নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় তৃতীয় দিনে এক শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বন্দর উপজেলার মদনগঞ্জ ও হরিহরপুর এলাকা থেকে এই মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। এই নিয়ে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে।
উদ্ধার হওয়া দুজনের একজন আব্দুল্লাহ আল জাবের (৩২), অপরজনের নাম আরোহী (৪)। তবে এখনো দুজন যাত্রী নিখোঁজ আছেন বলে দাবি স্বজনদের।
দমকল কর্মীরা জানান, মৃত দুজনের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ কিছুটা বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করতে সময় লাগছে।
উদ্ধারের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, ‘ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পৃথক দুটি স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। লাশগুলো আমরা নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছি।’
নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, যারা নিখোঁজ আছেন বলে স্বজনেরা জানিয়েছিলেন, তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে মরদেহ শনাক্ত করলে হস্তান্তর করা হবে।
নিখোঁজ যাত্রীদের মধ্যে এখনো সন্ধান মেলেনি মুন্সিগঞ্জের জোবায়ের হোসেন, ও কুয়েতপ্রবাসী মোসলেম উদ্দিনের (৫৫)। নিখোঁজ যাত্রীদের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় তৃতীয় দিনে এক শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বন্দর উপজেলার মদনগঞ্জ ও হরিহরপুর এলাকা থেকে এই মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। এই নিয়ে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে।
উদ্ধার হওয়া দুজনের একজন আব্দুল্লাহ আল জাবের (৩২), অপরজনের নাম আরোহী (৪)। তবে এখনো দুজন যাত্রী নিখোঁজ আছেন বলে দাবি স্বজনদের।
দমকল কর্মীরা জানান, মৃত দুজনের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ কিছুটা বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করতে সময় লাগছে।
উদ্ধারের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, ‘ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পৃথক দুটি স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। লাশগুলো আমরা নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছি।’
নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, যারা নিখোঁজ আছেন বলে স্বজনেরা জানিয়েছিলেন, তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে মরদেহ শনাক্ত করলে হস্তান্তর করা হবে।
নিখোঁজ যাত্রীদের মধ্যে এখনো সন্ধান মেলেনি মুন্সিগঞ্জের জোবায়ের হোসেন, ও কুয়েতপ্রবাসী মোসলেম উদ্দিনের (৫৫)। নিখোঁজ যাত্রীদের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
৪ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১০ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
১৫ মিনিট আগে
ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
১৮ মিনিট আগে