কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘প্রেমঘটিত কারণে’ দুই বন্ধু আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্র অশ্রু বিশ্বাস (২৪)। পরদিন আজ মঙ্গলবার সকালে গাছে ফাঁস দেওয়া অবস্থায় পল্লব বাড়ৈ (২২) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে কোটালীপাড়া পুলিশ।
অশ্রু বিশ্বাস ছিকটিবাড়ী গ্রামের আশুতোষ বিশ্বাসের ছেলে এবং পল্লব বাড়ৈ শিকির বাজার গ্রামের গনেশ বাড়ৈর ছেলে।
স্থানীয়রা বলেন, পল্লব বাড়ৈ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। বরিশালের এক মেয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা ফোনে কথা বলতেন। হঠাৎ মেয়েটি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন পল্লব। গতকাল সোমবার দিবাগত ভোররাতে ঘরে কোথাও তাঁকে দেখতে না পেয়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে খুঁজতে বের হন পল্লবের মা-বাবা। সকালে পার্শ্ববর্তী একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে কোটালীপাড়া থানা-পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পল্লব বাড়ৈ শার্টের পকেটে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। গতকাল মারা যাওয়া বন্ধু অশ্রু বিশ্বাসের অন্ত্যেষ্টিক্রিয়ায়ও অংশ নিয়েছিলেন পল্লব। ফেরার পর থেকেই ছিলেন মানসিকভাবে বিপর্যস্ত।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে অশ্রু বিশ্বাসের সঙ্গে প্রতিবেশী এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর থেকে নেশাগ্রস্ত হয়ে পড়েন। কিছুদিন ধরে বিয়ে করার জন্য পরিবারকে চাপ দিয়ে আসছিলেন তিনি। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকত। গতকাল সোমবার সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
কোটালীপাড়া থানার এসআই হাবিবুর রহমান জানান, এ ব্যাপারে কোটালীপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। গোপালগঞ্জ সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘প্রেমঘটিত কারণে’ দুই বন্ধু আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্র অশ্রু বিশ্বাস (২৪)। পরদিন আজ মঙ্গলবার সকালে গাছে ফাঁস দেওয়া অবস্থায় পল্লব বাড়ৈ (২২) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে কোটালীপাড়া পুলিশ।
অশ্রু বিশ্বাস ছিকটিবাড়ী গ্রামের আশুতোষ বিশ্বাসের ছেলে এবং পল্লব বাড়ৈ শিকির বাজার গ্রামের গনেশ বাড়ৈর ছেলে।
স্থানীয়রা বলেন, পল্লব বাড়ৈ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। বরিশালের এক মেয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা ফোনে কথা বলতেন। হঠাৎ মেয়েটি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন পল্লব। গতকাল সোমবার দিবাগত ভোররাতে ঘরে কোথাও তাঁকে দেখতে না পেয়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে খুঁজতে বের হন পল্লবের মা-বাবা। সকালে পার্শ্ববর্তী একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে কোটালীপাড়া থানা-পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পল্লব বাড়ৈ শার্টের পকেটে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। গতকাল মারা যাওয়া বন্ধু অশ্রু বিশ্বাসের অন্ত্যেষ্টিক্রিয়ায়ও অংশ নিয়েছিলেন পল্লব। ফেরার পর থেকেই ছিলেন মানসিকভাবে বিপর্যস্ত।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে অশ্রু বিশ্বাসের সঙ্গে প্রতিবেশী এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর থেকে নেশাগ্রস্ত হয়ে পড়েন। কিছুদিন ধরে বিয়ে করার জন্য পরিবারকে চাপ দিয়ে আসছিলেন তিনি। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই ঝগড়াবিবাদ লেগে থাকত। গতকাল সোমবার সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
কোটালীপাড়া থানার এসআই হাবিবুর রহমান জানান, এ ব্যাপারে কোটালীপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। গোপালগঞ্জ সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১২ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
২৭ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪২ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১ ঘণ্টা আগে