নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যবসার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভাই ভাই ট্রেডার্সের কর্ণধার মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে। পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে একাধিক মামলাও করেছেন বলে দাবি ব্যবসায়ী ও স্ট্যান্ডার্ড হোল্ডিংসের পরিচালক মো. আমির হোসেনের।
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এসব অভিযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন—ব্যবসায়ী অরুপ রতন সাহা, প্রণব কুমার, আইনজীবী শামসুল ইসলাম, তানভির জামান প্রমুখ।
সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড হোল্ডিংসের পরিচালক আমির হোসেন বলেন, ‘আমিনুল ইসলামের সাথে আমরা তিন ব্যবসায়ী মিলে জয়েন ভেঞ্চারে ব্যবসা করে আসছিলাম। প্রথমে ব্যবসার ধরন ও ব্যবসা দেখে তাঁর (আমিনুল ইসলাম) প্রতারণা বুঝতে পারিনি। পরে আর্থিক অনিয়মসহ প্রতারণা বুঝতে পেরে পাঁচ মাস পর তার সঙ্গে ব্যবসা বন্ধ করে দেই আমরা। পরে তাঁর কাছে পাওনা ৫ কেটি ২০ লাখ টাকা দাবি করি। তিনি ৭ চেকে ৪ কোটি ৮০ লাখ টাকা দেওয়ার কথা বলেন, চেকও দেন। কিন্তু পাস করাতে পারিনি, টাকা নেই সেখানে। বাকি ৪০ লাখ ১৯ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও ব্যাংক ও মার্কেটের টাকা থেকে আমাদের দেওয়ার কথা।’
আমির হোসেন বলেন, ‘আমরা (দুই ব্যবসায়ী) পরে আরবিট্রেশন মামলা করি এবং আদালতে সে স্বীকারও করে। পরে সে আদালতের স্বীকারোক্তির কারণে সেই ৪০ লাখ ১৯ হাজার টাকা ফিরিয়ে দেয়। কিন্তু ৪ কোটি ৮০ লাখ টাকা আমাদের এখনো দেয়নি। এই টাকা চাইতে গেলে উল্টো আমাদের নামে একাধিক মামলা করে। আমরা তাঁর (আমিনুল) প্রতারণার মামলার কারণে সামাজিকভাবে অসম্মানিত হচ্ছি, পরিবারের কাছে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। আমরা এর প্রতিকার চাই, প্রতারক আমিনুল ইসলামের শাস্তি চাই।’

ব্যবসার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভাই ভাই ট্রেডার্সের কর্ণধার মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে। পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে একাধিক মামলাও করেছেন বলে দাবি ব্যবসায়ী ও স্ট্যান্ডার্ড হোল্ডিংসের পরিচালক মো. আমির হোসেনের।
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এসব অভিযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন—ব্যবসায়ী অরুপ রতন সাহা, প্রণব কুমার, আইনজীবী শামসুল ইসলাম, তানভির জামান প্রমুখ।
সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড হোল্ডিংসের পরিচালক আমির হোসেন বলেন, ‘আমিনুল ইসলামের সাথে আমরা তিন ব্যবসায়ী মিলে জয়েন ভেঞ্চারে ব্যবসা করে আসছিলাম। প্রথমে ব্যবসার ধরন ও ব্যবসা দেখে তাঁর (আমিনুল ইসলাম) প্রতারণা বুঝতে পারিনি। পরে আর্থিক অনিয়মসহ প্রতারণা বুঝতে পেরে পাঁচ মাস পর তার সঙ্গে ব্যবসা বন্ধ করে দেই আমরা। পরে তাঁর কাছে পাওনা ৫ কেটি ২০ লাখ টাকা দাবি করি। তিনি ৭ চেকে ৪ কোটি ৮০ লাখ টাকা দেওয়ার কথা বলেন, চেকও দেন। কিন্তু পাস করাতে পারিনি, টাকা নেই সেখানে। বাকি ৪০ লাখ ১৯ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও ব্যাংক ও মার্কেটের টাকা থেকে আমাদের দেওয়ার কথা।’
আমির হোসেন বলেন, ‘আমরা (দুই ব্যবসায়ী) পরে আরবিট্রেশন মামলা করি এবং আদালতে সে স্বীকারও করে। পরে সে আদালতের স্বীকারোক্তির কারণে সেই ৪০ লাখ ১৯ হাজার টাকা ফিরিয়ে দেয়। কিন্তু ৪ কোটি ৮০ লাখ টাকা আমাদের এখনো দেয়নি। এই টাকা চাইতে গেলে উল্টো আমাদের নামে একাধিক মামলা করে। আমরা তাঁর (আমিনুল) প্রতারণার মামলার কারণে সামাজিকভাবে অসম্মানিত হচ্ছি, পরিবারের কাছে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। আমরা এর প্রতিকার চাই, প্রতারক আমিনুল ইসলামের শাস্তি চাই।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে