Ajker Patrika

খিলগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৩: ০৪
খিলগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

রাজধানীর খিলগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক রিকশাচালক নিহত হয়েছেন। 

নিহত বাসু মিয়ার (৪০) বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চম্পকনগর গ্রামে। তাঁর বাবা মৃত চান মিয়া। আজ শনিবার ভোররাত ৩টার দিকে ফ্লাইওভারের বাসাবো ঢালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

স্বজনদের ধারণা, বাসু মিয়ার ব্যাটারিচালিত রিকশাটি ছিনিয়ে নিতে চেয়েছিল সন্ত্রাসীরা। বাধা দেওয়ায় তাঁর বুকে ও পেটে ছুরিকাঘাত করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, পথচারীরা খিলগাঁও থেকে রক্তাক্ত ও মুমুর্ষু অবস্থায় বাসু মিয়াকে হাসপাতালে নিয়ে আসে। ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

হাসপাতালে নিহত বাসু মিয়ার ভাতিজা মো. শাকিল জানান, তিন ছেলের জনক বাসু মিয়া। তাঁর ছেলে ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। খিলগাঁও বড় বটতলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন তিনি। 

শাকিল আজকের পত্রিকাকে বলেন, বেশির ভাগ সময় রাতে রিকশা চালাতেন বাসু মিয়া। গত রাতেও বাসা থেকে বের হয়েছিলেন রিকশা নিয়ে। ভোরের দিকে তাঁর ফোন থেকে এক পথচারী কল করে জানান, খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করেছে। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে তিনি ঢাকা মেডিকেলে এসে চাচাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

ইসলামী আন্দোলন জোট ছাড়বে, প্রত্যাশা করিনি: আসিফ মাহমুদ

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত