Ajker Patrika

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১৫: ৫১
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো সিয়াম (১১) ও সাফিনুর বাবু (১০)। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী কোনাপাড়া শাহরিয়ার স্টিল মিলের পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাবুকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত সিয়ামের চাচাতো ভাই মনসুর মিয়া জানান, নিহত দুই শিশুর পরিবারই থাকে কোনাপাড়ার ফোম ফ্যাক্টরি গলির অহিদ মিয়ার বাড়িতে। বেলা সাড়ে ১১টার দিকে কয়েক শিশুর মাধ্যমে তিনি খবর পান, শাহরিয়ার স্টিল মিলের পাশে পুকুরে ডুবে গেছে সিয়াম ও বাবু। তখন তিনি দৌড়ে পুকুরের দিকে যাওয়ার পথে দেখেন, স্থানীয়রা তাদের পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। তখন তাদের দুজনকেই প্রথমে স্থানীয় ফেমাস হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তিনি সিয়ামকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত সিয়ামের বাবার নাম বাবলু মিয়া। তাদের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার নুরুল্লারচর গ্রামে। বাবা-মায়ের একমাত্র সন্তান সিয়াম স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণিতে পড়ত। 

এদিকে মৃত বাবুর মামাতো ভাই মো. রুমন মিয়া জানান, বাবুর বাবার নাম জজ মিয়া ও মা নুরজাহান। তাদের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামে। 

রুমন আরো জানান, স্টিল মিলের পাশে একটি মাঠে সিয়াম, বাবুসহ কয়েকজন শিশু খেলাধুলা করে। এরপর সেখানে পুকুরে গোসল করতে নামে সবাই। তখন পুকুরের পানিতে তলিয়ে যায় এ দুই শিশু। স্থানীয় হাসপাতাল থেকে বাবুকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া সিয়ামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত