নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীনতার পূর্ণ স্বাদ এই জাতি পেয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান। আজ সোমবার সকাল ১১টায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবদুর রহমান। তিনি বলেন, ১৬ ডিসেম্বর আমরা বিজয় পেয়েছিলাম; হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল। কিন্তু সেদিন আমাদের মধ্যে কোনো আনন্দ-উত্তেজনা ছিল না। সবার একটাই প্রার্থনা ছিল যে, বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেন বাংলার মাটিতে আমরা ফিরে পাই। সকলের প্রার্থনার ফলে আমরা আমাদের মহান নেতাকে আমাদের মাঝে ফিরে পেয়েছিলাম।’
ইন্দিরা গান্ধীর অক্লান্ত পরিশ্রমের ফলে বঙ্গবন্ধুকে বাংলাদেশ ফিরে পেয়েছে উল্লেখ করে আবদুর রহমান বলেন, ‘মিসেস গান্ধীর অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা যদি না থাকত, তাহলে আমরা আমাদের প্রিয় নেতাকে ফিরে পেতাম কি-না, তা নিয়ে সন্দেহ হয়। তাই আমাদের অকৃত্রিম বন্ধু ভারতবাসী ও মিসেস গান্ধীকে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। যত ষড়যন্ত্র আসুক না কেন, ৭১ সালের মতন এখনো বাংলাদেশে কোনো ষড়যন্ত্র টিকবে না বলে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, ‘জনগণের আস্থার জায়গায় যারা পৌঁছাতে পারে না, তারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে যায়। তাদের কারণেই স্বাধীনতার ৫০ বছর পরও সাম্প্রতিক অপশক্তির বিরুদ্ধে আমাদের আজও লড়াই করতে হয়। আজও কথা বলতে হয়।’
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লেখক ও বিশ্লেষক সুভাষ সিংহ রায়। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নির্মল রঞ্জন গুহ।

১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীনতার পূর্ণ স্বাদ এই জাতি পেয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান। আজ সোমবার সকাল ১১টায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবদুর রহমান। তিনি বলেন, ১৬ ডিসেম্বর আমরা বিজয় পেয়েছিলাম; হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল। কিন্তু সেদিন আমাদের মধ্যে কোনো আনন্দ-উত্তেজনা ছিল না। সবার একটাই প্রার্থনা ছিল যে, বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেন বাংলার মাটিতে আমরা ফিরে পাই। সকলের প্রার্থনার ফলে আমরা আমাদের মহান নেতাকে আমাদের মাঝে ফিরে পেয়েছিলাম।’
ইন্দিরা গান্ধীর অক্লান্ত পরিশ্রমের ফলে বঙ্গবন্ধুকে বাংলাদেশ ফিরে পেয়েছে উল্লেখ করে আবদুর রহমান বলেন, ‘মিসেস গান্ধীর অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা যদি না থাকত, তাহলে আমরা আমাদের প্রিয় নেতাকে ফিরে পেতাম কি-না, তা নিয়ে সন্দেহ হয়। তাই আমাদের অকৃত্রিম বন্ধু ভারতবাসী ও মিসেস গান্ধীকে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। যত ষড়যন্ত্র আসুক না কেন, ৭১ সালের মতন এখনো বাংলাদেশে কোনো ষড়যন্ত্র টিকবে না বলে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, ‘জনগণের আস্থার জায়গায় যারা পৌঁছাতে পারে না, তারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে যায়। তাদের কারণেই স্বাধীনতার ৫০ বছর পরও সাম্প্রতিক অপশক্তির বিরুদ্ধে আমাদের আজও লড়াই করতে হয়। আজও কথা বলতে হয়।’
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লেখক ও বিশ্লেষক সুভাষ সিংহ রায়। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নির্মল রঞ্জন গুহ।

খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
৩০ মিনিট আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩৩ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১ ঘণ্টা আগে