সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৪৯ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেলে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে বিকেলে আসামিদের মধ্যে ৫৯ জন টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সখীপুর আমলি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত ৪৯ জনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী এসএম ফায়জুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের ১০ দিন আগে ১৮ ডিসেম্বর রাতে উপজেলার বড়চওনা এলাকায় টহলরত পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে সখীপুর থানা-পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৯৪ জনকে আসামি করা হয়। ঘটনার তদন্ত করে গত ২০২০ সালের ৩০ অক্টোবর ১২৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ।
আজ রোববার ওই মামলায় আদালতে উপজেলা বিএনপির ৫৯ জন নেতা-কর্মী জামিন চেয়ে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক ফারজানা হাসানাত ৪৯ জনকে জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে আসামিদের মধ্যে কয়েকজন অসুস্থ ও কয়েকজন শিক্ষার্থীর বিষয় বিবেচনায় করে ১০ জনকে জামিন দিয়েছেন আদালত।
রোববার টাঙ্গাইল আদালতে আত্মসমর্পণকারীদের মধ্যে উল্লেখ্যযোগ্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এমএ গফুর, সাবেক সহসভাপতি আবদুল বাছেত মাস্টার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম ছবুর রেজা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি নুরুল ইসলামসহ প্রমুখ।
উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি শাজাহান সাজু বলেন, ওই নির্বাচনে নেতা-কর্মীদের নির্বাচনী প্রচারণা থেকে দূরে সরিয়ে রাখতে পুলিশ বাদী হয়ে পুলিশের গাড়ি ভাঙচুরসহ কয়েকটি গায়েবি মামলা করে। ওই সব গায়েবি মামলার আসামিদের দ্রুত মুক্তির দাবি জানান তিনি।

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৪৯ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেলে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে বিকেলে আসামিদের মধ্যে ৫৯ জন টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সখীপুর আমলি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত ৪৯ জনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী এসএম ফায়জুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের ১০ দিন আগে ১৮ ডিসেম্বর রাতে উপজেলার বড়চওনা এলাকায় টহলরত পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে সখীপুর থানা-পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৯৪ জনকে আসামি করা হয়। ঘটনার তদন্ত করে গত ২০২০ সালের ৩০ অক্টোবর ১২৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ।
আজ রোববার ওই মামলায় আদালতে উপজেলা বিএনপির ৫৯ জন নেতা-কর্মী জামিন চেয়ে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক ফারজানা হাসানাত ৪৯ জনকে জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে আসামিদের মধ্যে কয়েকজন অসুস্থ ও কয়েকজন শিক্ষার্থীর বিষয় বিবেচনায় করে ১০ জনকে জামিন দিয়েছেন আদালত।
রোববার টাঙ্গাইল আদালতে আত্মসমর্পণকারীদের মধ্যে উল্লেখ্যযোগ্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এমএ গফুর, সাবেক সহসভাপতি আবদুল বাছেত মাস্টার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম ছবুর রেজা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি নুরুল ইসলামসহ প্রমুখ।
উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি শাজাহান সাজু বলেন, ওই নির্বাচনে নেতা-কর্মীদের নির্বাচনী প্রচারণা থেকে দূরে সরিয়ে রাখতে পুলিশ বাদী হয়ে পুলিশের গাড়ি ভাঙচুরসহ কয়েকটি গায়েবি মামলা করে। ওই সব গায়েবি মামলার আসামিদের দ্রুত মুক্তির দাবি জানান তিনি।

অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১২ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে