জাবেরুল ইসলাম বাঁধন, গোপালগঞ্জ
গোপালগঞ্জে হস্তান্তর হওয়ার পর সাড়ে পাঁচ বছর কেটে গেলেও পরিপূর্ণভাবে চালু হয়নি ট্রমা সেন্টারের কার্যক্রম। ধার করে আনা মাত্র দুজন সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে কোনো রকমে চালু রাখা হয়েছে বহির্বিভাগ। এখানে চিকিৎসকসহ ১৪ জন জনবল দেওয়ার কথা থাকলেও নিয়োগ হয়েছে মাত্র একজন চতুর্থ শ্রেণির কর্মচারী। নষ্ট হচ্ছে এক্স-রে মেশিনসহ অস্ত্রোপচার কক্ষের যন্ত্রপাতি। কয়েকবার ঘটেছে চুরির ঘটনা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্ঘটনা বা আঘাতের রোগীদের জরুরি ও নিবিড় চিকিৎসাসেবা দিতে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ঘোনাপাড়ায় ১ একর জায়গার ওপর নির্মাণ করা হয় গোপালগঞ্জ ২০ শয্যাবিশিষ্ট ট্রমা সেন্টার, যা স্থানীয় বাসিন্দাদের কাছে পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত। ২০১২ সালে নেওয়া প্রকল্পটি বাস্তবায়নের জন্য গণপূর্ত বিভাগ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয় ২০১৪ সালের মার্চে। মেয়াদ ছিল ৬ মাস। এরপর মেয়াদ বৃদ্ধি হয় ছয় দফা, আর প্রকল্পের পরিচালক পরিবর্তন হয় চারবার। ২০১৮ সালের ডিসেম্বরে নির্মাণকাজ শেষ হলেও হস্তান্তর করা হয় ২০২০ সালের জানুয়ারিতে।
এখানে চিকিৎসা নিতে আসা রহিমা বেগমের নামের একজন বলেন, ‘ট্রমা সেন্টার থেকে আমাদের জ্বর, মাথাব্যথা, পাতলা পায়খানাসহ ছোটখাটো কিছু রোগের জন্য ওষুধ দেওয়া হয়। আর কোনো চিকিৎসা এখানে হয় না। সাধারণ রোগের কোনো ওষুধ লাগলে এখন আমরা ট্রমা সেন্টারে আসি।’
স্থানীয় বাসিন্দা মো. গোলাম আজম বলেন, ‘দীর্ঘদিন ধরে এই ট্রমা সেন্টার তৈরি হয়ে আছে; কিন্তু এখানো চালু করতে পারেনি। শুধু গ্যাসের বড়ি, মাথাব্যথার বড়ি, জ্বরের বড়ি দেওয়া হয়। ট্রমা সেন্টার কি এ জন্যই তৈরি করা হয়েছে? আমরা এলাকাবাসী একেবারেই এর সেবা থেকে বঞ্চিত হচ্ছি। সরকারের লাখ লাখ টাকা খরচ করে যা করা হইছে, এর প্রতিদান আমরা কিছুই পাই না।’
পাশের চা বিক্রেতা বাবর আলী মুন্সী বলেন, ‘পঙ্গু হাসপাতাল হওয়ার পর এখানে অনেকবার চুরি হইছে। চালু না করায় এসব সমস্যা হইছে। হাত-পা ভাঙলে আমাদের খুলনা, না হয় ঢাকা পাঠায়ে দেয়। কিন্তু আমরা গরিব মানুষ, আমাদের কি ঢাকা বা খুলনা গিয়ে চিকিৎসা করানো সম্ভব? এ জন্য গরিব মানুষের কথা চিন্তা করে দ্রুত পঙ্গু হাসপাতাল চালুর ব্যবস্থা করা হোক।’
এ নিয়ে কথা হলে প্রকল্প পরিচালক (সর্বশেষ ও সাবেক) মো. হুমায়ুন কবির বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর দ্রুতই মূল নির্মাণকাজ শেষ হয় এবং ২০২০ সালে মূল ভবনটি হস্তান্তর করা হয়। এখানে দুজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১৪টি পদে নিয়োগের কথা থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় সে সময় চালু করা সম্ভব হয়নি ট্রমা সেন্টারের কার্যক্রম।
এ বিষয়ে গোপালগঞ্জের সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন, ‘ট্রমা সেন্টারটি চালু করার জন্য কয়েক দফা মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটিতে একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি এখান থেকে বদলি হয়ে চলে গেছেন। তাই সেন্টারটি চালু রাখার জন্য দুজন সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে শুধু বহির্বিভাগ চালু রাখা হয়েছে। আশা করি, দ্রুত জনবল নিয়োগ হলেই এ সমস্যার সমাধান হবে।’
গোপালগঞ্জে হস্তান্তর হওয়ার পর সাড়ে পাঁচ বছর কেটে গেলেও পরিপূর্ণভাবে চালু হয়নি ট্রমা সেন্টারের কার্যক্রম। ধার করে আনা মাত্র দুজন সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে কোনো রকমে চালু রাখা হয়েছে বহির্বিভাগ। এখানে চিকিৎসকসহ ১৪ জন জনবল দেওয়ার কথা থাকলেও নিয়োগ হয়েছে মাত্র একজন চতুর্থ শ্রেণির কর্মচারী। নষ্ট হচ্ছে এক্স-রে মেশিনসহ অস্ত্রোপচার কক্ষের যন্ত্রপাতি। কয়েকবার ঘটেছে চুরির ঘটনা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্ঘটনা বা আঘাতের রোগীদের জরুরি ও নিবিড় চিকিৎসাসেবা দিতে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ঘোনাপাড়ায় ১ একর জায়গার ওপর নির্মাণ করা হয় গোপালগঞ্জ ২০ শয্যাবিশিষ্ট ট্রমা সেন্টার, যা স্থানীয় বাসিন্দাদের কাছে পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত। ২০১২ সালে নেওয়া প্রকল্পটি বাস্তবায়নের জন্য গণপূর্ত বিভাগ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয় ২০১৪ সালের মার্চে। মেয়াদ ছিল ৬ মাস। এরপর মেয়াদ বৃদ্ধি হয় ছয় দফা, আর প্রকল্পের পরিচালক পরিবর্তন হয় চারবার। ২০১৮ সালের ডিসেম্বরে নির্মাণকাজ শেষ হলেও হস্তান্তর করা হয় ২০২০ সালের জানুয়ারিতে।
এখানে চিকিৎসা নিতে আসা রহিমা বেগমের নামের একজন বলেন, ‘ট্রমা সেন্টার থেকে আমাদের জ্বর, মাথাব্যথা, পাতলা পায়খানাসহ ছোটখাটো কিছু রোগের জন্য ওষুধ দেওয়া হয়। আর কোনো চিকিৎসা এখানে হয় না। সাধারণ রোগের কোনো ওষুধ লাগলে এখন আমরা ট্রমা সেন্টারে আসি।’
স্থানীয় বাসিন্দা মো. গোলাম আজম বলেন, ‘দীর্ঘদিন ধরে এই ট্রমা সেন্টার তৈরি হয়ে আছে; কিন্তু এখানো চালু করতে পারেনি। শুধু গ্যাসের বড়ি, মাথাব্যথার বড়ি, জ্বরের বড়ি দেওয়া হয়। ট্রমা সেন্টার কি এ জন্যই তৈরি করা হয়েছে? আমরা এলাকাবাসী একেবারেই এর সেবা থেকে বঞ্চিত হচ্ছি। সরকারের লাখ লাখ টাকা খরচ করে যা করা হইছে, এর প্রতিদান আমরা কিছুই পাই না।’
পাশের চা বিক্রেতা বাবর আলী মুন্সী বলেন, ‘পঙ্গু হাসপাতাল হওয়ার পর এখানে অনেকবার চুরি হইছে। চালু না করায় এসব সমস্যা হইছে। হাত-পা ভাঙলে আমাদের খুলনা, না হয় ঢাকা পাঠায়ে দেয়। কিন্তু আমরা গরিব মানুষ, আমাদের কি ঢাকা বা খুলনা গিয়ে চিকিৎসা করানো সম্ভব? এ জন্য গরিব মানুষের কথা চিন্তা করে দ্রুত পঙ্গু হাসপাতাল চালুর ব্যবস্থা করা হোক।’
এ নিয়ে কথা হলে প্রকল্প পরিচালক (সর্বশেষ ও সাবেক) মো. হুমায়ুন কবির বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর দ্রুতই মূল নির্মাণকাজ শেষ হয় এবং ২০২০ সালে মূল ভবনটি হস্তান্তর করা হয়। এখানে দুজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১৪টি পদে নিয়োগের কথা থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় সে সময় চালু করা সম্ভব হয়নি ট্রমা সেন্টারের কার্যক্রম।
এ বিষয়ে গোপালগঞ্জের সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন, ‘ট্রমা সেন্টারটি চালু করার জন্য কয়েক দফা মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটিতে একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি এখান থেকে বদলি হয়ে চলে গেছেন। তাই সেন্টারটি চালু রাখার জন্য দুজন সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে শুধু বহির্বিভাগ চালু রাখা হয়েছে। আশা করি, দ্রুত জনবল নিয়োগ হলেই এ সমস্যার সমাধান হবে।’
রাজধানীর রামপুরা ব্রিজসংলগ্ন নড়াই খাল যেন মশার কারখানায় পরিণত হয়েছে। খালটির স্থির পানিতে সারা বছরই চোখে পড়ে মশার লার্ভা। নিকটবর্তী জিরানি খালেরও একই দশা। এতে খাল দুটি হয়ে উঠছে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও মশাবাহিত অন্যান্য রোগ বিস্তারের উৎস। মশার উৎপাতে অতিষ্ঠ এ দুটি খালসংলগ্ন বনশ্রী, আফতাবনগর ও নন্দীপাড়া
২ ঘণ্টা আগেমৎস্য ও বন্য প্রাণীর প্রজনন, বংশ বৃদ্ধি ও বিচরণ কার্যক্রমের সুরক্ষার জন্য ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা তিন মাস বনজীবীদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। কিন্তু এই সময়ে থেমে নেই হরিণশিকারিরা। তাঁরা নানা কৌশলে বন থেকে হরিণ শিকার করে লোকালয়ে এনে মাংস বিক্রি করছেন চড়া দামে। চোরা শিকারিদের দৌরাত্ম
৩ ঘণ্টা আগেবগুড়ায় প্রতিবছর কমছে অর্থকরী ফসল পাট চাষ। গত চার বছরে জেলায় প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে পাট চাষ কমেছে। কৃষকেরা বলছেন, খরচ বেশি আর দাম কম পাওয়ায় পাট চাষে তাঁদের আগ্রহ কমছে। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, উন্মুক্ত জলাশয় কমে যাওয়ার কারণে পাট জাগ দেওয়া প্রধান সমস্যা। যার কারণে পাট চাষ প্রতিবছর কমে
৩ ঘণ্টা আগেরাজধানী ঢাকায় বর্তমানে চলা প্রায় ২৫ হাজার সিএনজিচালিত অটোরিকশার মধ্যে অন্তত ৫ হাজার অবৈধ। বৈধ রেজিস্ট্রেশন, রুট পারমিটসহ দরকারি কাগজপত্র ছাড়াই এগুলো চলছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এক সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে এসেছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি ডিটিসিএতে এক সভায় রাজধানীতে বৈধ সিএনজিচালি
৩ ঘণ্টা আগে