলাসহ শান্তিনগর বাজার ছাড়া করার হুমকি দেন পপি। কথা-কাটাকাটির একপর্যায়ে পপি দলবল নিয়ে রতনের ওপর হামলা করতে যান। প্রাণভয়ে রতন পালিয়ে পল্টন থানায় যান। বৃহস্পতিবার রাতেই ঘটনা উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রতন। পরের দিন (শুক্রবার) সন্ধ্যায় থানায় জিডি করায় পপি কয়েকটি ছেলেকে নিয়ে এসে শান্তিনগর বাজারে এসে আবারও রতনের ওপর হামলা করেন। তখন পপির সঙ্গে থাকা একটি ছেলে চাকু দিয়ে পেটে আঘাত করতে গেলে সেটি রতনের হাতে লাগে। এরপর চেয়ার দিয়ে রতনের মাথায় আঘাত করেন পপি। এতে রতনের কপাল ফেটে গেলে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নেতা গিয়ে সেখান থেকে আহত অবস্থায় রতনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শান্তিনগর বাজারের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ায় ক্ষিপ্ত হয়ে এই হামলা উল্লেখ করে শান্তিনগর বাজার কমিটির সদস্য সবুজ বলেন, ‘কয়েক দিন আগে আমাদের শান্তিনগর বাজার কমিটির এজিএম ছিল। সেখানে বেশ কয়েকটি আইন করা হয়। এতে বহিরাগতদের আধিপত্য কমায় ক্ষিপ্ত হয় পপি। পপি শান্তিনগর বাজারের শেয়ার হোল্ডার। আর আহত ব্যবসায়ী রতন বাজারের মালিক। আগেও পপি বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে। এজিএমের দিনও বাজার থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন পপি।’
মামলার বিষয়ে জানতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফা জামানের বিরুদ্ধে পল্টনে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও ক্যাসিনো-কাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আছে। তাঁর বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন। প্রতিটি মামলাতেই তিনি জামিনে আছেন। তাঁর বন্ধু যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট গ্রেপ্তার হওয়ার পরই তিনি আত্মগোপনে চলে যান। ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পরেই আড়ালে চলে যান পপি। এরপর থেকেই আড়ালে থেকে নানা অপকর্ম করে যাচ্ছেন আলোচিত এই সাবেক কাউন্সিলর।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১৮ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
২১ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে