Ajker Patrika

মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন: তড়িঘড়ি নামতে গিয়ে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যাত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৪: ৩১
মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন: তড়িঘড়ি নামতে গিয়ে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যাত্রী

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন লাগার পর ট্রেন থেকে তড়িঘড়ি নামতে গিয়ে আহত হয়েছেন একজন। আহত ওই ব্যক্তির নাম আব্দুল কাদের (৫৩)। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটে চলাচল করা মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার।

আব্দুল কাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁর সহকর্মী কবির হোসেন। তিনি জানান, আহত আব্দুল কাদের হামীম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিবহন শাখায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত। ট্রেন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে মাথায় আঘাত পান আব্দুল কাদের। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। 

কবির হোসেন আরও জানান, আব্দুল কাদেরের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ধুনিয়াগাঁও গ্রাম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনায় তাড়াহুড়া করে নামতে গিয়ে এক ব্যক্তি আহত হয়ে ঢাকা মেডিকেলে আসেন। তাঁকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন, তিনি মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে অবজারভেশনে রাখা হয়েছে এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত