Ajker Patrika

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন মহাপরিচালক

বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সফিকুজ্জামানকে প্রেষণে ওই পদে নিয়োগ দিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা গত ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে গেছেন।

আলাদা আদেশে ওএসডি অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য পদে বদলি করা হয়েছে। এ ছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিনকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিনকে বিদ্যুৎ বিভাগে, বিসিএস প্রশাসন একাডেমি এমডিএস মো. মাহবুব-উল-আলমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব এ কে এম শামীম আক্তারকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সেলিমা সুলতানাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পরিচালক থাকছেন আবুল কালাম
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ও অধ্যাপক পদে আরেক বছরের জন্য চুক্তিতে নিয়োগ পেয়েছেন ডা. আবুল কালাম আজাদ। আগের চুক্তির ধারাবাহিকতা ও একই শর্তে ৩ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।

অধ্যাপক আবুল কালাম চুক্তিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ও অধ্যাপক পদে দায়িত্ব পালন করছিলেন। বুধবার তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত