নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতারক ডা. ইশরাত রফিক ঈশিতা ও তার সহযোগী শহিদুল ইসলাম দিদারকে কারাগার পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই দিনের রিমান্ড শেষের দুজনকে আদালতে হাজির করা হয়। নতুন করে কোনো রিমান্ডের আবেদন না জানিয়ে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আর্জি জানান তদন্ত কর্মকর্তা। অন্যদিকে দুই আসামির পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
এই মামলায় গত ৯ আগস্ট ডাক্তার ঈশিতা ও তাঁর সহযোগীকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ২ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জালিয়াতি করে প্রতারণার অভিযোগে দায়ের করা দুই মামলায় দুজনকে ছয় দিন করে রিমান্ডে নেওয়া হয়।
এর আগে গত ১ আগস্ট সকাল ৯টা ৩৫ মিনিটের সময় র্যাব-৪ এর একটি দল মিরপুর-১ নম্বর গোল চত্বর এর উত্তর পাশে মুক্তবাংলা মার্কেটের সামনে ফুট ওভারব্রিজের নিচ থেকে এই দুজনকে আটক করে।
আটক করার সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচ বোতল বিদেশি মদ এবং মিথ্যা সরকারি কর্মচারী পরিচয় দিয়ে প্রতারণামূলকভাবে সৃষ্টি করা বিভিন্ন দলিলপত্র ও সনদপত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাবের উপসহকারী পরিচালক (পুলিশ পরিদর্শক) আমির আলী শাহ আলী থানায় পৃথক দুটি মামলা করেন। পরে অনলাইনে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা দায়ের করে র্যাব।
মামলায় বলা হয়, ডাক্তার ঈশিতা ও তাঁর সহযোগী দিদারকে গ্রেপ্তারের পর তারা ইয়াবা ও বিদেশি মদ ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেন। একই সঙ্গে কখনও সরকারি কর্মচারী পরিচয় দেওয়া, কখনও চিকিৎসা বিজ্ঞানের বিশেষজ্ঞ পরিচয় দেওয়া, কখনও বিভিন্ন সংগঠনের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দেওয়া, আবার সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দেওয়া, জাল-জালিয়াতির মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সনদ অর্জন করা এবং এর মাধ্যমে প্রতারণা করে অবৈধভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার কথা স্বীকার করেন।

প্রতারক ডা. ইশরাত রফিক ঈশিতা ও তার সহযোগী শহিদুল ইসলাম দিদারকে কারাগার পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই দিনের রিমান্ড শেষের দুজনকে আদালতে হাজির করা হয়। নতুন করে কোনো রিমান্ডের আবেদন না জানিয়ে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আর্জি জানান তদন্ত কর্মকর্তা। অন্যদিকে দুই আসামির পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
এই মামলায় গত ৯ আগস্ট ডাক্তার ঈশিতা ও তাঁর সহযোগীকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ২ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জালিয়াতি করে প্রতারণার অভিযোগে দায়ের করা দুই মামলায় দুজনকে ছয় দিন করে রিমান্ডে নেওয়া হয়।
এর আগে গত ১ আগস্ট সকাল ৯টা ৩৫ মিনিটের সময় র্যাব-৪ এর একটি দল মিরপুর-১ নম্বর গোল চত্বর এর উত্তর পাশে মুক্তবাংলা মার্কেটের সামনে ফুট ওভারব্রিজের নিচ থেকে এই দুজনকে আটক করে।
আটক করার সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচ বোতল বিদেশি মদ এবং মিথ্যা সরকারি কর্মচারী পরিচয় দিয়ে প্রতারণামূলকভাবে সৃষ্টি করা বিভিন্ন দলিলপত্র ও সনদপত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাবের উপসহকারী পরিচালক (পুলিশ পরিদর্শক) আমির আলী শাহ আলী থানায় পৃথক দুটি মামলা করেন। পরে অনলাইনে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা দায়ের করে র্যাব।
মামলায় বলা হয়, ডাক্তার ঈশিতা ও তাঁর সহযোগী দিদারকে গ্রেপ্তারের পর তারা ইয়াবা ও বিদেশি মদ ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেন। একই সঙ্গে কখনও সরকারি কর্মচারী পরিচয় দেওয়া, কখনও চিকিৎসা বিজ্ঞানের বিশেষজ্ঞ পরিচয় দেওয়া, কখনও বিভিন্ন সংগঠনের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দেওয়া, আবার সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দেওয়া, জাল-জালিয়াতির মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সনদ অর্জন করা এবং এর মাধ্যমে প্রতারণা করে অবৈধভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার কথা স্বীকার করেন।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
২৩ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
২৯ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
৩৪ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে