নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন লাগার পর ট্রেন থেকে তড়িঘড়ি নামতে গিয়ে আহত হয়েছেন একজন। আহত ওই ব্যক্তির নাম আব্দুল কাদের (৫৩)। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটে চলাচল করা মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার।
আব্দুল কাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁর সহকর্মী কবির হোসেন। তিনি জানান, আহত আব্দুল কাদের হামীম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিবহন শাখায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত। ট্রেন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে মাথায় আঘাত পান আব্দুল কাদের। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
কবির হোসেন আরও জানান, আব্দুল কাদেরের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ধুনিয়াগাঁও গ্রাম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনায় তাড়াহুড়া করে নামতে গিয়ে এক ব্যক্তি আহত হয়ে ঢাকা মেডিকেলে আসেন। তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন, তিনি মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে অবজারভেশনে রাখা হয়েছে এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
আরও পড়ুন:

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন লাগার পর ট্রেন থেকে তড়িঘড়ি নামতে গিয়ে আহত হয়েছেন একজন। আহত ওই ব্যক্তির নাম আব্দুল কাদের (৫৩)। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটে চলাচল করা মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার।
আব্দুল কাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁর সহকর্মী কবির হোসেন। তিনি জানান, আহত আব্দুল কাদের হামীম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিবহন শাখায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত। ট্রেন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে মাথায় আঘাত পান আব্দুল কাদের। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
কবির হোসেন আরও জানান, আব্দুল কাদেরের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ধুনিয়াগাঁও গ্রাম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনায় তাড়াহুড়া করে নামতে গিয়ে এক ব্যক্তি আহত হয়ে ঢাকা মেডিকেলে আসেন। তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন, তিনি মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে অবজারভেশনে রাখা হয়েছে এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
আরও পড়ুন:

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
২৯ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৩১ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে