ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো সিয়াম (১১) ও সাফিনুর বাবু (১০)।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী কোনাপাড়া শাহরিয়ার স্টিল মিলের পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাবুকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত সিয়ামের চাচাতো ভাই মনসুর মিয়া জানান, নিহত দুই শিশুর পরিবারই থাকে কোনাপাড়ার ফোম ফ্যাক্টরি গলির অহিদ মিয়ার বাড়িতে। বেলা সাড়ে ১১টার দিকে কয়েক শিশুর মাধ্যমে তিনি খবর পান, শাহরিয়ার স্টিল মিলের পাশে পুকুরে ডুবে গেছে সিয়াম ও বাবু। তখন তিনি দৌড়ে পুকুরের দিকে যাওয়ার পথে দেখেন, স্থানীয়রা তাদের পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। তখন তাদের দুজনকেই প্রথমে স্থানীয় ফেমাস হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তিনি সিয়ামকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত সিয়ামের বাবার নাম বাবলু মিয়া। তাদের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার নুরুল্লারচর গ্রামে। বাবা-মায়ের একমাত্র সন্তান সিয়াম স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণিতে পড়ত।
এদিকে মৃত বাবুর মামাতো ভাই মো. রুমন মিয়া জানান, বাবুর বাবার নাম জজ মিয়া ও মা নুরজাহান। তাদের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামে।
রুমন আরো জানান, স্টিল মিলের পাশে একটি মাঠে সিয়াম, বাবুসহ কয়েকজন শিশু খেলাধুলা করে। এরপর সেখানে পুকুরে গোসল করতে নামে সবাই। তখন পুকুরের পানিতে তলিয়ে যায় এ দুই শিশু। স্থানীয় হাসপাতাল থেকে বাবুকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া সিয়ামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো সিয়াম (১১) ও সাফিনুর বাবু (১০)।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী কোনাপাড়া শাহরিয়ার স্টিল মিলের পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাবুকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত সিয়ামের চাচাতো ভাই মনসুর মিয়া জানান, নিহত দুই শিশুর পরিবারই থাকে কোনাপাড়ার ফোম ফ্যাক্টরি গলির অহিদ মিয়ার বাড়িতে। বেলা সাড়ে ১১টার দিকে কয়েক শিশুর মাধ্যমে তিনি খবর পান, শাহরিয়ার স্টিল মিলের পাশে পুকুরে ডুবে গেছে সিয়াম ও বাবু। তখন তিনি দৌড়ে পুকুরের দিকে যাওয়ার পথে দেখেন, স্থানীয়রা তাদের পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। তখন তাদের দুজনকেই প্রথমে স্থানীয় ফেমাস হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তিনি সিয়ামকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত সিয়ামের বাবার নাম বাবলু মিয়া। তাদের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার নুরুল্লারচর গ্রামে। বাবা-মায়ের একমাত্র সন্তান সিয়াম স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণিতে পড়ত।
এদিকে মৃত বাবুর মামাতো ভাই মো. রুমন মিয়া জানান, বাবুর বাবার নাম জজ মিয়া ও মা নুরজাহান। তাদের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামে।
রুমন আরো জানান, স্টিল মিলের পাশে একটি মাঠে সিয়াম, বাবুসহ কয়েকজন শিশু খেলাধুলা করে। এরপর সেখানে পুকুরে গোসল করতে নামে সবাই। তখন পুকুরের পানিতে তলিয়ে যায় এ দুই শিশু। স্থানীয় হাসপাতাল থেকে বাবুকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া সিয়ামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

কক্সবাজারের কুতুবদিয়ায় ভাইয়ের লাঠির আঘাতে বোন তপসী দাস (৪৩) নিহত হয়েছেন। নিহত তপসী দাস আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরাছড়া জেলেপাড়ার প্রবাদ দাসের স্ত্রী।
৩৫ মিনিট আগে
দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর নিচ থেকে উদ্ধার করা টাইম ফিউজ এক্সপ্লোসিভ (টাইম বোমা সদৃশ) সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। আজ বৃহস্পতিবার অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিও) বোম ডিসপোজাল টিমের সদস্যরা নিরাপদভাবে এটিকে নিষ্ক্রিয় করেন।
৩৮ মিনিট আগে
অনিক ঢাকায় একটি ফার্নিচার কোম্পানিতে চাকরি করেন। বিকেলে ঢাকার উদ্দেশে স্ত্রীকে নিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। ওই সময় ট্রেন ছেড়ে দিয়েছিল।
৪৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ফতুল্লার পশ্চিম দেওভোগ নাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রায়হান খান (২৫) চাঁদপুরের বহারিয়া বাজার এলাকার প্রয়াত বিল্লাল খানের ছেলে।
১ ঘণ্টা আগে