নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২৫ মার্চকে বিশ্ব গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ শুক্রবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ‘১৯৭১ সালে বাংলাদেশ গণহত্যা’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এ দাবি জানান।
আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত এ সেমিনারে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমাদের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে। এই দিবসটির আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায়ের জন্য চেষ্টা চলছে। সেখানে সারা বিশ্বে এখন গণহত্যা দিবস পালন করা হয় ৯ ডিসেম্বর। অথচ ওই দিন এমন কোনো ঘটনা ঘটেনি, যা আন্তর্জাতিকভাবে পালিত হতে পারে।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আমাদের দাবি হচ্ছে, ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৫ মার্চকে বিশ্ব গণহত্যা দিবস হিসেবে পালন করা হোক। কারণ ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে, এক রাতে কয়েক ঘণ্টার মধ্যে এত ব্যাপকসংখ্যক মানুষ আর কোথাও হত্যা করা হয়নি। এ জন্য এটা গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পেতে পারে।’
তিনি আরও জানান, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশি রাষ্ট্রদূতের মাধ্যমে জনমত গঠনের জন্য সরকার চেষ্টা করছে। একটা দিবস পালিত হচ্ছে, এটা পরিবর্তন করতে হলে জাতিসংঘে ভোটের প্রয়োজন। সেই জন্য সমস্যা হচ্ছে। অনেকে প্রশ্ন করছে, জাতীয় সংসদে পাস হয়েছে, এখন কার্যকর হচ্ছে না। আমাদের সরকার অব্যাহতভাবে প্রচেষ্টা চালাচ্ছে, ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তান যে বর্বর গণহত্যা চালিয়েছে তার স্বীকৃতির জন্য। এরই মধ্যে শুভ লক্ষণ দেখা যাচ্ছে, কিছু কিছু সংস্থা ২৫ মার্চের গণহত্যা সম্পর্কে কথা বলছে। তবে এর ভয়াবহতা প্রত্যাশা অনুসারে বলছে না। আশা করি ভবিষ্যতে ২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি পাব।’
জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে ২৫ মার্চ। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে নির্মম হত্যাকাণ্ড চালায়। মেতে ওঠে ইতিহাসের নৃশংসতম গণহত্যায়, যা কালরাত হিসেবে পরিচিত। ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয় জাতীয় সংসদে ২০১৭ সালের ১১ মার্চ। ওই দিন থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস প্রতিবছর ৯ ডিসেম্বর পালিত হয়। ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর জাতিসংঘ এ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে।

২৫ মার্চকে বিশ্ব গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ শুক্রবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ‘১৯৭১ সালে বাংলাদেশ গণহত্যা’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এ দাবি জানান।
আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত এ সেমিনারে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমাদের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে। এই দিবসটির আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায়ের জন্য চেষ্টা চলছে। সেখানে সারা বিশ্বে এখন গণহত্যা দিবস পালন করা হয় ৯ ডিসেম্বর। অথচ ওই দিন এমন কোনো ঘটনা ঘটেনি, যা আন্তর্জাতিকভাবে পালিত হতে পারে।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আমাদের দাবি হচ্ছে, ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৫ মার্চকে বিশ্ব গণহত্যা দিবস হিসেবে পালন করা হোক। কারণ ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে, এক রাতে কয়েক ঘণ্টার মধ্যে এত ব্যাপকসংখ্যক মানুষ আর কোথাও হত্যা করা হয়নি। এ জন্য এটা গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পেতে পারে।’
তিনি আরও জানান, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশি রাষ্ট্রদূতের মাধ্যমে জনমত গঠনের জন্য সরকার চেষ্টা করছে। একটা দিবস পালিত হচ্ছে, এটা পরিবর্তন করতে হলে জাতিসংঘে ভোটের প্রয়োজন। সেই জন্য সমস্যা হচ্ছে। অনেকে প্রশ্ন করছে, জাতীয় সংসদে পাস হয়েছে, এখন কার্যকর হচ্ছে না। আমাদের সরকার অব্যাহতভাবে প্রচেষ্টা চালাচ্ছে, ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তান যে বর্বর গণহত্যা চালিয়েছে তার স্বীকৃতির জন্য। এরই মধ্যে শুভ লক্ষণ দেখা যাচ্ছে, কিছু কিছু সংস্থা ২৫ মার্চের গণহত্যা সম্পর্কে কথা বলছে। তবে এর ভয়াবহতা প্রত্যাশা অনুসারে বলছে না। আশা করি ভবিষ্যতে ২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি পাব।’
জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে ২৫ মার্চ। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে নির্মম হত্যাকাণ্ড চালায়। মেতে ওঠে ইতিহাসের নৃশংসতম গণহত্যায়, যা কালরাত হিসেবে পরিচিত। ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয় জাতীয় সংসদে ২০১৭ সালের ১১ মার্চ। ওই দিন থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস প্রতিবছর ৯ ডিসেম্বর পালিত হয়। ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর জাতিসংঘ এ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে।

রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সালমান (১২) নামে ওই শিশুটিকে পথশিশু বলে জানিয়েছে পুলিশ।
৩ মিনিট আগে
নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
১ ঘণ্টা আগে
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১ ঘণ্টা আগে