নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতারক ডা. ইশরাত রফিক ঈশিতা ও তার সহযোগী শহিদুল ইসলাম দিদারকে কারাগার পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই দিনের রিমান্ড শেষের দুজনকে আদালতে হাজির করা হয়। নতুন করে কোনো রিমান্ডের আবেদন না জানিয়ে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আর্জি জানান তদন্ত কর্মকর্তা। অন্যদিকে দুই আসামির পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
এই মামলায় গত ৯ আগস্ট ডাক্তার ঈশিতা ও তাঁর সহযোগীকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ২ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জালিয়াতি করে প্রতারণার অভিযোগে দায়ের করা দুই মামলায় দুজনকে ছয় দিন করে রিমান্ডে নেওয়া হয়।
এর আগে গত ১ আগস্ট সকাল ৯টা ৩৫ মিনিটের সময় র্যাব-৪ এর একটি দল মিরপুর-১ নম্বর গোল চত্বর এর উত্তর পাশে মুক্তবাংলা মার্কেটের সামনে ফুট ওভারব্রিজের নিচ থেকে এই দুজনকে আটক করে।
আটক করার সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচ বোতল বিদেশি মদ এবং মিথ্যা সরকারি কর্মচারী পরিচয় দিয়ে প্রতারণামূলকভাবে সৃষ্টি করা বিভিন্ন দলিলপত্র ও সনদপত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাবের উপসহকারী পরিচালক (পুলিশ পরিদর্শক) আমির আলী শাহ আলী থানায় পৃথক দুটি মামলা করেন। পরে অনলাইনে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা দায়ের করে র্যাব।
মামলায় বলা হয়, ডাক্তার ঈশিতা ও তাঁর সহযোগী দিদারকে গ্রেপ্তারের পর তারা ইয়াবা ও বিদেশি মদ ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেন। একই সঙ্গে কখনও সরকারি কর্মচারী পরিচয় দেওয়া, কখনও চিকিৎসা বিজ্ঞানের বিশেষজ্ঞ পরিচয় দেওয়া, কখনও বিভিন্ন সংগঠনের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দেওয়া, আবার সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দেওয়া, জাল-জালিয়াতির মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সনদ অর্জন করা এবং এর মাধ্যমে প্রতারণা করে অবৈধভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার কথা স্বীকার করেন।

প্রতারক ডা. ইশরাত রফিক ঈশিতা ও তার সহযোগী শহিদুল ইসলাম দিদারকে কারাগার পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই দিনের রিমান্ড শেষের দুজনকে আদালতে হাজির করা হয়। নতুন করে কোনো রিমান্ডের আবেদন না জানিয়ে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আর্জি জানান তদন্ত কর্মকর্তা। অন্যদিকে দুই আসামির পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
এই মামলায় গত ৯ আগস্ট ডাক্তার ঈশিতা ও তাঁর সহযোগীকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ২ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জালিয়াতি করে প্রতারণার অভিযোগে দায়ের করা দুই মামলায় দুজনকে ছয় দিন করে রিমান্ডে নেওয়া হয়।
এর আগে গত ১ আগস্ট সকাল ৯টা ৩৫ মিনিটের সময় র্যাব-৪ এর একটি দল মিরপুর-১ নম্বর গোল চত্বর এর উত্তর পাশে মুক্তবাংলা মার্কেটের সামনে ফুট ওভারব্রিজের নিচ থেকে এই দুজনকে আটক করে।
আটক করার সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচ বোতল বিদেশি মদ এবং মিথ্যা সরকারি কর্মচারী পরিচয় দিয়ে প্রতারণামূলকভাবে সৃষ্টি করা বিভিন্ন দলিলপত্র ও সনদপত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাবের উপসহকারী পরিচালক (পুলিশ পরিদর্শক) আমির আলী শাহ আলী থানায় পৃথক দুটি মামলা করেন। পরে অনলাইনে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা দায়ের করে র্যাব।
মামলায় বলা হয়, ডাক্তার ঈশিতা ও তাঁর সহযোগী দিদারকে গ্রেপ্তারের পর তারা ইয়াবা ও বিদেশি মদ ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেন। একই সঙ্গে কখনও সরকারি কর্মচারী পরিচয় দেওয়া, কখনও চিকিৎসা বিজ্ঞানের বিশেষজ্ঞ পরিচয় দেওয়া, কখনও বিভিন্ন সংগঠনের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দেওয়া, আবার সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দেওয়া, জাল-জালিয়াতির মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সনদ অর্জন করা এবং এর মাধ্যমে প্রতারণা করে অবৈধভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার কথা স্বীকার করেন।

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে (৫০) কুপিয়ে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে এবার ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। আজ শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয়ে শাহবাগে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় ঝুমা বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শহরের ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত্যুর পর আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে গৃহবধূর লাশ নেওয়া হয় ভৈরব থানায়। থানায় লাশ রেখেই বিকেলে ৪ লাখ টাকায় রফাদফা হয়েছে বলে জানান রোগীর স্বজন রাশেদ মিয়া।
২ ঘণ্টা আগে