নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যবসার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভাই ভাই ট্রেডার্সের কর্ণধার মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে। পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে একাধিক মামলাও করেছেন বলে দাবি ব্যবসায়ী ও স্ট্যান্ডার্ড হোল্ডিংসের পরিচালক মো. আমির হোসেনের।
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এসব অভিযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন—ব্যবসায়ী অরুপ রতন সাহা, প্রণব কুমার, আইনজীবী শামসুল ইসলাম, তানভির জামান প্রমুখ।
সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড হোল্ডিংসের পরিচালক আমির হোসেন বলেন, ‘আমিনুল ইসলামের সাথে আমরা তিন ব্যবসায়ী মিলে জয়েন ভেঞ্চারে ব্যবসা করে আসছিলাম। প্রথমে ব্যবসার ধরন ও ব্যবসা দেখে তাঁর (আমিনুল ইসলাম) প্রতারণা বুঝতে পারিনি। পরে আর্থিক অনিয়মসহ প্রতারণা বুঝতে পেরে পাঁচ মাস পর তার সঙ্গে ব্যবসা বন্ধ করে দেই আমরা। পরে তাঁর কাছে পাওনা ৫ কেটি ২০ লাখ টাকা দাবি করি। তিনি ৭ চেকে ৪ কোটি ৮০ লাখ টাকা দেওয়ার কথা বলেন, চেকও দেন। কিন্তু পাস করাতে পারিনি, টাকা নেই সেখানে। বাকি ৪০ লাখ ১৯ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও ব্যাংক ও মার্কেটের টাকা থেকে আমাদের দেওয়ার কথা।’
আমির হোসেন বলেন, ‘আমরা (দুই ব্যবসায়ী) পরে আরবিট্রেশন মামলা করি এবং আদালতে সে স্বীকারও করে। পরে সে আদালতের স্বীকারোক্তির কারণে সেই ৪০ লাখ ১৯ হাজার টাকা ফিরিয়ে দেয়। কিন্তু ৪ কোটি ৮০ লাখ টাকা আমাদের এখনো দেয়নি। এই টাকা চাইতে গেলে উল্টো আমাদের নামে একাধিক মামলা করে। আমরা তাঁর (আমিনুল) প্রতারণার মামলার কারণে সামাজিকভাবে অসম্মানিত হচ্ছি, পরিবারের কাছে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। আমরা এর প্রতিকার চাই, প্রতারক আমিনুল ইসলামের শাস্তি চাই।’

ব্যবসার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভাই ভাই ট্রেডার্সের কর্ণধার মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে। পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে একাধিক মামলাও করেছেন বলে দাবি ব্যবসায়ী ও স্ট্যান্ডার্ড হোল্ডিংসের পরিচালক মো. আমির হোসেনের।
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এসব অভিযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন—ব্যবসায়ী অরুপ রতন সাহা, প্রণব কুমার, আইনজীবী শামসুল ইসলাম, তানভির জামান প্রমুখ।
সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড হোল্ডিংসের পরিচালক আমির হোসেন বলেন, ‘আমিনুল ইসলামের সাথে আমরা তিন ব্যবসায়ী মিলে জয়েন ভেঞ্চারে ব্যবসা করে আসছিলাম। প্রথমে ব্যবসার ধরন ও ব্যবসা দেখে তাঁর (আমিনুল ইসলাম) প্রতারণা বুঝতে পারিনি। পরে আর্থিক অনিয়মসহ প্রতারণা বুঝতে পেরে পাঁচ মাস পর তার সঙ্গে ব্যবসা বন্ধ করে দেই আমরা। পরে তাঁর কাছে পাওনা ৫ কেটি ২০ লাখ টাকা দাবি করি। তিনি ৭ চেকে ৪ কোটি ৮০ লাখ টাকা দেওয়ার কথা বলেন, চেকও দেন। কিন্তু পাস করাতে পারিনি, টাকা নেই সেখানে। বাকি ৪০ লাখ ১৯ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও ব্যাংক ও মার্কেটের টাকা থেকে আমাদের দেওয়ার কথা।’
আমির হোসেন বলেন, ‘আমরা (দুই ব্যবসায়ী) পরে আরবিট্রেশন মামলা করি এবং আদালতে সে স্বীকারও করে। পরে সে আদালতের স্বীকারোক্তির কারণে সেই ৪০ লাখ ১৯ হাজার টাকা ফিরিয়ে দেয়। কিন্তু ৪ কোটি ৮০ লাখ টাকা আমাদের এখনো দেয়নি। এই টাকা চাইতে গেলে উল্টো আমাদের নামে একাধিক মামলা করে। আমরা তাঁর (আমিনুল) প্রতারণার মামলার কারণে সামাজিকভাবে অসম্মানিত হচ্ছি, পরিবারের কাছে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। আমরা এর প্রতিকার চাই, প্রতারক আমিনুল ইসলামের শাস্তি চাই।’

বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
২২ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
৩২ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৩২ মিনিট আগে
ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
১ ঘণ্টা আগে