নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভাই-বোন। তাদের দাফন হয়েছে একই সঙ্গে।
গতকাল বুধবার সকালে কথা হয় সারিয়ার বাবা রফিক মোল্লাহর সঙ্গে। তিনি বলছিলেন, ‘ও খুব আবেগপ্রবণ ছিল। বাপকে চুমু না দিয়ে ও ঘর থেকে বের হতো না। সেদিনও আমাকে ঘুম থেকে তুলে চুমু দিয়ে বের হয়েছিল।’
জুনায়েতের সকালটাও ছিল অনেকটা একই রকম। প্রতিদিনকার মতো সেও স্কুলের জন্য তৈরি হয়ে মাকে সালাম করে বাসা থেকে বের হয়েছিল। বাবার মোটরসাইকেলে চড়ে স্কুলে গিয়েছিল সে। স্নেহপ্রবণ বাবা জানতে চেয়েছিলেন, স্কুলব্যাগ ভারী লাগছে কি না। উত্তরে মাথা নেড়ে ‘না’ বলেছিল জুনায়েত। ছোট্ট জুনায়েতকে বেশি করে পানি খেতে বলে বিদায় নিয়েছিলেন বাবা মোহাম্মদ আসলাম। বাবা-ছেলের সেটাই ছিল শেষ কথোপকথন।
সারিয়া ও জুনায়েত—দুজনের বাবাই পেশায় ব্যবসায়ী। সারিয়ার বাবা রফিক মোল্লাহর ফুফাতো ভাই হন জুনায়েতের বাবা মোহাম্মদ আসলাম। তুরাগ থানার অধীনে নয়ানগরের স্থানীয় বাসিন্দা তাঁরা। মাইলস্টোন স্কুলের দিয়াবাড়ি ক্যাম্পাস থেকে তাঁদের বাড়ি কাছেই। তাই এই পরিবারের বেশির ভাগ ছেলেমেয়েই মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। বর্তমানে এই পরিবারের আরও একটি শিশু দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
রফিক মোল্লাহ জানান, তাঁর আরেক ভাইয়ের ছেলে নাবিল মোল্লাহর সঙ্গে স্কুলে যাওয়া-আসা করত সারিয়া। নাবিলকে কফি আর চিপস আনতে পাঠিয়েছিল সারিয়া। ঠিক তখনই স্কুলভবনের ওপর বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি। কফি আনতে যাওয়ায় বেঁচে যায় নাবিল। আর দগ্ধ হয় সারিয়া।
জুনায়েতের বাবা মোহাম্মদ আসলাম জানান, তাঁর বড় ছেলে রাকিবুল হাসানও মাইলস্টোনের শিক্ষার্থী। ষষ্ঠ শ্রেণিতে পড়ছে সে। প্রতিদিন সকাল ৭টায় দুই ছেলেকে নিয়ে স্কুলে যেতেন তিনি। দুই ছেলে একই ক্যাম্পাসের হলেও তাদের ক্লাস হতো আলাদা ভবনে। জুনায়েত যে ভবনে ক্লাস করত, সেটির ওপরেই বিধ্বস্ত হয়েছিল বিমানটি।

বাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভাই-বোন। তাদের দাফন হয়েছে একই সঙ্গে।
গতকাল বুধবার সকালে কথা হয় সারিয়ার বাবা রফিক মোল্লাহর সঙ্গে। তিনি বলছিলেন, ‘ও খুব আবেগপ্রবণ ছিল। বাপকে চুমু না দিয়ে ও ঘর থেকে বের হতো না। সেদিনও আমাকে ঘুম থেকে তুলে চুমু দিয়ে বের হয়েছিল।’
জুনায়েতের সকালটাও ছিল অনেকটা একই রকম। প্রতিদিনকার মতো সেও স্কুলের জন্য তৈরি হয়ে মাকে সালাম করে বাসা থেকে বের হয়েছিল। বাবার মোটরসাইকেলে চড়ে স্কুলে গিয়েছিল সে। স্নেহপ্রবণ বাবা জানতে চেয়েছিলেন, স্কুলব্যাগ ভারী লাগছে কি না। উত্তরে মাথা নেড়ে ‘না’ বলেছিল জুনায়েত। ছোট্ট জুনায়েতকে বেশি করে পানি খেতে বলে বিদায় নিয়েছিলেন বাবা মোহাম্মদ আসলাম। বাবা-ছেলের সেটাই ছিল শেষ কথোপকথন।
সারিয়া ও জুনায়েত—দুজনের বাবাই পেশায় ব্যবসায়ী। সারিয়ার বাবা রফিক মোল্লাহর ফুফাতো ভাই হন জুনায়েতের বাবা মোহাম্মদ আসলাম। তুরাগ থানার অধীনে নয়ানগরের স্থানীয় বাসিন্দা তাঁরা। মাইলস্টোন স্কুলের দিয়াবাড়ি ক্যাম্পাস থেকে তাঁদের বাড়ি কাছেই। তাই এই পরিবারের বেশির ভাগ ছেলেমেয়েই মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। বর্তমানে এই পরিবারের আরও একটি শিশু দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
রফিক মোল্লাহ জানান, তাঁর আরেক ভাইয়ের ছেলে নাবিল মোল্লাহর সঙ্গে স্কুলে যাওয়া-আসা করত সারিয়া। নাবিলকে কফি আর চিপস আনতে পাঠিয়েছিল সারিয়া। ঠিক তখনই স্কুলভবনের ওপর বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি। কফি আনতে যাওয়ায় বেঁচে যায় নাবিল। আর দগ্ধ হয় সারিয়া।
জুনায়েতের বাবা মোহাম্মদ আসলাম জানান, তাঁর বড় ছেলে রাকিবুল হাসানও মাইলস্টোনের শিক্ষার্থী। ষষ্ঠ শ্রেণিতে পড়ছে সে। প্রতিদিন সকাল ৭টায় দুই ছেলেকে নিয়ে স্কুলে যেতেন তিনি। দুই ছেলে একই ক্যাম্পাসের হলেও তাদের ক্লাস হতো আলাদা ভবনে। জুনায়েত যে ভবনে ক্লাস করত, সেটির ওপরেই বিধ্বস্ত হয়েছিল বিমানটি।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৩ ঘণ্টা আগে