Ajker Patrika

ঘূর্ণিঝড়ে উপচে পড়া ২ শতাধিক গাছ সরিয়েছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘূর্ণিঝড়ে উপচে পড়া ২ শতাধিক গাছ সরিয়েছে ডিএনসিসি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে অতিবৃষ্টির ফলে নগরীর বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। রাজধানীর অনেক সড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। সড়কগুলো থেকে পানি নিষ্কাশন ও ভেঙে পড়া গাছ অপসারণে রাত থেকে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মীরা। 

ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে প্রধান প্রধান সড়কগুলো থেকে পানি নিষ্কাশন করা হয়েছে। এছাড়া ঝড়ে উপড়ে পড়া ছোট বড় প্রায় দুই শতাধিক গাছপালা ভোরের মধ্যেই অপসারণ করা হয়েছে। ফলে সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

আজ মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের নির্দেশে কুইক রেসপন্স টিম যেসব অঞ্চলে জলাবদ্ধতা দেখা যাচ্ছে, সেই সব অঞ্চলের পানি প্রবাহ নিশ্চিত করতে কাজ করছে। গতকাল সোমবার সন্ধ্যা থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় এবং নিরবচ্ছিন্ন বৃষ্টি হওয়ায় পানি অপসারণ হতে কিছুটা সময় লেগেছে। কোথাও কোনো পানি জমে থাকলে ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে ছবি তুলে লোকেশন উল্লেখ করে জানানোর জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত