সাভার (ঢাকা) প্রতিনিধি

বকেয়া বেতনের দাবিতে সাভারের হেমায়েতপুরে একটি পোশাক কারখানার শ্রমিকেরা স্থানীয় সড়ক অবরোধ করে রেখেছেন। আজ সোমবার বিকেলে ‘রাকেফ এ্যাপারেলস ওয়াশিং এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামাক কারখানাটির মূল ফটকের সামনে অবস্থান নেন শ্রমিকেরা। এরপর থেকে ওই আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৮ আগস্ট বেতন না পেয়ে আন্দোলন করেছিলেন তাঁরা। পরে কারখানা কর্তৃপক্ষ আজ ২২ আগস্ট জুলাই মাসের বেতন ভাতা পরিশোধ করবে বলে আশ্বাস দেন। কিন্তু এখনো বেতন পরিশোধ না করায় আন্দোলনে নামে তাঁরা।
এ বিষয়ে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব বলেন, ‘কারখানায় শ্রমিক আছে প্রায় ৬০০। গত মাসের বেতন শ্রমিকেরা এখনো পাননি। কীভাবে শ্রমিকেরা সংসার চালাবে। বাড়ি ভাড়া, দোকান বাকি, এই সব চাহিদা কোত্থেকে মেটাবে। তাদেরও বাজার করে খেতে হয়। এই মাস প্রায় শেষ হয়ে এল। এখনো গত মাসের বেতন পাননি শ্রমিকেরা। আমরা এর দ্রুত সমাধান চাই। না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’
এ নিয়ে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আলমের মোবাইলে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত রয়েছে শিল্প পুলিশের সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। শিল্প পুলিশ ১ এর এএসআই কোরবান আলী বলেন, ‘আমরা চেষ্টা করছি শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিতে। আমরা কারখানা কর্তৃপক্ষের সাথেও যোগযোগের চেষ্টা করছি। তারা বলছে তারা ব্যাংকে আছে। এসে সমস্যা সমাধান করবে। শ্রমিকদের বেতন তো মালিকপক্ষকে দিতেই হবে। আমরা দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

বকেয়া বেতনের দাবিতে সাভারের হেমায়েতপুরে একটি পোশাক কারখানার শ্রমিকেরা স্থানীয় সড়ক অবরোধ করে রেখেছেন। আজ সোমবার বিকেলে ‘রাকেফ এ্যাপারেলস ওয়াশিং এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামাক কারখানাটির মূল ফটকের সামনে অবস্থান নেন শ্রমিকেরা। এরপর থেকে ওই আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৮ আগস্ট বেতন না পেয়ে আন্দোলন করেছিলেন তাঁরা। পরে কারখানা কর্তৃপক্ষ আজ ২২ আগস্ট জুলাই মাসের বেতন ভাতা পরিশোধ করবে বলে আশ্বাস দেন। কিন্তু এখনো বেতন পরিশোধ না করায় আন্দোলনে নামে তাঁরা।
এ বিষয়ে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব বলেন, ‘কারখানায় শ্রমিক আছে প্রায় ৬০০। গত মাসের বেতন শ্রমিকেরা এখনো পাননি। কীভাবে শ্রমিকেরা সংসার চালাবে। বাড়ি ভাড়া, দোকান বাকি, এই সব চাহিদা কোত্থেকে মেটাবে। তাদেরও বাজার করে খেতে হয়। এই মাস প্রায় শেষ হয়ে এল। এখনো গত মাসের বেতন পাননি শ্রমিকেরা। আমরা এর দ্রুত সমাধান চাই। না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’
এ নিয়ে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আলমের মোবাইলে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত রয়েছে শিল্প পুলিশের সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। শিল্প পুলিশ ১ এর এএসআই কোরবান আলী বলেন, ‘আমরা চেষ্টা করছি শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিতে। আমরা কারখানা কর্তৃপক্ষের সাথেও যোগযোগের চেষ্টা করছি। তারা বলছে তারা ব্যাংকে আছে। এসে সমস্যা সমাধান করবে। শ্রমিকদের বেতন তো মালিকপক্ষকে দিতেই হবে। আমরা দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২৪ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে