ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের এক রোগীর স্বজন প্রতারক চক্রের কবলে পড়ে স্বর্ণ ও মোবাইল ফোন খুইয়েছেন। আজ রোববার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে ওই দুই প্রতারককে ধরেন রোগীর স্বজনরা। পরে হাসপাতালের পুলিশ ক্যাম্পের কাছে তাঁদের হস্তান্তর করা হয়।
আটক দুজন হলেন মো. সুমন (২২) ও মকবুল হোসেন (৩০)। মমিন নামের আরও এক যুবক পলাতক আছেন।
আটক মো. সুমন পুলিশকে জানিয়েছেন, তাঁদের তিনজনের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। প্রতারণা করে জিনিসপত্র হাতিয়ে নেওয়ার পর সেগুলো ১৫ হাজার টাকায় বিক্রি করে দেন।
ভুক্তভোগী নারী বেদেনা খাতুন বলেন, তাঁদের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার পাতরাইল গ্রামে। তাঁর স্বামী আয়নাল হক (৫৫) আশুলিয়া ড্রেজার মেশিনে শ্রমিকের কাজ করেন। গত ২৬ মার্চ কাজ করার সময় পরে গিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। সেদিনই তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, গতকাল দুপুরে হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন পানির পাম্পে তিনি পানি আনতে যান। সে সময় সঙ্গে ছেলে নাঈম ছিল। হঠাৎ তিন যুবক তাঁকে মা বলে ডাক দিয়ে বলেন, তাঁদের রোগী হাসপাতালে ভর্তি আছে। একটি ব্যাগ ধরিয়ে দিয়ে বলেন, এর মধ্যে লাখ টাকার পণ্য আছে তা বিক্রি করতে পারবেন। এই কথা বলে গলায় থাকা দুই ভরির রুপার চেইন, ছয় আনার কানের দুল, ও একটি বাটন মোবাইল ফোন তাঁদের কাছে দেন তিনি। তবে এসব জিনিস দেওয়ার সময় কোনো কিছু বুঝ উঠতে না পারায় তাঁদের বাধা দেননি। পরে হাসপাতালের বেডে গিয়ে ব্যাগটি খুলে দেখেন এক প্যাকেট সুজি।
তিনি আরও বলেন, ‘এরপর থেকে ওই তিন প্রতারককে খুঁজতে থাকি। আজ দুপুরে জরুরি বিভাগে ওই তিন যুবককে আমার ছেলে নাঈম চিনে ফেলে আমাকে খবর দেয়। পরে তাঁদের দুজনকে ধরে ফেললেও একজন পালিয়ে যায়। দুই যুবক প্রতারণা করে জিনিসপত্র নেওয়ার কথা স্বীকার করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আজ দুপুরে ভুক্তভোগী নারী ওই দুই প্রতারককে চিনে ফেলে এবং তাদের ধরে ফেলে। তারা তিন যুবক গতকাল প্রতারণার মাধ্যমে ওই নারীর কাছ থেকে স্বর্ণ, রুপা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে। শাহবাগ থানা–পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের এক রোগীর স্বজন প্রতারক চক্রের কবলে পড়ে স্বর্ণ ও মোবাইল ফোন খুইয়েছেন। আজ রোববার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে ওই দুই প্রতারককে ধরেন রোগীর স্বজনরা। পরে হাসপাতালের পুলিশ ক্যাম্পের কাছে তাঁদের হস্তান্তর করা হয়।
আটক দুজন হলেন মো. সুমন (২২) ও মকবুল হোসেন (৩০)। মমিন নামের আরও এক যুবক পলাতক আছেন।
আটক মো. সুমন পুলিশকে জানিয়েছেন, তাঁদের তিনজনের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। প্রতারণা করে জিনিসপত্র হাতিয়ে নেওয়ার পর সেগুলো ১৫ হাজার টাকায় বিক্রি করে দেন।
ভুক্তভোগী নারী বেদেনা খাতুন বলেন, তাঁদের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার পাতরাইল গ্রামে। তাঁর স্বামী আয়নাল হক (৫৫) আশুলিয়া ড্রেজার মেশিনে শ্রমিকের কাজ করেন। গত ২৬ মার্চ কাজ করার সময় পরে গিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। সেদিনই তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, গতকাল দুপুরে হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন পানির পাম্পে তিনি পানি আনতে যান। সে সময় সঙ্গে ছেলে নাঈম ছিল। হঠাৎ তিন যুবক তাঁকে মা বলে ডাক দিয়ে বলেন, তাঁদের রোগী হাসপাতালে ভর্তি আছে। একটি ব্যাগ ধরিয়ে দিয়ে বলেন, এর মধ্যে লাখ টাকার পণ্য আছে তা বিক্রি করতে পারবেন। এই কথা বলে গলায় থাকা দুই ভরির রুপার চেইন, ছয় আনার কানের দুল, ও একটি বাটন মোবাইল ফোন তাঁদের কাছে দেন তিনি। তবে এসব জিনিস দেওয়ার সময় কোনো কিছু বুঝ উঠতে না পারায় তাঁদের বাধা দেননি। পরে হাসপাতালের বেডে গিয়ে ব্যাগটি খুলে দেখেন এক প্যাকেট সুজি।
তিনি আরও বলেন, ‘এরপর থেকে ওই তিন প্রতারককে খুঁজতে থাকি। আজ দুপুরে জরুরি বিভাগে ওই তিন যুবককে আমার ছেলে নাঈম চিনে ফেলে আমাকে খবর দেয়। পরে তাঁদের দুজনকে ধরে ফেললেও একজন পালিয়ে যায়। দুই যুবক প্রতারণা করে জিনিসপত্র নেওয়ার কথা স্বীকার করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আজ দুপুরে ভুক্তভোগী নারী ওই দুই প্রতারককে চিনে ফেলে এবং তাদের ধরে ফেলে। তারা তিন যুবক গতকাল প্রতারণার মাধ্যমে ওই নারীর কাছ থেকে স্বর্ণ, রুপা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে। শাহবাগ থানা–পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
৭ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১১ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩৫ মিনিট আগে