ঢামেক প্রতিবেদক

রাজধানীর ডেমরা থানার বাদশা মিয়া রোড এলাকায় রাকিবুর রহমান রকি (৩৫) নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে মারধর ও মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুন) ভোরের দিকে ডেমরার বাদশা মিয়া রোডের ৬ নম্বর গলিতে নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে রাকিবের স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
নিহত রাকিবের ভাগনে জুবায়ের আলী জানান, ডেমরার বামৈল পাইটি এলাকায় তাঁদের নিজেদের বাড়ি। তাঁর মামা রাকিব কিছুই করতেন না। স্ত্রী মুন্নি আক্তার ও দুই সন্তান নিয়ে থাকতেন তিনি। রাকিবের বাবার নাম খলিলুর রহমান।
জুবায়ের আরও জানান, ঘটনাস্থলে তাঁর মামা রাকিবের সঙ্গে আরও একজন ছিলেন বলে তিনি জানতে পেরেছেন। তাঁরা দুজন মিলে সেখানে নির্মাণাধীন ভবনে গিয়েছিলেন। সেখানে থাকা শ্রমিকেরা চোর সন্দেহে তাঁদের মারধর করেন। এ সময় রাকিবের সঙ্গে থাকা আরেকজন দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ।
জুবায়ের জানান, তাঁর মামা রাকিব মাঝে মাঝে রাতে কোথায় যেন চলে যেতেন। তারপর সকালে বাসায় আসতেন। গত রাতেও তিনি বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। ডেমরা থানায় তাঁর নামে মাদক ও চুরির বেশ কয়েকটি মামলা আছে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, ‘সকালে ৯৯৯ নম্বরে খবর আসে যে বাদশা মিয়া রোড এলাকায় চোর সন্দেহে রাকিব নামে এক যুবককে কিছু শ্রমিক মারধর করেছে। পরে স্বজনেরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।’
শফিকুর রহমান আরও বলেন, ‘মৃত যুবকের ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

রাজধানীর ডেমরা থানার বাদশা মিয়া রোড এলাকায় রাকিবুর রহমান রকি (৩৫) নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে মারধর ও মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুন) ভোরের দিকে ডেমরার বাদশা মিয়া রোডের ৬ নম্বর গলিতে নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে রাকিবের স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
নিহত রাকিবের ভাগনে জুবায়ের আলী জানান, ডেমরার বামৈল পাইটি এলাকায় তাঁদের নিজেদের বাড়ি। তাঁর মামা রাকিব কিছুই করতেন না। স্ত্রী মুন্নি আক্তার ও দুই সন্তান নিয়ে থাকতেন তিনি। রাকিবের বাবার নাম খলিলুর রহমান।
জুবায়ের আরও জানান, ঘটনাস্থলে তাঁর মামা রাকিবের সঙ্গে আরও একজন ছিলেন বলে তিনি জানতে পেরেছেন। তাঁরা দুজন মিলে সেখানে নির্মাণাধীন ভবনে গিয়েছিলেন। সেখানে থাকা শ্রমিকেরা চোর সন্দেহে তাঁদের মারধর করেন। এ সময় রাকিবের সঙ্গে থাকা আরেকজন দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ।
জুবায়ের জানান, তাঁর মামা রাকিব মাঝে মাঝে রাতে কোথায় যেন চলে যেতেন। তারপর সকালে বাসায় আসতেন। গত রাতেও তিনি বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। ডেমরা থানায় তাঁর নামে মাদক ও চুরির বেশ কয়েকটি মামলা আছে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, ‘সকালে ৯৯৯ নম্বরে খবর আসে যে বাদশা মিয়া রোড এলাকায় চোর সন্দেহে রাকিব নামে এক যুবককে কিছু শ্রমিক মারধর করেছে। পরে স্বজনেরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।’
শফিকুর রহমান আরও বলেন, ‘মৃত যুবকের ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার–দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৫ ঘণ্টা আগে