নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও রাজধানীতে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতা ও সহিংসতার ঘটনায় পুলিশের নতুন নতুন মামলা ও ধরপাকড় অব্যাহত রয়েছে। নাশকতা ও সহিংসতার ঘটনায় আজ মুগদা থানায় একটি মামলা হয়েছে। এ নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তালিকায় মোট মামলার সংখ্যা দাঁড়াল ৪০। এসব মামলায় মোট ১ হাজার ৮৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার অবরোধের দ্বিতীয় দিন রাজধানীর মুগদায়, সবুজবাগ, মোহাম্মদপুরের শ্যামলী ও কাফরুলে বাসে যাত্রী সেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। মুগদার ঘটনায় এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
সবুজবাগ থানার ওসি শোভন চন্দ্র বলেন, ‘যাত্রী সেজে দুই যুবক গাড়িতে আগুন দেয়। ঘটনাস্থল থেকে আমরা একজন যুবককে আটক করেছি। আরেকজন পালিয়ে যায়। তাকেও আমরা আটকের চেষ্টা করছি।’
গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে ১ নভেম্বর বুধবার রাত ৭টা পর্যন্ত দেশে মোট ২১টি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে ঢাকা মহানগরে ৫টি, গাজীপুর, কালিয়াকৈর, সাভার ও নারায়ণগঞ্জে ৭টি, চট্টগ্রামের সীতাকুণ্ড, কর্ণফুলী ও রাঙ্গুনিয়ায় ৪টি, রাজশাহীর বগুড়া ও রায়গঞ্জে ৪টি, রংপুরের পার্বতীপুরে ১টি যানবাহনে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ১০টি বাস, ৩টি কাভার্ড ভ্যান, ৩টি ট্রাক, ১টি পিকআপ, ১টি মোটরসাইকেল, ২টি বাণিজ্যিক পণ্যের শোরুম, ১টি পুলিশ বক্স পুড়ে যায়।
ঢাকায় নাশকতা ও সহিংসতার ঘটনায় গত সোমবার পর্যন্ত মামলা হয়েছিল ৩৭টি। এগুলোর মধ্যে বুধবার রাজধানীর মুগদা থানায় একটি মামলা হয়েছে। এর আগে গত মঙ্গলবার মতিঝিল, রমনা ও বংশাল থানায় তিনটি মামলা হয়েছে। সর্বশেষ তথ্য অনুসারে বিএনপির সংঘর্ষকে কেন্দ্র করে মোট ৪০টি মামলা হয়েছে। প্রতিদিনই এসব মামলায় গ্রেপ্তার ও আটক অব্যাহত রেখেছে ডিএমপি।
গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবিপ্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় যাঁরা এজাহারভুক্ত আসামি, তাঁদের সামনে দুটি পথ খোলা রয়েছে। আসামিদের হয় আদালতে হাজির হতে হবে, নয়তো আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের গ্রেপ্তার করবে।
অবরোধের কারণে ঢাকার চারটি বড় টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। ঢাকাতেও কোনো বাস প্রবেশ করেনি। তবে গতকাল ঢাকা মহানগরে অল্পসংখ্যক সিটি বাস চলাচল করেছে।

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনেও রাজধানীতে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতা ও সহিংসতার ঘটনায় পুলিশের নতুন নতুন মামলা ও ধরপাকড় অব্যাহত রয়েছে। নাশকতা ও সহিংসতার ঘটনায় আজ মুগদা থানায় একটি মামলা হয়েছে। এ নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তালিকায় মোট মামলার সংখ্যা দাঁড়াল ৪০। এসব মামলায় মোট ১ হাজার ৮৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার অবরোধের দ্বিতীয় দিন রাজধানীর মুগদায়, সবুজবাগ, মোহাম্মদপুরের শ্যামলী ও কাফরুলে বাসে যাত্রী সেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। মুগদার ঘটনায় এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
সবুজবাগ থানার ওসি শোভন চন্দ্র বলেন, ‘যাত্রী সেজে দুই যুবক গাড়িতে আগুন দেয়। ঘটনাস্থল থেকে আমরা একজন যুবককে আটক করেছি। আরেকজন পালিয়ে যায়। তাকেও আমরা আটকের চেষ্টা করছি।’
গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে ১ নভেম্বর বুধবার রাত ৭টা পর্যন্ত দেশে মোট ২১টি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে ঢাকা মহানগরে ৫টি, গাজীপুর, কালিয়াকৈর, সাভার ও নারায়ণগঞ্জে ৭টি, চট্টগ্রামের সীতাকুণ্ড, কর্ণফুলী ও রাঙ্গুনিয়ায় ৪টি, রাজশাহীর বগুড়া ও রায়গঞ্জে ৪টি, রংপুরের পার্বতীপুরে ১টি যানবাহনে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ১০টি বাস, ৩টি কাভার্ড ভ্যান, ৩টি ট্রাক, ১টি পিকআপ, ১টি মোটরসাইকেল, ২টি বাণিজ্যিক পণ্যের শোরুম, ১টি পুলিশ বক্স পুড়ে যায়।
ঢাকায় নাশকতা ও সহিংসতার ঘটনায় গত সোমবার পর্যন্ত মামলা হয়েছিল ৩৭টি। এগুলোর মধ্যে বুধবার রাজধানীর মুগদা থানায় একটি মামলা হয়েছে। এর আগে গত মঙ্গলবার মতিঝিল, রমনা ও বংশাল থানায় তিনটি মামলা হয়েছে। সর্বশেষ তথ্য অনুসারে বিএনপির সংঘর্ষকে কেন্দ্র করে মোট ৪০টি মামলা হয়েছে। প্রতিদিনই এসব মামলায় গ্রেপ্তার ও আটক অব্যাহত রেখেছে ডিএমপি।
গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবিপ্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় যাঁরা এজাহারভুক্ত আসামি, তাঁদের সামনে দুটি পথ খোলা রয়েছে। আসামিদের হয় আদালতে হাজির হতে হবে, নয়তো আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের গ্রেপ্তার করবে।
অবরোধের কারণে ঢাকার চারটি বড় টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। ঢাকাতেও কোনো বাস প্রবেশ করেনি। তবে গতকাল ঢাকা মহানগরে অল্পসংখ্যক সিটি বাস চলাচল করেছে।

এক দিনের ব্যবধানে ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা কমে নওগাঁ মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
২৫ মিনিট আগে
বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৭ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৭ ঘণ্টা আগে