শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ছেলে কবির হোসেনকে পুলিশে ধরে নিয়ে গেছে, এমন খবর শুনে বাবা আব্দুল জব্বার (৬৭) মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ছেলেকে গ্রেপ্তারের ১৫ ঘণ্টা পর মৃত্যু হয় বাবার। স্বজনদের অভিযোগ কবির হোসেনের বিরুদ্ধে কোনো ধরনের মামলা নেই। শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করার কারণে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, একটি হত্যা মামলায় অজ্ঞাত নামা আসামি হিসেবে কবির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বারের বাড়ি উপজেলার ধনুয়া গ্রামে। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা কবির হোসেন (৩৫) আব্দুল জব্বারের ছেলে। কবির হোসেন গাজীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নিহতের নাতিন মেহেদী হাসান বলেন, ‘গতকাল বুধবার দুপুর ২টার দিকে বাবা বাড়ির পাশে ফকির মার্কেটে একটি দোকানে বসে ছিল। সাদা পোশাকে কয়েকজন লোক এসে পুলিশ পরিচয়ে বাবাকে তুলে নিয়ে যায়। বিষয়টি আমার দাদি কদরজান দাদাকে জানান। জানানোর পরপরই দাদা সজোরে একটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। এরপর আর কোনো কথাবার্তা বলতে পারেনি। আজ সকালে দাদা মারা যান।’
নিহতের মেয়ে পারুল আক্তার বলেন, আমাদের পাঁচ বোনের একটিমাত্র ভাই কবির হোসেন। আদরের একমাত্র ছেলেকে পুলিশ গ্রেপ্তারের খবরে বাবা অসুস্থ হয়ে মারা যান। ছোটভাইকে গ্রেপ্তারের পর আমরা খবর পেয়ে ছুটে আসি বাবার বাড়ি। কিন্তু বাবা কোনো কথা বলেননি। আমাদের সঙ্গে কিছু না বলেই বাবা মারা গেলেন। আমরা যত দূর জানি ভাইয়ের নামে কোনো মামলা নেই। শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করত। গ্রেপ্তারের পর ভাইকে হত্যা মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ।
নিহতের স্ত্রী কদরজান বলেন, ‘তোমরা আমার বাবাকে এনে দাও, স্বামীকে হারালাম। আমি কি নিয়ে থাকব। আমি কেন এমন খবর দিলাম। এই খবর শোনার পর স্বামী আমাকে কিছু না বলে চলে গেল। আমি বাড়িতে এসে কবিরের খবরটা দেওয়ার পরপরই জোরে একটি চিৎকার দেয়। এটিই শেষ চিৎকার।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গ্রেপ্তারকৃত কবির হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ফকির মার্কেট এলাকা হতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে ছেলে কবির হোসেনকে পুলিশে ধরে নিয়ে গেছে, এমন খবর শুনে বাবা আব্দুল জব্বার (৬৭) মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ছেলেকে গ্রেপ্তারের ১৫ ঘণ্টা পর মৃত্যু হয় বাবার। স্বজনদের অভিযোগ কবির হোসেনের বিরুদ্ধে কোনো ধরনের মামলা নেই। শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করার কারণে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, একটি হত্যা মামলায় অজ্ঞাত নামা আসামি হিসেবে কবির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বারের বাড়ি উপজেলার ধনুয়া গ্রামে। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা কবির হোসেন (৩৫) আব্দুল জব্বারের ছেলে। কবির হোসেন গাজীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নিহতের নাতিন মেহেদী হাসান বলেন, ‘গতকাল বুধবার দুপুর ২টার দিকে বাবা বাড়ির পাশে ফকির মার্কেটে একটি দোকানে বসে ছিল। সাদা পোশাকে কয়েকজন লোক এসে পুলিশ পরিচয়ে বাবাকে তুলে নিয়ে যায়। বিষয়টি আমার দাদি কদরজান দাদাকে জানান। জানানোর পরপরই দাদা সজোরে একটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। এরপর আর কোনো কথাবার্তা বলতে পারেনি। আজ সকালে দাদা মারা যান।’
নিহতের মেয়ে পারুল আক্তার বলেন, আমাদের পাঁচ বোনের একটিমাত্র ভাই কবির হোসেন। আদরের একমাত্র ছেলেকে পুলিশ গ্রেপ্তারের খবরে বাবা অসুস্থ হয়ে মারা যান। ছোটভাইকে গ্রেপ্তারের পর আমরা খবর পেয়ে ছুটে আসি বাবার বাড়ি। কিন্তু বাবা কোনো কথা বলেননি। আমাদের সঙ্গে কিছু না বলেই বাবা মারা গেলেন। আমরা যত দূর জানি ভাইয়ের নামে কোনো মামলা নেই। শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করত। গ্রেপ্তারের পর ভাইকে হত্যা মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ।
নিহতের স্ত্রী কদরজান বলেন, ‘তোমরা আমার বাবাকে এনে দাও, স্বামীকে হারালাম। আমি কি নিয়ে থাকব। আমি কেন এমন খবর দিলাম। এই খবর শোনার পর স্বামী আমাকে কিছু না বলে চলে গেল। আমি বাড়িতে এসে কবিরের খবরটা দেওয়ার পরপরই জোরে একটি চিৎকার দেয়। এটিই শেষ চিৎকার।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গ্রেপ্তারকৃত কবির হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ফকির মার্কেট এলাকা হতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে