নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর পান্থপথ, নিউমার্কেটসহ বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বিভিন্ন মার্কেটকেন্দ্রিক কেনাকাটার জন্য বিপুল জনসমাগম হচ্ছে। বিভিন্ন মার্কেটে ঈদের কেনাকাটায় আগত জনসাধারণ ও মার্কেট এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের সুবিধায় ২১, ২২ ও ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১টা থেকে রাত ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকা/সড়কে যানবাহনের চাপ বেশি হলে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন বোধে মাঝেমধ্যে ডাইভারশন দেওয়া হবে।
ডাইভারশন এলাকার বিষয়ে গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সোনারগাঁও ক্রসিং থেকে পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) হয়ে পান্থপথ এলাকা/নিউমার্কেট এলাকা/ধানমন্ডি/মোহাম্মদপুর/ঝিগাতলা/মিরপুরগামী যানবাহনকে ফার্মগেট বা শাহবাগের দিকে; পান্থপথ গ্রিন রোড ক্রসিং থেকে সোনারগাঁও ক্রসিংগামী যানবাহনকে (পান্থপথে ইউটার্নকারী যানবাহনসহ) গ্রিন রোডে/রাসেল স্কয়ার বা ফার্মগেটের দিকে; মিরপুর রোড ও ধানমন্ডি থেকে আগত সায়েন্স ল্যাব ইন্টারসেকশন হয়ে নিউমার্কেটগামী যানবাহনকে (সিটি বাস ব্যতীত) সায়েন্স ল্যাব ক্রসিং থেকে বাঁয়ে মোড় নিয়ে এলিফ্যান্ট রোড বা কাটাবন রোড অথবা পলাশী ক্রসিং, নিউমার্কেট ক্রসিংয়ে নিউমার্কেটের সামনে দিয়ে মিরপুর সড়কগামী যানবাহনকে (সিটি বাস ব্যতীত) নিউমার্কেট ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং বা আজিমপুর ক্রসিং বা নিউমার্কেট-পিলখানা সড়কের দিকে ডাইভারশন দেওয়া হবে।
২১ ও ২২ মার্চ ও ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ডাইভারশন পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) ও নিউমার্কেট এলাকায় যানবাহনের চাপ বিবেচনা করে মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য প্রয়োজন বোধে মাঝেমধ্যে বলবৎ করা হবে। ঈদের কেনাকাটা ছাড়া অন্য যানবাহনকে ২১, ২২ ও ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত বেলা ১টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন মার্কেট-সংলগ্ন রাস্তা পরিহারের অনুরোধ জানানো হয়। এ ছাড়া নিউমার্কেট ক্রসিং থেকে সায়েন্স ল্যাব ক্রসিং পর্যন্ত মিরপুর রোডের উভয় পাশে রিকশা চলাচলের জন্য আলাদা লেন তৈরি করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পান্থপথ ও মিরপুর রোডে নিউমার্কেটের সামনে দিয়ে চলাচলকারী যানবাহনকে উপর্যুক্ত স্বল্প সময়ের ডাইভারশন ও মিরপুর রোডের নিউমার্কেট এলাকায় রিকশা লেন মেনে চলাচল করার জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ সবার সহযোগিতা কামনা করছে।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর পান্থপথ, নিউমার্কেটসহ বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বিভিন্ন মার্কেটকেন্দ্রিক কেনাকাটার জন্য বিপুল জনসমাগম হচ্ছে। বিভিন্ন মার্কেটে ঈদের কেনাকাটায় আগত জনসাধারণ ও মার্কেট এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের সুবিধায় ২১, ২২ ও ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১টা থেকে রাত ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকা/সড়কে যানবাহনের চাপ বেশি হলে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন বোধে মাঝেমধ্যে ডাইভারশন দেওয়া হবে।
ডাইভারশন এলাকার বিষয়ে গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সোনারগাঁও ক্রসিং থেকে পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) হয়ে পান্থপথ এলাকা/নিউমার্কেট এলাকা/ধানমন্ডি/মোহাম্মদপুর/ঝিগাতলা/মিরপুরগামী যানবাহনকে ফার্মগেট বা শাহবাগের দিকে; পান্থপথ গ্রিন রোড ক্রসিং থেকে সোনারগাঁও ক্রসিংগামী যানবাহনকে (পান্থপথে ইউটার্নকারী যানবাহনসহ) গ্রিন রোডে/রাসেল স্কয়ার বা ফার্মগেটের দিকে; মিরপুর রোড ও ধানমন্ডি থেকে আগত সায়েন্স ল্যাব ইন্টারসেকশন হয়ে নিউমার্কেটগামী যানবাহনকে (সিটি বাস ব্যতীত) সায়েন্স ল্যাব ক্রসিং থেকে বাঁয়ে মোড় নিয়ে এলিফ্যান্ট রোড বা কাটাবন রোড অথবা পলাশী ক্রসিং, নিউমার্কেট ক্রসিংয়ে নিউমার্কেটের সামনে দিয়ে মিরপুর সড়কগামী যানবাহনকে (সিটি বাস ব্যতীত) নিউমার্কেট ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং বা আজিমপুর ক্রসিং বা নিউমার্কেট-পিলখানা সড়কের দিকে ডাইভারশন দেওয়া হবে।
২১ ও ২২ মার্চ ও ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ডাইভারশন পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) ও নিউমার্কেট এলাকায় যানবাহনের চাপ বিবেচনা করে মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য প্রয়োজন বোধে মাঝেমধ্যে বলবৎ করা হবে। ঈদের কেনাকাটা ছাড়া অন্য যানবাহনকে ২১, ২২ ও ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত বেলা ১টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন মার্কেট-সংলগ্ন রাস্তা পরিহারের অনুরোধ জানানো হয়। এ ছাড়া নিউমার্কেট ক্রসিং থেকে সায়েন্স ল্যাব ক্রসিং পর্যন্ত মিরপুর রোডের উভয় পাশে রিকশা চলাচলের জন্য আলাদা লেন তৈরি করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পান্থপথ ও মিরপুর রোডে নিউমার্কেটের সামনে দিয়ে চলাচলকারী যানবাহনকে উপর্যুক্ত স্বল্প সময়ের ডাইভারশন ও মিরপুর রোডের নিউমার্কেট এলাকায় রিকশা লেন মেনে চলাচল করার জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ সবার সহযোগিতা কামনা করছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদী সীমান্তে মাছ ও কাঁকড়া শিকারের সময় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ আলমগীর (৩০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং বালুখালী এলাকার সৈয়দ আহমদের ছেলে।
৩৭ মিনিট আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মঞ্চ দখল এবং দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রায় ১০ হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সংঘটিত এই ঘটনায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা হতভম্ব হয়ে পড়েন।
১ ঘণ্টা আগে
বরিশালের নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেছেন, সাংবাদিকেরা নির্বাচনের স্টেকহোল্ডার। যে কারণে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না।
২ ঘণ্টা আগে
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন নির্বাচনী মাঠ গরমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্য করে সরব রয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
৩ ঘণ্টা আগে