উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

পরনে পুলিশের টি-শার্ট, কাঁধে পুলিশের একটি ব্যাগ নিয়ে পুলিশ সেজে প্রবাসী যাত্রীদের সঙ্গে ডলার প্রতারণার অভিযোগে ইমন সরদারকে (২৪) গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বিমানবন্দরের বহির্গমন টার্মিনাল থেকে রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দিবাগত মধ্যরাতে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে আজকের পত্রিকাকে জানিয়েছেন বিমানবন্দর এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তিনি জানান, গ্রেপ্তার হওয়া ওই প্রতারক রাজবাড়ির জেলার বাসিন্দা।
জিয়াউল হক বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমন সরদার পুলিশ সেজে দুই প্রবাসীর সঙ্গে ডলার এনডোর্সমেন্টের মাধ্যমে প্রতারণার চেষ্টা করেন। ওই সময় তাকে হাতে নাতে আটক করে বিমানবন্দর এপিবিএন এর গোয়েন্দা দল।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘দুবাই প্রবাসী দুই যাত্রী মো. রিয়াদ ও ওয়ারেজ করুনি বাচ্চুর পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করছিলেন ইমন। এ সময় বিমানবন্দর এপিবিএন এর গোয়েন্দা সদস্যদের বিষয়টি সন্দেহ হয়। কারণ প্রতারক ইমন সরদারের পরনে পুলিশের টি-শার্ট, কাঁধে পুলিশের একটি ব্যাগ রয়েছে। এমনকি তার চলাফেরাতেও সন্দেহজনক হলে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে আনা হয়। প্রতারক ইমন সরদারকে বিশদ জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রতারণার বিষয়টি শিকার করেন।’
এ সময় প্রতারক ইমন সরদারের কাছ থেকে প্রায় ১ লাখ টাকা, ডলার এনডোর্সমেন্টের ভাই ভাই মানি চেঞ্জার লিমিটেড লেখা একটি সিল, একটি পুলিশের কাঁধ ব্যাগ এবং মোবাইল জব্দ করা হয়েছে।
ভুক্তভোগী যাত্রীদের বরাত দিয়ে জিয়াউল হক বলেন, ‘এয়ার এরাবিয়া বিমানযোগে যাত্রী মো. রিয়াদ ও ওয়ারেজ করুনি বাচ্চুর রোববার বিকেলের ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের পাসপোর্টে ৫০০ ডলারের এনডোর্সমেন্টের ভুয়া সিল দেওয়া হলেও প্রতারক তাদেরকে ৫০০ ডলার দেয়নি। যার কারণে তাদের ফ্লাইটও বাতিল হয় এবং তারা দুবাই যেতে পারেননি।’

পরনে পুলিশের টি-শার্ট, কাঁধে পুলিশের একটি ব্যাগ নিয়ে পুলিশ সেজে প্রবাসী যাত্রীদের সঙ্গে ডলার প্রতারণার অভিযোগে ইমন সরদারকে (২৪) গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বিমানবন্দরের বহির্গমন টার্মিনাল থেকে রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দিবাগত মধ্যরাতে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে আজকের পত্রিকাকে জানিয়েছেন বিমানবন্দর এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তিনি জানান, গ্রেপ্তার হওয়া ওই প্রতারক রাজবাড়ির জেলার বাসিন্দা।
জিয়াউল হক বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমন সরদার পুলিশ সেজে দুই প্রবাসীর সঙ্গে ডলার এনডোর্সমেন্টের মাধ্যমে প্রতারণার চেষ্টা করেন। ওই সময় তাকে হাতে নাতে আটক করে বিমানবন্দর এপিবিএন এর গোয়েন্দা দল।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘দুবাই প্রবাসী দুই যাত্রী মো. রিয়াদ ও ওয়ারেজ করুনি বাচ্চুর পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করছিলেন ইমন। এ সময় বিমানবন্দর এপিবিএন এর গোয়েন্দা সদস্যদের বিষয়টি সন্দেহ হয়। কারণ প্রতারক ইমন সরদারের পরনে পুলিশের টি-শার্ট, কাঁধে পুলিশের একটি ব্যাগ রয়েছে। এমনকি তার চলাফেরাতেও সন্দেহজনক হলে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে আনা হয়। প্রতারক ইমন সরদারকে বিশদ জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রতারণার বিষয়টি শিকার করেন।’
এ সময় প্রতারক ইমন সরদারের কাছ থেকে প্রায় ১ লাখ টাকা, ডলার এনডোর্সমেন্টের ভাই ভাই মানি চেঞ্জার লিমিটেড লেখা একটি সিল, একটি পুলিশের কাঁধ ব্যাগ এবং মোবাইল জব্দ করা হয়েছে।
ভুক্তভোগী যাত্রীদের বরাত দিয়ে জিয়াউল হক বলেন, ‘এয়ার এরাবিয়া বিমানযোগে যাত্রী মো. রিয়াদ ও ওয়ারেজ করুনি বাচ্চুর রোববার বিকেলের ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের পাসপোর্টে ৫০০ ডলারের এনডোর্সমেন্টের ভুয়া সিল দেওয়া হলেও প্রতারক তাদেরকে ৫০০ ডলার দেয়নি। যার কারণে তাদের ফ্লাইটও বাতিল হয় এবং তারা দুবাই যেতে পারেননি।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৫ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৬ ঘণ্টা আগে