আজকের পত্রিকা ডেস্ক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, তরুণ প্রজন্মের আত্মত্যাগ ও অবদানের ভিত্তিতেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা সম্ভব হয়েছে। বুনিয়াদি প্রশিক্ষণ থেকে এই তরুণদের অর্জিত জ্ঞান সমাজসেবা ও মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আগারগাঁওয়ে জাতীয় সমাজসেবা একাডেমিতে দুই মাসব্যাপী চলমান ৫৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানের পথ ধরে আজ আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। নতুন দেশ গড়ার পেছনে তরুণ প্রজন্মের অনেকেই প্রাণ দিয়েছে, অনেকে আহত হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পথ ধরে আজ আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এ স্বপ্নের পথিক তরুণ সমাজ।’
উপদেষ্টা বলেন, এ বুনিয়াদি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান সমাজসেবা ও মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। নীতি, নৈতিকতা ও আদর্শের বাস্তবায়ন করাই তরুণ সমাজের দায়িত্ব। সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। শুধু ভাতা প্রদানই নয়, দরিদ্র মানুষকে স্বাবলম্বী করতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
শারমীন এস মুরশিদ জানান, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং এসিড দগ্ধদের সহায়তার পাশাপাশি গ্রামীণ ও শহরাঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে নানা কার্যক্রম চলছে। দরিদ্র, ভূমিহীন, অনাথ, ভবঘুরে এবং প্রতিবন্ধীদের জন্য মন্ত্রণালয় বহুমুখী উদ্যোগ নিয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে নতুন উন্নয়ন পদ্ধতি গ্রহণ করেছে।’
তিনি বলেন, ‘পরিবারকেন্দ্রিক কর্মসূচি এবং সঠিক কর্মপরিকল্পনার মাধ্যমে এটি দেশের মানুষের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। দরিদ্র মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন। স্বাগত বক্তব্য দেন জাতীয় সমাজকল্যাণ একাডেমির অধ্যক্ষ মো. শাহী নেওয়াজ ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান। উপদেষ্টা শারমীন এস মুরশিদ ৩৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে মেডেল ও সনদ বিতরণ করেন।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, তরুণ প্রজন্মের আত্মত্যাগ ও অবদানের ভিত্তিতেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা সম্ভব হয়েছে। বুনিয়াদি প্রশিক্ষণ থেকে এই তরুণদের অর্জিত জ্ঞান সমাজসেবা ও মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আগারগাঁওয়ে জাতীয় সমাজসেবা একাডেমিতে দুই মাসব্যাপী চলমান ৫৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানের পথ ধরে আজ আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। নতুন দেশ গড়ার পেছনে তরুণ প্রজন্মের অনেকেই প্রাণ দিয়েছে, অনেকে আহত হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পথ ধরে আজ আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এ স্বপ্নের পথিক তরুণ সমাজ।’
উপদেষ্টা বলেন, এ বুনিয়াদি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান সমাজসেবা ও মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। নীতি, নৈতিকতা ও আদর্শের বাস্তবায়ন করাই তরুণ সমাজের দায়িত্ব। সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। শুধু ভাতা প্রদানই নয়, দরিদ্র মানুষকে স্বাবলম্বী করতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
শারমীন এস মুরশিদ জানান, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং এসিড দগ্ধদের সহায়তার পাশাপাশি গ্রামীণ ও শহরাঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে নানা কার্যক্রম চলছে। দরিদ্র, ভূমিহীন, অনাথ, ভবঘুরে এবং প্রতিবন্ধীদের জন্য মন্ত্রণালয় বহুমুখী উদ্যোগ নিয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে নতুন উন্নয়ন পদ্ধতি গ্রহণ করেছে।’
তিনি বলেন, ‘পরিবারকেন্দ্রিক কর্মসূচি এবং সঠিক কর্মপরিকল্পনার মাধ্যমে এটি দেশের মানুষের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। দরিদ্র মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন। স্বাগত বক্তব্য দেন জাতীয় সমাজকল্যাণ একাডেমির অধ্যক্ষ মো. শাহী নেওয়াজ ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান। উপদেষ্টা শারমীন এস মুরশিদ ৩৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে মেডেল ও সনদ বিতরণ করেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে