
নিউমার্কেট এলাকায় দোকানের মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষে নিহত কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগের নেত্রী তিলোত্তমা সিকদার।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কামরাঙ্গীরচর রনি মার্কেটের মেম্বার গলিতে নাহিদের বাসায় যান ছাত্রলীগের সহসভাপতি তিলোত্তমা সিকদার। এ সময় নাহিদের স্ত্রী ডালিয়া ও মায়ের হাতে দুটি সেলাই মেশিন তুলে দেন তিলোত্তমা।
এ বিষয়ে ছাত্রলীগের সহসভাপতি ঢাবির সিনেট সদস্য তিলোত্তমা সিকদার বলেন, ‘সাময়িকভাবে এই পরিবার যেন জীবিকা নির্বাহ করতে পারে, সে জন্য আমি নাহিদের মা ও তাঁর স্ত্রীকে দুটি সেলাই মেশিন উপহার দিয়েছি।’
গত মঙ্গলবার রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকানের মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় মারা যান নাহিদ। তিনি ডি-লিংক নামে একটি কুরিয়ার সার্ভিসের ‘ডেলিভারিম্যান’ ছিলেন। ওই দিন সকাল ১০টায় কর্মস্থলে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিলেন তিনি। দুপুরে নিউমার্কেট এলাকায় দুই পক্ষের সংঘর্ষে মাথায় আঘাত পান নাহিদ। রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নাহিদরা তিন ভাই। বাড়িতে থাকেন বাবা-মা আর ভাইদের সঙ্গে। নাহিদ তাঁদের মধ্যে বড়। মেজ ভাই শরীফের বয়স সাত বছর ও ছোট ভাই ইব্রাহিমের বয়স তিন বছর। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন নাহিদ। এরপর আর্থিক টানাপোড়েনের কারণে লেখাপড়া আর এগোয়নি। পরিবারের হাল ধরতে অল্প বয়সেই কাজে নেমে পড়েন নাহিদ। ৭ হাজার টাকা বেতনে গত দুই বছর কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান হিসেবে কাজ করছিলেন।
পরিবারের ইচ্ছাতেই গত বছরের ২৮ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেন ডালিয়া নামের একটি মেয়েকে। ডালিয়ার হাতের মেহেদির রং এখনো মুছে যায়নি, তার আগেই নাহিদের এই অকাল মৃত্যু। শোকসন্তপ্ত পরিবারের কেউ মেনে নিতে পারছেন না এই মৃত্যু।

নিউমার্কেট এলাকায় দোকানের মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষে নিহত কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগের নেত্রী তিলোত্তমা সিকদার।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কামরাঙ্গীরচর রনি মার্কেটের মেম্বার গলিতে নাহিদের বাসায় যান ছাত্রলীগের সহসভাপতি তিলোত্তমা সিকদার। এ সময় নাহিদের স্ত্রী ডালিয়া ও মায়ের হাতে দুটি সেলাই মেশিন তুলে দেন তিলোত্তমা।
এ বিষয়ে ছাত্রলীগের সহসভাপতি ঢাবির সিনেট সদস্য তিলোত্তমা সিকদার বলেন, ‘সাময়িকভাবে এই পরিবার যেন জীবিকা নির্বাহ করতে পারে, সে জন্য আমি নাহিদের মা ও তাঁর স্ত্রীকে দুটি সেলাই মেশিন উপহার দিয়েছি।’
গত মঙ্গলবার রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকানের মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় মারা যান নাহিদ। তিনি ডি-লিংক নামে একটি কুরিয়ার সার্ভিসের ‘ডেলিভারিম্যান’ ছিলেন। ওই দিন সকাল ১০টায় কর্মস্থলে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিলেন তিনি। দুপুরে নিউমার্কেট এলাকায় দুই পক্ষের সংঘর্ষে মাথায় আঘাত পান নাহিদ। রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নাহিদরা তিন ভাই। বাড়িতে থাকেন বাবা-মা আর ভাইদের সঙ্গে। নাহিদ তাঁদের মধ্যে বড়। মেজ ভাই শরীফের বয়স সাত বছর ও ছোট ভাই ইব্রাহিমের বয়স তিন বছর। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন নাহিদ। এরপর আর্থিক টানাপোড়েনের কারণে লেখাপড়া আর এগোয়নি। পরিবারের হাল ধরতে অল্প বয়সেই কাজে নেমে পড়েন নাহিদ। ৭ হাজার টাকা বেতনে গত দুই বছর কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান হিসেবে কাজ করছিলেন।
পরিবারের ইচ্ছাতেই গত বছরের ২৮ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেন ডালিয়া নামের একটি মেয়েকে। ডালিয়ার হাতের মেহেদির রং এখনো মুছে যায়নি, তার আগেই নাহিদের এই অকাল মৃত্যু। শোকসন্তপ্ত পরিবারের কেউ মেনে নিতে পারছেন না এই মৃত্যু।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
২ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৮ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৯ ঘণ্টা আগে