সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৪৯ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেলে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে বিকেলে আসামিদের মধ্যে ৫৯ জন টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সখীপুর আমলি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত ৪৯ জনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী এসএম ফায়জুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের ১০ দিন আগে ১৮ ডিসেম্বর রাতে উপজেলার বড়চওনা এলাকায় টহলরত পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে সখীপুর থানা-পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৯৪ জনকে আসামি করা হয়। ঘটনার তদন্ত করে গত ২০২০ সালের ৩০ অক্টোবর ১২৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ।
আজ রোববার ওই মামলায় আদালতে উপজেলা বিএনপির ৫৯ জন নেতা-কর্মী জামিন চেয়ে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক ফারজানা হাসানাত ৪৯ জনকে জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে আসামিদের মধ্যে কয়েকজন অসুস্থ ও কয়েকজন শিক্ষার্থীর বিষয় বিবেচনায় করে ১০ জনকে জামিন দিয়েছেন আদালত।
রোববার টাঙ্গাইল আদালতে আত্মসমর্পণকারীদের মধ্যে উল্লেখ্যযোগ্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এমএ গফুর, সাবেক সহসভাপতি আবদুল বাছেত মাস্টার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম ছবুর রেজা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি নুরুল ইসলামসহ প্রমুখ।
উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি শাজাহান সাজু বলেন, ওই নির্বাচনে নেতা-কর্মীদের নির্বাচনী প্রচারণা থেকে দূরে সরিয়ে রাখতে পুলিশ বাদী হয়ে পুলিশের গাড়ি ভাঙচুরসহ কয়েকটি গায়েবি মামলা করে। ওই সব গায়েবি মামলার আসামিদের দ্রুত মুক্তির দাবি জানান তিনি।

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৪৯ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেলে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে বিকেলে আসামিদের মধ্যে ৫৯ জন টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সখীপুর আমলি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত ৪৯ জনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী এসএম ফায়জুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের ১০ দিন আগে ১৮ ডিসেম্বর রাতে উপজেলার বড়চওনা এলাকায় টহলরত পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে সখীপুর থানা-পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৯৪ জনকে আসামি করা হয়। ঘটনার তদন্ত করে গত ২০২০ সালের ৩০ অক্টোবর ১২৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ।
আজ রোববার ওই মামলায় আদালতে উপজেলা বিএনপির ৫৯ জন নেতা-কর্মী জামিন চেয়ে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক ফারজানা হাসানাত ৪৯ জনকে জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে আসামিদের মধ্যে কয়েকজন অসুস্থ ও কয়েকজন শিক্ষার্থীর বিষয় বিবেচনায় করে ১০ জনকে জামিন দিয়েছেন আদালত।
রোববার টাঙ্গাইল আদালতে আত্মসমর্পণকারীদের মধ্যে উল্লেখ্যযোগ্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এমএ গফুর, সাবেক সহসভাপতি আবদুল বাছেত মাস্টার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম ছবুর রেজা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি নুরুল ইসলামসহ প্রমুখ।
উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি শাজাহান সাজু বলেন, ওই নির্বাচনে নেতা-কর্মীদের নির্বাচনী প্রচারণা থেকে দূরে সরিয়ে রাখতে পুলিশ বাদী হয়ে পুলিশের গাড়ি ভাঙচুরসহ কয়েকটি গায়েবি মামলা করে। ওই সব গায়েবি মামলার আসামিদের দ্রুত মুক্তির দাবি জানান তিনি।

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১১ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১৪ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৩১ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে